1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন আইন

১৯ ফেব্রুয়ারি ২০১২

যুদ্ধাপরাধের বিচারকাজ বাধাগ্রস্তের বিরুদ্ধে যে আইন হবে তা হবে সুনির্দিষ্ট৷ এতে বিরোধীদের কণ্ঠরোধ বা নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা নেই বলে দাবী আইন মন্ত্রীর৷ আর সুরঞ্জিত সেন সংসদে দ্রুত এ আইন পাশের দাবী জানিয়েছেন৷

Barrister Shafiq Ahmed is the Law minister of Bangladesh Government
আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য বৃহস্পতিবার জাতীয় সংসদে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়৷ আর এই প্রস্তাব পাশের ফলে আইন প্রনয়ণ বাধ্যতামূলক হয়ে গেল৷ কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি এই আইনের বিরোধিতা করছে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এবং সাবেক আইন মন্ত্রী ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ শুক্রবার বলেছেন এই আইনের উদ্দেশ্য হল বিরোধী দলের কণ্ঠ রোধ করা৷ সরকার চায় এই আইন করে বিরোধী দলের ওপর দমন নির্যাতন করতে৷ তারা দাবী করেন এই আইন সংবিধান বিরোধী৷

জবাবে আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ শনিবার বলেছেন, এই আইন পাশ হলে কারুর বাক স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না৷ কারুর কণ্ঠরোধ করাও এই আইনের উদ্দেশ্য নয়৷ তবে যুদ্ধাপরাধের বিচারকাজ বাধাগ্রস্ত করলে তাকে আইনের বাইরে রাখা যায় না৷

আইন মন্ত্রী বলেন এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ারও কোন সম্ভাবনা নেই৷ আর আইনটি হবে সুনির্দিষ্ট৷ কোন কথা বা কাজকে যুদ্ধাপরাধের বিচারকাজ বাধাগ্রস্ত করার অপরাধ হিসেবে গণ্য করা হবে, তা সুনির্দিষ্ট থাকবে আইনে৷

এদিকে রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত সংসদে পাশ হওয়া প্রস্তাবের ভিত্তিতে দ্রুত সুনির্দিষ্ট আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন৷

উল্লেখ্য গত বৃহস্পতিবার সরকার দলীয় সংসদ সদস্য বেনজির আহমেদ যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্তের বিরুদ্ধে আইন করতে সংসদে প্রস্তাব তোলেন৷ তিনি আইন প্রতিমন্ত্রীর অনুরোধে সে প্রস্তাব প্রত্যাহারও করেন৷ কিন্তু প্রত্যাহারের পরও স্পিকার প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে পাশ হয়ে যায়৷ আর সংসদে যথারীতি বিরোধী দল উপস্থিত ছিল না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ