1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমার বিরুদ্ধে জাগরণ যাত্রা

৩১ অক্টোবর ২০১৪

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জামাত নেতা নিজামীর মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে৷ অন্যদিকে যুদ্ধাপরাধের বিচারে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণের দাবিতে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা চলছে৷

Matiur Rahman Nizami Bangladesch Archiv 2005
ছবি: picture-alliance/epa/Abir Abdullah

গত ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ এই রায়ের পর বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিজামীর রায় পরিবর্তনের আহ্বান জানায়৷ এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, ‘‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীর যারা লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা কেন মানবাধিকারের লঙ্ঘন হবে?''

একই দিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার ক্ষেত্রে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই৷'' যুদ্ধাপরাধীদের বেলায় রাষ্ট্রপতির এই ক্ষমতা সংবিধান সংশোধন করে রহিত করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা বাতিল বা সংশোধন করা যায় না৷ রাষ্ট্রপতির কাছে এমন কিছু ক্ষমতা থাকা দরকার বলেও মনে করেন তিনি৷

ছয় দফা দাবি বাস্তবায়নসহ যুদ্ধাপরাধের বিচারে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণের দাবিতে দক্ষিণাঞ্চলের দিকে রওনা হয়েছে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা৷

শনিবার কুষ্টিয়া, ঈশ্বরদী, নাটোর, পুঠিয়া ও রাজশাহীতে সমাবেশ হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার৷ তিনি জানিয়েছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় রাষ্ট্রপক্ষের রিভিউ পিটিশনের দাবি, যুদ্ধাপরাধের বিচারে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ গণজাগরণ মঞ্চের চলমান ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জাগরণ যাত্রার আয়োজন করা হয়েছে৷

ইমরান এইচ সরকার নিজ টুইটার অ্যাকাউন্টে ‘জাগরণ যাত্রা'-র সংবাদটি শেয়ার করেছেন৷

আজাদ মিয়া রাজশাহীতে জাগরণ যাত্রার খবরটি শেয়ার করেছেন৷

কামরুজ্জামান বাবলু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যটি টুইটারে শেয়ার করেছেন৷ শরীফুল ইসলামও শেয়ার করেছেন এটি৷

এছাড়া অ্যামনেস্টির রিপোর্টটি শেয়ার করেছেন আহমেদ ফিরোজ

পলাশ দত্তও তাঁর টুইটারে অ্যামনেস্টির রিপোর্টটি শেয়ার করেছেন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ