1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার

সমীর কুমার দে, ঢাকা২১ অক্টোবর ২০১২

যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করার ষড়যন্ত্র করা হলে তা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন৷ অপরদিকে দেশে চলমান যুদ্ধাপরাধের বিচার নিরপেক্ষভাবে হচ্ছে বলে দাবি আইন মন্ত্রীর৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, আগামী নির্বাচন যেনতেনভাবে করলে হবে না৷ সব দল যাতে নির্বাচনে অংশ নেয় সে ব্যবস্থা করতে হবে৷ তিনি বলেন, উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই সংবিধান সংশোধন করা হল৷ কিন্তু সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে৷ তাই সবাইকে নির্বাচনে আনার ব্যবস্থা করতে হবে৷

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছতার সঙ্গে করার ওপর জোর দিয়েছেন তিনি৷ যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করতে কোনো ষড়যন্ত্র হলে তা প্রকাশ করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক একক বক্তৃতা অনুষ্ঠানে ড. কামাল বলেন, ‘‘আমার কথা হবে, এদের বিচার হোক আইন অনুযায়ী, সুবিচার হোক৷ আমরা বলব না, যেনতেনভাবে দোষী সাব্যস্ত করে তাদের বিচার করা হোক৷ কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি৷''

এই বিচার যে স্বচ্ছভাবে হচ্ছে, তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে নিয়মিত প্রেসব্রিফিংয়ের ওপর জোর দেন গণফোরাম সভাপতি৷ তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে প্রচার-অপপ্রচার সবই থাকতে পারে৷ তাই এ ব্যাপারে সবকিছু সবাইকে জানিয়ে করা দরকার৷

অপরদিকে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, প্রয়োজনে ব্রিটেনের সাথে বন্দিবিনিময় চুক্তি করে যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে দেশে আনা হবে৷ শনিবার হোটেল রেডিসনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷

যুদ্ধাপরাধের বিচার নিরপেক্ষভাবে করা হচ্ছে দাবি করে আইনমন্ত্রী বলেন, পৃথিবীর মধ্যে যত আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে বা হচ্ছে, তার মধ্যে আমাদের দেশের বিচারকাজ সম্পূর্ণ আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ