1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের রক্ষায় কাজ করছে এইচআরডাব্লিউ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ এপ্রিল ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের বিচার প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ' উল্লেখ করে পুরো মামলার স্বাধীন রিভিউ দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷

Rowshan Jahan Shathi 1967
ছবি: Archiv Rowshan Jahan Shathi

মামলার প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এইচআরডাব্লিউ-র মন্তব্যকে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন৷

মঙ্গলবার এইচআরডাব্লিউ-র এক বিবৃতিতে বলা হয়, ‘‘গুরুতর ত্রুটিপূর্ণ বিচার সত্ত্বেও ৬ই এপ্রিল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন বাংলাদেশের সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করার পথ প্রশস্ত হলো৷''

বিবৃতিতে বলা হয়, ‘‘রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ার পর তিনি ২০১৫ সালের ৫ই মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ডের রায়ের স্বাধীন রিভিউ চেয়ে আবেদন করেন৷ মেরিটের ভিত্তিতে তার আবেদনের শুনানি না করে দেশটির সর্বোচ্চ আদালত সংক্ষিপ্ত আদেশে আবেদন খারিজ করেন এবং মৃত্যুদণ্ড বহাল রাখেন৷''

এইচআরডাব্লিউ-র এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘বাংলাদেশ সরকারের উচিত মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করা৷ আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে মৃত্যুদণ্ড অসংগতিপূর্ণ৷ মৃত্যুদণ্ড অপরিবর্তনীয় ও নিষ্ঠুর শাস্তি৷ এটা আরও খারাপ হয় যখন বিচারব্যবস্থা এ ধরনের শাস্তি পুরোপুরি পুনর্বিবেচনা করতে ব্যর্থ হয়৷ ন্যায়বিচার লঙ্ঘনের ক্রমাগত ও বিশ্বাসযোগ্য অভিযোগ এবং নিরপেক্ষ বিচারিক পুনর্বিবেচনার অভাবে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে৷''

এর প্রতিক্রিয়ায় ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা দেশের সর্বোচ্চ আদালতের রায় পেয়েছি, সেই রায়ের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে৷ এইচআরডাব্লিউর মন্তব্য অসতর্ক অবস্থান থেকে করা হয়েছে৷''

তিনি বলেন, ‘‘কোনো আন্তর্জাতিক সংস্থা যদি কোনো দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ বলেন, তাহলে সেটি সে দেশের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলা হয়, যা কিনা সেই দেশের জন্য হুমকিস্বরূপ৷''

তুরিন আফরোজ বলেন, ‘‘এইচআরডাব্লিউ এর আগে একই ধরণের মন্তব্য করে বাংলাদেশের আদালতে মাফ চেয়েছে৷ তারা মৃত্যুদণ্ডের বিরোধিতার নামে যুদ্ধাপরাধীদের রক্ষায় কাজ করছে৷ কারণ এই বিচারে কোনো অস্বচ্ছতা নেই৷ আপিলে এমনকি প্রাণভিক্ষার সুযোগ রয়েছে৷ তারপরও তারা বলছে বিচার ত্রুটিপূর্ণ৷ কিন্তু কিভাবে ত্রুটিপূর্ণ তারা তা বলছে না৷''

তিনি আরো বলেন, ‘‘এইচআরডাব্লিউকে যারা অর্থ দেয় তাদের নাম পরিচয় গোপন রাখে সংস্থাটি৷ তাদের বাংলাদেশের যুদ্ধপরাধীরা অর্থ দিয়েছে কিনা তা স্পষ্ট করা উচিত৷''

প্রসঙ্গত সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন৷

এর আগে ২০১৩ সালের ৯ই মে কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২৷ এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত বছরের ৩রা নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন৷ গত ১৮ই ফেব্রুয়ারি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়৷ এর পর ১৯শে ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছায়৷ ৫ই মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে রিভিউ আবেদন করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ