1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য সংকট

২১ নভেম্বর ২০১২

হতে হতেও হলো না৷ মঙ্গলবার রাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা হয়নি৷ এদিকে, তেল আভিভে একটি বাসে হামলার ঘটনা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জটিল করতে পারে বলে মনে করা হচ্ছে৷

ছবি: Reuters

বুধবার তেল আভিভে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলা হয়৷ এতে ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

হামাস এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে হামলার খবরে আনন্দ প্রকাশ করে হামাস মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এটা তার উত্তর৷ প্রকৃতি নিজেই ইসরায়েলের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছে বলে হামাস বলছে৷

ইসরায়েলি কর্মকর্তা ও হোয়াইট হাউস একে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে৷

এদিকে মঙ্গলবার যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছিল তা হয়নি৷ ইসরায়েলের এক কর্মকর্তা বলছেন, শেষ মুহূর্তে হামাস ও ইসরায়েলের আলোচকদের মধ্যে একটা বিষয়ে সমাধান না হওয়ায় সেটা সম্ভব হয়নি৷

ফলে চলছে হামলা, পাল্টা হামলা৷ মঙ্গলবার সারা রাতে ইসরায়েলের পক্ষ থেকে গাজার প্রায় একশোটি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷

মধ্যরাতের পর হামাসের পক্ষ থেকে ইসরায়েলের দিকে চারটি রকেট ছোঁড়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ইসরায়েলি সেনার এক মুখপাত্র৷ এছাড়া দুটি রকেট আকাশেই নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে৷

এসব হামলায় মঙ্গলবার ২৬ জন ফিলিস্তিনি ও দুইজন ইসরায়েলি নিহত হয়েছে৷ আর বুধবার এখন পর্যন্ত নিহত হয়েছে আরও নয় ফিলিস্তিনি৷ ফলে সব মিলিয়ে ১৪৬ জন ফিলিস্তিনি ও পাঁচজন ইসরায়েলি প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত৷

সমস্যার কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন৷ এসময় নেতানিয়াহু ক্লিন্টনকে বলেন, গাজা থেকে ইসরায়েলের দিকে যদি রকেট হামলা বন্ধ হয় তাহলে সমস্যার একটা দীর্ঘমেয়াদি সমাধানে তিনি রাজি আছেন৷

নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর ক্লিন্টন রামাল্লায় গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও কথা বলেছেন৷ এরপর কায়রোয় গিয়ে আলোচনা করেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে৷

এদিকে চীন এতোদিন মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে তেমন সরব না থাকলেও এবার জানা গেছে যে, ফিলিস্তিনি প্রেসিডেন্টের একজন প্রতিনিধি বৃহস্পতিবার চীন সফরে যাচ্ছেন৷ সেখানে তিনি সংকট নিয়ে কথা বলবেন চীনা কর্মকর্তাদের সঙ্গে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

রামাল্লাহ’য় ক্লিন্টন ও আব্বাসছবি: Reuters

Efforts to end Gaza conflict

01:53

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ