1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাশের পরও, আগ্রাসণ অব্যাহত গাজায়

দেবারতি গুহ১৭ জানুয়ারি ২০০৯

গাজায় একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ৷ তাই শনিবারের মধ্যেই, গাজায় তাদের আগ্রাসণ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েল৷

গাজা শহর ঢেকে গেছে ধোঁয়ায়ছবি: AP

ইসরায়েলের রাজনৈতিক সূত্রগুলি জানিয়েছে, হামাসের সঙ্গে কোনো ধরনের চুক্তি ছাড়াই তিন সপ্তাহব্যাপী এই গাজা অভিযানের ইতি ঘোষণা করতে পারে অলমার্ট সরকার৷ ইসরায়েলের সরকারী মুখপাত্র মার্ক রেগেভ জানান : একটি চিরস্থায়ী যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক স্তরে আলোচনা চলছে৷ আমার আশা, আমরা শীঘ্রই এই পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা করতে পারবো৷

তাই এই সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে সিদ্ধান্ত নিতে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার একটি অধিবেশন আহ্বান করেছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট৷ প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া ঐ স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪২-টি এবং বিপক্ষে চারটি৷ প্রস্তাবের বিপক্ষে ভোটদানকারী দেশগুলি হলো ইসরায়েল, যুক্তরাষ্ট্র, নাউরু এবং ভেনেজুয়েলা৷ এছাড়াও, আরো আটটি দেশ ভোটদানে বিরত থাকে বলে প্রকাশ৷

এদিকে, ইসরায়েলী নেতারা একতরফা এই যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করে দেখতে চাইলেও, শনিবার সকালে গাজা উপত্যকায় আবার হামলা চালিয়েছে ইসরায়েলী বিমান৷ এছাড়াও, গাজার একটি স্কুল চত্তরে ইসরায়েলী কামানের গোলায় দুজন ফিলিস্তিনী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ এদের মধ্যে একটি শিশু এবং একজন নারী ছিলেন৷ ইসরায়েলী সেনা জানিয়েছে তারা নির্দিষ্ট লক্ষ্যে প্রায় ৫০-টি বিভিন্ন হামলা চালিয়েছে৷ তার মধ্যে গাজা এবং মিশরের মধ্যকার একটি সুড়ঙ্গ রয়েছে৷ তাদের দাবী এই সুড়ঙ্গ দিয়েই মিশর হামাসের কাছ অস্ত্র সরবরাহ করে থাকে৷

ইসরায়েলী হামলা এখনও অব্যাহত গাজায়ছবি: AP

এ ঘটনার পর জাতিসংঘের মহাসচিব বান কি-মুন অবলম্বে গাজায় একটি চিরস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান৷ তিনি বলেন : দু-পক্ষকেই যতো দ্রুত সম্ভব যুদ্ধ, তথা হামলা এবং পাল্টা-হামলা বন্ধ করতে হবে৷ আর অপেক্ষা করলে চলবে না৷ একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য তাদের এবার আন্তর্জাতিক কার্যকারণ প্রক্রিয়াটি মেনে নিতে হবে৷ কারণ, এভাবে সাধারণ মানুষকে আমরা মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না৷ তাই আমাদের দাবি অবিলম্বে একটি যুদ্ধবিরতি চুক্তি পাশ করা হোক৷

স্বাভাবিকভাবেই, এক্ষেত্রে ইসরায়েলের একতরফা যুদ্ধবিরতি যথেষ্ট নয়৷ এর জন্য ইসরায়েলী আগ্রাসণ বন্ধের সঙ্গে সঙ্গে প্রয়োজন হামাসের রকেট হামলা বন্ধেরও৷ কিন্তু, নির্বাসিত হামাস নেতা খালেদ মিশাল সহ অন্যান্য হামাস নেতারা জানিয়েছে যতক্ষণ ইসরায়েল গাজা ত্যাগ না করছে এবং তাদের অবরোধ তুলে না নিচ্ছে, ততক্ষণ হামাস কোন ধরনের যুদ্ধবিরতি গ্রাহ্য করবে না৷ তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শপথ নেওয়ার আগেই গাজায় চিরস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হবে৷

উল্লেখ্য, গত ২৭-শে ডিসেম্বর বিমান হামলার মাধ্যমে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল৷ প্রায় তিন সপ্তাহব্যাপী এ হামলায়, এখনো পর্যন্ত প্রায় ১২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে৷ আহত হয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ