স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দুটো থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুই পক্ষই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বিজ্ঞাপন
অবশেষে আশার আলো। ইসরায়েল প্রশাসন এবং হামাস দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং হামাসের কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। বিশ্বের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যদিও এই যুদ্ধবিরতি কতদিন থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলছে কোনো কোনো মহল।
বুধবারও নেতানিয়াহু বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, আপাতত যুদ্ধবিরতি ঘোষণার কোনো সম্ভাবনাই নেই। হামাসকে উচিত শিক্ষা দিয়ে তবেই ইসরায়েল আক্রমণ বন্ধ করবে। তবে ওই দিনই দ্বিতীয়বার যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর টেলিফোনে আলোচনা হয়। জার্মান পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েল এবং ফিলিস্তিনে সফর করেন। মিশর মধ্যস্থতা করে। সন্ধের পর নেতানিয়াহুর দফতর প্রথম যুদ্ধবিরতির কথা ঘোষণা করে। সেখানে বলা হয়, দুই পক্ষই একসঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: বিশ্বজুড়ে প্রতিবাদ
এক সপ্তাহ ধরে জেরুসালেমে হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে৷ ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, দাবি ফিলিস্তিনের৷ এই দ্বন্দ্ব অবসানে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
নিউ ইয়র্কে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিক্ষোভ
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইসরায়েল সমর্থকদের সমাবেশের সময় ফিলিস্তিনের সমর্থনে পতাকা ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক অর্থোডক্স ইহুদিকে৷ প্ল্যাকার্ডে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের হিংস্রতার নিন্দা জানানো হয়েছে৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
ইসরায়েলের সমর্থনে মিছিল
টাইমস স্কয়ারে ইসরায়েলের সমর্থকরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে৷ প্ল্যাকার্ডে লেখা ‘ইসরায়েল ইজ আন্ডার অ্যাটাক’৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
দুই পক্ষের তর্ক
ইসরায়েলের সমর্থনে টাইমস স্কয়ারে সমাবেশ হচ্ছে৷ এ সময় এক ফিলিস্তিন সমর্থক অর্থোডক্স ইহুদির সাথে তর্কে জড়িয়ে পড়েন ইসরায়েল সমর্থক এক নারী৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
ম্যানহাটনে ইসরায়েল বনাম ফিলিস্তিন
ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেটের সামনে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন এক ফিলিস্তিন সমর্থক নারী৷
ছবি: Eduardo Munoz/REUTERS
ফিলিস্তিনিদের বিক্ষোভ
ইসরায়েলি কনস্যুলেটের সামনে প্রতিবাদের পর ফিলিস্তিন সমর্থকরা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান৷
ছবি: Eduardo Munoz/REUTERS
‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে মিউনিখে৷ প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’৷
ছবি: Sachelle Babbar/ZUMA Wire/picture alliance
ইরানে বিক্ষোভ সমাবেশ
ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশে যোগ দেন হাজারো মানুষ৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
কেপ টাউন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকার কেপ টাউনে পার্লামেন্টের বাইরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ৷
ছবি: Mike Hutchings/REUTERS
স্যান্ডটন, সাউথ আফ্রিকা
স্যান্ডটনে ইসরায়েল ট্রেড অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান এই বিক্ষোভকারীদের৷
ছবি: Siphiwe Sibeko/REUTERS
লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে পতাকা আর প্ল্যাকার্ড হাতে হাজির হন হাজারো সমর্থক৷
ছবি: Toby Melville/REUTERS
বিক্ষোভের ঢেউ কেনিয়ায়
ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ সমাবেশের সময় পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে৷
ছবি: Monicah Mwangi/REUTERS
ইস্তাম্বুলে ইসরায়েল কনস্যুলেটের সামনে...
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েল কনস্যুলেটের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ৷
ছবি: Dilara Senkaya/REUTERS
12 ছবি1 | 12
হামাসের তরফে জানানো হয়, স্থানীয় সময় রাত দুটো থেকে যুদ্ধবিরতি শুরু হবে। দুই পক্ষই একসঙ্গে যুদ্ধবিরতি শুরু করবে। তবে সময় নিয়ে ইসরায়েল কিছু জানায়নি। উল্লেখ্য, এর আগে ইসরায়েল বলেছিল, হামাসকে প্রথমে আক্রমণ বন্ধ করতে হবে। কয়েকঘণ্টা তা দেখার পর যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল সিদ্ধান্ত নেবে। এদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে হামাস ফিলিস্তিনের জয় হিসেবেই দেখতে চাইছে। আবার ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের যথেষ্ট ক্ষতি করতে পেরেছে।
যুদ্ধবিরতি ঘোষণা হলেও, রাত দুটোর আগে হামাস ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে বলে জানা গেছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ করেছে বলে স্থানীয় মানুষের অভিযোগ।
যুদ্ধবিরতির পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। যুদ্ধবিরতির ঘোষণার ক্ষেত্রে মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার মিশরের মধ্যস্থতায় দুইপক্ষ আলোচনায় বসবে কি না, সেটাই এখন দেখার।