1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু

৯ এপ্রিল ২০০৯

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তদন্ত সংস্থা ও আইনজীবী নিয়োগ এবং ট্রাইবুন্যাল গঠনের সিদ্ধান্ত হয়েছে৷ তদন্ত শুরুর সাথে সাথে যুদ্ধাপরাধীদের গ্রেফতার করা যাবে৷

ছবি: AP

মুক্তিযুদ্ধের ৩৮ বছর পর অবশেষে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হল৷ বৃহস্পতিবার সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর আইন মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ জানিয়েছেন, তদন্ত সংস্থা ও তদন্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে৷ একই সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন এবং আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে৷

তিনি জানান, ১৯৭৩ সালের আন্তর্জাতিক আপরাধ আইনে এই বিচার হবে৷ এবং বিচার কালে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন৷

আইন মন্ত্রী অবশ্য জানান, পাকিস্তানের যুদ্ধাপরাধীদের বিচার আপাতত শুরু করা যাচ্ছেনা৷ তবে তাদের সহযোগী এদেশীয় রাজাকার, আলবদর, আলশামসসহ আন্যান্য যুদ্ধাপরাধীদের এই আইনের আওতায় বিচার করা হবে৷

সরকারের এই সিদ্ধান্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে জানান, তদন্ত শুরুর সাথে সাথে যুদ্ধাপরাধীদের গ্রেফতার করা যাবে৷

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার ও তাদের এদেশীয় দোসররা ৩০ লাখ বাঙালিকে হত্যা করে এবং ২০ লাখ নারীর সম্ভ্রম হানি করা হয় বলে অভিযোগ৷ চালানো হয় ব্যাপক অগ্নিসংযোগ, লুটপাট ও ধ্বংসযজ্ঞ৷ নানা কারণে এতদিন এর বিচার করা যায়নি৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ