1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের জানাজা ঢাকায় নয়

২৭ নভেম্বর ২০১৪

ঢাকায় আর কোনো যুদ্ধাপরাধীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷ টুইটারে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷

12-km Menschenkette in Bangladesch
ছবি: DW

বাংলাদেশের একাধিক পত্রিকায় খবরটি প্রকাশ হয়েছে খবরটি৷ মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জে এক অনুষ্ঠানে মোজাম্মেল হক বলেছেন, ‘‘ঢাকায় কোনো যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড হওয়ার পর জানাজা করতে দেওয়া হবে না৷''

ভারতের সংবাদ মাধ্যম ডিএনএ এই খবরটি প্রকাশ করেছে, যা টুইটারে শেয়ার করেছেন অনেকে৷ কেউ কেউ ভারতেও এমন নিয়ম চালুর কথা বলছেন৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটেও এই বিষয়ে মন্তব্য করেছেন কয়েকজন৷ কাজী সেলিম লিখেছেন, ‘‘এটা জোরালো এবং সঠিক পদক্ষেপ৷ মৃত্যুর পর কোনো রাজাকার এবং আলবদরের চেহারাও বাংলার মাটিতে দেখতে দেয়া উচিত নয়৷ তাদের মরদেহের উন্মুক্ত জানাজার সুযোগও দেয়া উচিত নয়৷''

প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাভোগের সময় গত ২৩শে অক্টোবর প্রাণ হারান জামায়াতের সাবেক আমির গোলাম আযম৷ ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷ যুদ্ধাপরাধীদের জানাজা এভাবে আয়োজনের সুযোগ দেয়া উচিত কিনা – তা নিয়ে সেসময়ই বিতর্ক শুরু হয়৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ