1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের মামলা স্থগিতের আবেদন করলেন সাকা চৌধুরী

২৪ নভেম্বর ২০১১

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করা হবে ২৭শে নভেম্বর৷ তবে তার আইনজীবী মামলাটি স্থগিতের আবেদন করেছেন৷

সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid

প্রসিকিউশন বলেছে, আদালতে হট্টগোল সৃষ্টি করে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা সময়ক্ষেপণ করতে চাচ্ছে৷

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর ট্রাইবুন্যাল তা গ্রহণ করেন৷ তবে তখন আদালতে হাজির ছিলেন না তিনি৷ বৃহস্পতিবার আদলতে তাকে হাজির করা হয় তার একটি আবেদনের শুনানির জন্য৷ সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা স্থগিতের আবেদন জানান৷ তিনি নিজেই আবেদনের ওপর আদালতে প্রায় ২০ মিনিট বক্তব্য দেন৷ এরপর তিনি দাবি করেন, তার আইনজীবীদের আদালতে ঢুকতে দেয়া হচ্ছেনা৷ তার দাবির মুখে শুনানি ৫ মিনিট মুলতুবি রাখা হয়৷ এরপর তার পক্ষে আদালতে বক্তব্য দেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন৷ তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে৷ তাই এই অভিযোগ গ্রহণ করা যায়না৷

প্রসিকউশনের আইনজীবী জেয়াদ আল মালুম জানান, আসামির আইনজীবীকে আদালতে ঢুকতে দেয়া হচ্ছেনা এই অভিযোগ ঠিক না৷ তারা আদালতে হট্টগোল সৃষ্টি করে বিচার কাজ বিলম্বিত করতে চাইছে৷

সালাউদ্দিন কাদের চৌধুরী শুরুতে নিজেই মামলা পরিচালনার ঘোষণা দিলেও এখন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছেন৷ ২৯ শে নেভম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে৷ ওই দিন মামলা স্থগিত করা নিয়ে তার আবেদনের ওপরও শুনানি হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ