1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের দায়ে জাহিদ হোসেনের মৃত্যুদণ্ড

১৩ নভেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের নগরকান্দায় হত্যা, গণহত্যা ও ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷

Pakistan Bangladesh Bürgerkrieg
ছবি: AP

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের হয়ে কাজ করা খোকন স্বাধীনতার পর বিএনপির রাজনীতিতে জড়ান৷ তিন বছর আগে নির্বাচনে জিতে নগরকান্দা পৌরসভার মেয়র বনে যান ৬৬ বছর বয়সি এই যুদ্ধাপরাধী৷

‘খোকন রাজাকার' নামে পরিচিত জাহিদ হোসেন এখন সুইডেন থাকেন বলে সে দেশের এক প্রবাসী বাংলাদেশির বরাত দিয়ে জানিয়েছে বিডিনিউজ

ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার রায়ের খবরটি টুইটারে প্রকাশ করেছে৷

রায়ের বিষয়ে টুইটারে ‘লাইভ আপডেট' দিয়ে গেছেন প্রবীর বিধান৷

রায় প্রকাশের পর অনেক টুইটার ব্যবহারকারী খবরটি শেয়ার করেছেন৷

জায়েদ কামাল রায় নিয়ে কয়েকটি টুইট করেছেন৷ এর একটিতে রায় নিয়ে প্রসিকিউশনের খুশি হওয়ার খবরটি জানিয়েছেন তিনি৷

তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনে করেন রায়ে ন্যায়বিচার পাওয়া যায়নি৷

এদিকে গণজাগরণ মঞ্চ ‘খোকন রাজাকার’কে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে তাঁর ফাঁসি কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷

রায় হওয়ার আগে থেকেই টুইটারে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ