1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার হতেই হবে: জয়া আহসান

১৫ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান৷ মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে নির্মিত গেরিলা ইতিমধ্যে সাড়া জাগিয়েছে৷

ছবি: Public domain

জয়া আহসান মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের মানুষ৷ মা-বাবার কাছে শুনেছেন মুক্তিযুদ্ধের কথা৷ তাঁর কাছে মুক্তিযুদ্ধটা ছিল যেন একটা ‘ফ্যান্টাসি'র মত৷ বললেন তিনি ডয়চে ভেলের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে৷ তিনি বলেন: ‘‘আমাদের যে নতুন প্রজন্ম, আসলে আমরা কল্পনা করতাম, এটা কী আসলেই সম্ভব? আদৌ কী এরকম ঘটনা ঘটেছিল? বা এভাবে কী যুদ্ধ হয়েছিল? আমাদের কাছে এটা খুব ‘রেয়ার' ছিল৷''

গেরিলা ছবিতে অভিনয় মুক্তিযুদ্ধের অনেক কাছাকাছি নিয়ে এ সেছে তাঁকে৷ তিনি বলেন: ‘‘কাজটা (গেরিলা) করতে যাওয়ার পরে আসলে আমি এখন নিজে মনে করি, মুক্তিযুদ্ধে কোন না কোনভাবে আমি কিছুটা হলেও অবদান রেখেছি৷ আমার দায়িত্বের জায়গা থেকে, আমার ভালবাসার জায়গা থেকে, আমার আবেগের জায়গা থেকে আমি এখন বলতে পারি, হ্যাঁ, মুক্তিযুদ্ধে কোন না কোনভাবে আমার অংশগ্রহণ ছিল৷ কারণ এই ছবিটি করার সময় আমাদের এমনই একটি অনুভূতি ছিল, বিশেষ করে আমাদের টিমের সবাই যুদ্ধের উত্তেজনাটা সম্পূর্ণরূপে অনুভব করেছিলাম৷''

ছবির বাস্তবতার মধ্য দিয়ে যুদ্ধের সময়কার বিষয়গুলো বিশ্বাসযোগ্য হয়ে দেখা দিয়েছে তাঁর কাছে৷ যদি বিশ্বাসযোগ্য না হত, তাহলে এরকম একটি সুন্দর ছবিতে ভালোভাবে অভিনয় সম্ভব ছিল না বলে তিনি মনে করেন৷

গেরিলা ছবির পোস্টার

মুক্তিযুক্তভিত্তিক অন্যান্য ছবির সঙ্গে তুলনায় গেরিলা'র বিশেষত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে জয়া আহসান বললেন: ‘‘আমার কাছে মনে হয়েছে, গেরিলা মুক্তিযুদ্ধের অন্য একটা দিকে আলো ফেলেছে৷ সেটি হচ্ছে গণহত্যা এবং জেনোসাইড৷ এই দুটি বিষয় আসলে এত ভয়াবহভাবে, এত সত্যিকার অর্থে আর কোন মুক্তিযুদ্ধের ছবিতে আমরা পাইনি৷ এমনকি আমি বলব, সাহিত্যেও খুব কম এসেছে৷ সেইদিক থেকে এই ছবিটি একটি আলাদা জায়গা তৈরি করেছে৷ আরেকটি কথা, যেটা শুধু আমার নয়, সবাই বলে যে, গেরিলা আসলে মুক্তিযুদ্ধের একটি দলিল হিসেবে কাজ করবে৷ মুক্তিযুদ্ধে যে ব্যাপকতা, মহাকাব্যিক ব্যাখ্যা, এগুলো আসলে মুক্তিযুদ্ধের দলিল হিসেবেই কাজ করবে৷ এখন এটার প্রয়োজনীয়তা আছেই, আরো দশ বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম আসলে বুঝতে পারবে এরকম একটি ছবির কতটা প্রয়োজন ছিল৷''

বর্তমান প্রজন্মের একজন বিশিষ্ট তারকা হিসেবে জয়া আহসান মনে করেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার আর কোন বিকল্প নেই৷ এটা হতেই হবে৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ