1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সৌদি আরবের আপত্তি নেই’

৩০ জানুয়ারি ২০১৩

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে জামায়েত-শিবির সহ কিছু শক্তি৷ আন্তর্জাতিক স্তরে এ বিষয়ে প্রতিক্রিয়া কী? যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কেই বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের অবস্থান কী?

ছবি: AP

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বিষয়টির উপর আলোকপাত করেছেন৷ ডয়চে ভেলেকে তিনি জানালেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের কারো কোনো মাথাব্যথা নেই৷ প্রথমত সবাই মনে করেন, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হওয়া উচিত এবং তা অত্যন্ত প্রয়োজনীয়৷ তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়৷ দ্বিতীয়ত তাঁরা মনে করেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ স্বচ্ছভাবে বিচার প্রক্রিয়া চালাচ্ছে৷

‘সৌদি আরবের আপত্তি নেই’

This browser does not support the audio element.

সৌদি আরবের মতো কিছু দেশ সম্পর্কে অভিযোগ এসেছে৷ ড. আব্দুল মোমেন জানালেন, জাতিসংঘে সৌদি আরবের রাষ্ট্রদূত বার বার আশ্বাস দিয়েছেন যে, এই ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই৷ সে দেশের কোনো ব্যক্তি বা মহল এ বিষয়ে যাই মনে করুক না কেন, সৌদি সরকারের তার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই৷ তুরস্কের একটি ইসলামি ভাবাপন্ন দল বাংলাদেশে গিয়েছিল বটে, কিন্তু তাদেরকে অনেকেই বুঝিয়েছিল যে যাদের বিচার হচ্ছে তারা অনেকেই বড় বড় ধর্মীয় পণ্ডিত৷ এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশকে যে চিঠি লিখেছেন, জাতিসংঘে তুরস্কের রাষ্ট্রদূত সে বিষয়ে ব্যাখ্যা করে বলেছেন, এটা অনেকটা নিয়মরক্ষার তাগিদে করা হয়েছে৷ তাতে শুধু স্বচ্ছভাবে বিচারের আবেদন জানানো হয়েছে৷ অ্যামেরিকাও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার ডাক দিয়েছে৷ ড. মোমেনের মতে, যে দেশে গুয়ান্তানামোর মতো অস্বচ্ছ বিচার প্রক্রিয়া চলেছে, সে দেশ স্বচ্ছ বিচার চাইলে তা বেশ ইতিবাচক বলে ধরে নেওয়া উচিত৷ তবে ওয়াশিংটন বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার প্রশংসাও করেছে৷

প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে বেশ ইতিবাচক সাড়ার কথা জানালেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি৷ বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে উৎসাহের বিষয়টি তিনি লক্ষ্য করছেন৷ অনেকে আবার ধীর গতির কারণে অধৈর্য হয়ে পড়ছেন৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ