1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ

৩ অক্টোবর ২০১১

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে আজ৷ আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদনও পেশ করা হবে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে৷

দেলোয়ার হোসেন সাঈদীছবি: bdnews24.com

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শেষ করছে যুদ্ধাপরারাধ ট্রাইবুন্যালের তদন্ত দল৷ আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে হত্যাসহ যুদ্ধাপরাধের ৩২টি অভিযোগের কথা বলা হয়েছে৷ তদন্ত কর্মকর্তা এএসপি নুরুল ইসলাম জানান সালাউদ্দিন কাদের চৌধুরীর এসব অপরাধ প্রমাণে তারা ভিডিও,অডিও, স্থির চিত্র, ঐতিহাসিক দলিল পত্র এবং প্রত্যক্ষদর্শী সাক্ষিদের জবানবন্দি নিয়েছেন৷ তিনি জানান, আজ ট্রাইবুন্যালে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে৷

তদন্ত দলের সমন্বয়কারী ডিআইজি আব্দুল হান্নান খান জানান, জামায়াতের শীর্ষ নেতা গোলাম আজমের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে৷ আগামী এক মাসের মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

এদিকে গত সপ্তাহে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানী শেষ হয়৷ আজ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইবুন্যাল৷ আজ তার বিরুদ্ধে অভিযোগ গঠন হলে কার্যত যুদ্ধাপরাধ মামলার বিচারকাজ শুরু হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ