1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের দায়ে গোলাম আযম কারাগারে

১১ জানুয়ারি ২০১২

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে৷ তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ ও লুটতরাজসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে৷

গোলাম আযমছবি: Harun Ur Rashid Swapan

বলা হয়েছে, তিনি একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী৷ আদালতে গোলাম আযমের জামিন আবেদন জানানো হলেও তা নাকচ করা হয়৷ ইতিমধ্যে তাঁকে কারা হেফাজতে হাসপাতালে নেয়া হয়েছে৷

বুধবার সকাল সাড়ে ৯টার পরই গোলাম আযম তার পুত্র, আত্মীয় স্বজন এবং আইনজীবী নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে হাজির হন৷ তাকে হুইল চেয়ারে চেয়ারে করে নেয়া হয় এজলাস কক্ষে৷ আদালত গোলাম আযমকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হত্যা, ধর্ষণ ও লুটতরাজের অভিযোগ পড়ে শোনান৷ তার পক্ষে জামিনেরও আবেদন জানান হয়৷ আদালত শুনানি শেষে গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ যা সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু৷

এবার কারাগারে যেতে হলো গোলাম আযমকেছবি: Harun Ur Rashid Swapan

ট্রাইবুন্যালের রেজিষ্ট্রার শাহিনুর ইসলাম জানান, তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷ তবে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পাঠানো হতে পারে৷ ১৫ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে৷

গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দাবি করেন, গোলাম আযমকে জামিন না দেয়ায় তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন৷ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই৷

এদিকে সকাল থেকেই মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা রাজধানীতে গোলাম আযমকে গ্রেফতার এবং বিচারের দাবিতে মানব বন্ধন করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ