1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের আরো ৬ শতাধিক অভিযোগ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ জানুয়ারি ২০১৩

এসব অভিযোগ যাচাই বাছাই করে তদন্ত শুরু হবে৷ তদন্ত সংস্থার সমন্বয়কারী আব্দুল হান্নান খান জানান, বেশ কয়েকটি মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷ তাঁর মতে, যুদ্ধাপরাধ মামলার আসামিরা সামাজিকভাবে এখন বেশ শক্তিশালী৷

GettyImages 159811124 Activists and former freedom fighters who fought against Pakistan in the 1971 war demonstrate outside the International Crimes Tribunal court premises in Dhaka on January 21, 2013. Bangladesh's controversial war crimes court sentenced to death a top Islamic televangelists for genocide and other atrocities during the country's 1971 liberation struggle against Pakistan, a prosecutor said. Maolana Abul Kalam Azad who has been on the run for about a year is the first person to have been convicted by the controversial International Crimes Tribunal, created by the country's secular government to try suspected war criminals. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যে ছয় শতাধিক নতুন অভিযোগ পড়ছে, তাতে প্রায় ৩০০০ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে৷ তারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগে বলা হয়ছে৷ ট্রাইবুনালের তদন্ত ‘টিম' এসব অভিযোগ পর্যায়ক্রমে যাচাই বাছাই করবে৷ প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তদন্ত শুরু হবে৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যে ছয় শতাধিক নতুন অভিযোগ পড়ছে, তাতে প্রায় ৩০০০ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছেছবি: AP

ট্রাইবুনালের তদন্ত সমন্বয়কারী আব্দুল হান্নান খান জানান, এখন তারা ১২ জনের বিরুদ্ধে তদন্ত করছেন৷ তদন্ত শেষ হলে প্রতিবেদন দাখিল করা হবে৷ আর যাদের বিরুদ্ধে তারা তদন্ত রিপোর্ট দিয়েছেন, তা যে যথার্থ জামায়াত নেতা আবুল কালাম আযাদের বিরুদ্ধে ট্রাইবুনালের দেয়া রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে৷

তিনি বলেন, যুদ্ধাপরাধের তদন্ত করতে গিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ এর মধ্যে অন্যতম হলো যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখন সামাজিক এবং আর্থিক দিক দিয়ে বেশ প্রভাবশালী৷ তাই তাদের বিরুদ্ধে তথ্য এবং সাক্ষী সংগ্রহ বেশ কষ্টসাধ্য৷ অনেকেই ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে চান না৷ তবে যত বাধাই আসুক না কেন, তাঁরা তাদের তদন্ত কাজ অব্যাহত রাখবেন বলে জানান হান্নান খান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ