1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধবিরতির প্রথম দিনেই আবার ইসরায়েলের হামলা, নিহত ৫০

১ আগস্ট ২০১৪

যুদ্ধবিরতির প্রথম দিনেই গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের হামলায় শুক্রবার অন্তত ৫০ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে৷

Gaza Israel Krieg Angriff 1. August
ছবি: picture-alliance/dpa

ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করাতেই নতুন করে আক্রমণ চালাতে বাধ্য হয়েছে তারা৷ ইসরায়েলের অভিযোগ তিন দিনের যুদ্ধবিরতি শুরুর দেড় ঘণ্টার মধ্যেই হামাস আবার হামলা চালায় এবং তাতে দুজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে৷

এর আগে তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস৷ ২৪ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ১,৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারানোর পর দু-পক্ষ যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছিল৷

জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির প্রশ্নে হামাস আর ইসরায়েলের মধ্যকার দূরত্ব ঘোচানোর চেষ্টা করে আসছিল৷ শুক্রবার এ প্রয়াসে সাময়িক সাফল্য আসে৷ স্থানীয় সময় সকাল আটটা থেকে গাজায় ইসরায়েলের হামলা এবং হামাসের ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া বন্ধ রাখা হয়৷ নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর এবং দিল্লিতে অনুষ্ঠিত দুটি সংবাদ সম্মেলনে অস্ত্রবিরতিতে দু-পক্ষের সম্মত হবার কথা জানানো হয়েছিল৷

দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যু্দ্ধবিরতির খবরকে ‘স্বস্তিদায়ক’ বললেও সঙ্গে এ-ও জানিয়েছিলেন, এর মাধ্যমে যেসব সমস্যার সমাধান হয়ে গেল তা তিনি মনে করেন না৷

শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়া ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে এ সময়ের মধ্যে পরস্পরের প্রতি আক্রমণ বন্ধ রাখার কথা ছিল৷ তবে আত্মরক্ষামূলক অভিযান পরিচালনার সুযোগ ছিল৷

এসিবি/জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ