যুদ্ধবিরতির প্রথম দিনেই আবার ইসরায়েলের হামলা, নিহত ৫০
১ আগস্ট ২০১৪
যুদ্ধবিরতির প্রথম দিনেই গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের হামলায় শুক্রবার অন্তত ৫০ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে৷
বিজ্ঞাপন
ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করাতেই নতুন করে আক্রমণ চালাতে বাধ্য হয়েছে তারা৷ ইসরায়েলের অভিযোগ তিন দিনের যুদ্ধবিরতি শুরুর দেড় ঘণ্টার মধ্যেই হামাস আবার হামলা চালায় এবং তাতে দুজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে৷
এর আগে তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস৷ ২৪ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ১,৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারানোর পর দু-পক্ষ যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছিল৷
ছবিতে গাজা
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ক্রমশ বাড়ছেই৷ তবুও হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই৷ গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে ছবিঘর৷
ছবি: Reuters
স্বজনের আর্তনাদ
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ক্রমশ বাড়ছেই৷ ছবিতে স্বজনের মৃত্যুতে বিলাপ করছেন এক ফিলিস্তিনি৷ গাজায় এমন দৃশ্য প্রতিনিয়ত দেখা যাচ্ছে৷ ছবিটি ২১ জুলাই তোলা৷
ছবি: Reuters
নিরাপদ আশ্রয়ের সন্ধান
বিমান হামলা চালানো হবে - ইসরায়েলের এমন সতর্কবার্তা শুনে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছে একদল ফিলিস্তিনি৷ ২২ জুলাই ছবিটি তোলা৷ মঙ্গলবার গাজায় হামলার পরিমাণ আরো বাড়িয়েছে ইসরায়েল৷
ছবি: Reuters
ধ্বংসস্তূপের মাঝে আশ্রয়ের সন্ধান
সহায়সম্বল বলতে যা কিছু তা ঐ কাগজের বাক্সে৷ আর এই বাক্সসহ রাস্তায় হাঁটছে গাজার এই শিশুটি৷ তার পেছনে থাকা ধ্বংসস্তূপ একটি বাড়ির৷ গাজার পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় বাড়িটি এভাবে ধসে গেছে৷
ছবি: Reuters
ধোঁয়ার কুণ্ডলী
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলার কারণে সৃষ্টি হয়েছে এই ধোঁয়া৷ ২২ জুলাই গাজা থেকে তোলা ছবি এটি৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন৷ কিন্তু তাঁর এই আহ্বান তেমন একটা আমলে নিচ্ছে না ইসরায়েল বা হামাস৷
ছবি: Reuters
বাদ পড়ছে না হাসপাতালও
গাজার মসজিদ, স্কুল এমনকি হাসপাতালেও হামলা চালাচ্ছে ইসরায়েল৷ ফলে বেসামরিক প্রাণহানি বাড়ছে৷ ছবিতে গাজা সিটির আল-সাফিয়া হাসপাতালে শিশুদের মরদেহবাহী একটি লাশের ব্যাগ সরাচ্ছেন সেচ্ছাসেবীরা৷
ছবি: Marco Longari/AFP/Getty Images
গাধার গাড়িতে পালানো
গাধায় টানা গাড়িতে করে পালাচ্ছেন ফিলিস্তিনিরা৷ ছবিটি ২১ জুলাই তোলা৷ বলাবাহুল্য, ফিলিস্তিনিদের পক্ষে গাজার বাইরে যাওয়া প্রায় অসম্ভব৷ কারণ অঞ্চলটির দুই দিক ঘিরে রেখেছে ইসরায়েল৷ আর একদিকে মিসরের সঙ্গে সীমান্ত৷ অপর পাশে সমুদ্র৷ ফলে গাজার মধ্যেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয় তাদের৷
ছবি: Reuters
ইসরায়েলি সেনা
গাজার উত্তরাঞ্চলে ‘স্টেজিং এরিয়ার’ দিকে তাকিয়ে আছেন ইসরায়েলি সেনারা৷ গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও পরিচালনা করছে ইসরায়েল৷ এতে ইসরায়েলি কয়েকজন সেনা নিহত হয়েছে৷
ছবি: Reuters
হামলার প্রতিবাদ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে৷ ছবিটি গত ২০ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তোলা৷
ছবি: Reuters
নিষেধাজ্ঞা, অগ্নিকাণ্ড
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করে প্যারিস পুলিশ৷ প্রতিবাদে রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সাধারণ জনতা৷ ছবিটি ২০ জুলাই তোলা৷ এই ঘটনার পর প্যারিসে অবস্থানরত ইহুদিদের নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
এথেন্সে প্রতিবাদ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গ্রিসের রাজধানী এথেন্সে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়৷ ছবিটি ১৭ জুলাই তোলা৷
ছবি: Reuters
ঢাকায় প্রতিবাদ
হামাস এবং ইসরায়েলের মধ্যকার সহিংস পরিস্থিতি নিরসনে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশিরা৷ ছবিটি ১৮ জুলাই তোলা৷ বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসও গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন৷
ছবি: Reuters
11 ছবি1 | 11
জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির প্রশ্নে হামাস আর ইসরায়েলের মধ্যকার দূরত্ব ঘোচানোর চেষ্টা করে আসছিল৷ শুক্রবার এ প্রয়াসে সাময়িক সাফল্য আসে৷ স্থানীয় সময় সকাল আটটা থেকে গাজায় ইসরায়েলের হামলা এবং হামাসের ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া বন্ধ রাখা হয়৷ নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর এবং দিল্লিতে অনুষ্ঠিত দুটি সংবাদ সম্মেলনে অস্ত্রবিরতিতে দু-পক্ষের সম্মত হবার কথা জানানো হয়েছিল৷
দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যু্দ্ধবিরতির খবরকে ‘স্বস্তিদায়ক’ বললেও সঙ্গে এ-ও জানিয়েছিলেন, এর মাধ্যমে যেসব সমস্যার সমাধান হয়ে গেল তা তিনি মনে করেন না৷
শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়া ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে এ সময়ের মধ্যে পরস্পরের প্রতি আক্রমণ বন্ধ রাখার কথা ছিল৷ তবে আত্মরক্ষামূলক অভিযান পরিচালনার সুযোগ ছিল৷