1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের আহ্বান সুরঞ্জিতের

২১ অক্টোবর ২০১১

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষ হয়ে সাফাই সাক্ষ্য দিতে চাইলে রোডমার্চে নয়, আদালতে গিয়ে সাক্ষ্য দেন৷

Awami League leader Suranjit Sengupta Date and Place: 26th November 2010, Dhaka, Bangladesh Copyright as it is described in the mail of our correspondent Haurn Ur Rashid Photo@ Harun Ur Rashid Swapan and DW is permited to use
সুরঞ্জিত সেন গুপ্তছবি: Harun Ur Rashid Swapan

অন্যদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে সর্বোচ্চ এক মাসের মধ্যে আইনি প্রক্রিয়া শুরু হবে৷

শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘আইনের শাসন ও গণতন্ত্রকে হত্যা' বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷ আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, খালেদা জিয়া এখন কে যুদ্ধাপরাধী আর কে না, সেটার সার্টিফিকেট দিতে শুরু করেছেন৷ আওয়ামী লীগকে স্বাধীনতাবিরোধী বলছেন৷ সম্প্রতি রোডমার্চে যুদ্ধাপরাধীদের নিয়ে খালেদা যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহারের আহ্বান জানান সুরঞ্জিত৷ একই সঙ্গে আওয়ামী লীগে কে কে যুদ্ধাপরাধী তার প্রমাণ থাকলে দেখাতে বলেছেন৷ সুরঞ্জিত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে৷

বিএনপি নেত্রী খালেদা জিয়াছবি: DW

আওয়ামী লীগের এই উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধী, জঙ্গি, একাত্তরে পরাজিতদের নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন৷ পরাজিতদের নিয়ে যুদ্ধ করলে বিজয়ী হওয়া যায় না৷ পরাজয়ের গ্লানিই বইতে হয়৷ সুরঞ্জিত বলেন, খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ের বক্তব্য বিভ্রান্তিমূলক এবং জাতিকে তা বিভ্রান্ত করবে৷

এদিকে শুক্রবার রিপোর্টার্স ইউনিটিতে অপর একটি অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের ঘাতক ও জামায়াতের গর্ভ থেকেই বিএনপি নামক দলটির জন্ম৷ তাই খালেদা জিয়া যুদ্ধপরাধীদের রক্ষা করার চেষ্টা করবেন সেটাই স্বাভাবিক৷ তিনি বলেন, জামায়াতের সাবেক আমীর ও চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আযম এখনও বাইরে থাকলেও সর্বোচ্চ এক মাসের মধ্যে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ