1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার সঙ্গে আলোচনা করতে চায় জাতিসংঘ

২৫ অক্টোবর ২০১২

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে৷ এদিকে, জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্ত কমিটি আলোচনার সুযোগ চেয়েছে৷ আর মানবাধিকার সংস্থাগুলো প্রকৃত নিরপরাধদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছে৷

Rebel fighters have lunch in the old sector of the northern city of Aleppo, on October 23, 2012. Violence raged across war-torn Syria a watchdog said, dimming hopes of a ceasefire for this week's Muslim Eid al-Adha as proposed by UN-Arab League envoy Lakhdar Brahimi. AFP PHOTO/PHILIPPE DESMAZES (Photo credit should read PHILIPPE DESMAZES/AFP/Getty Images)
ছবি: PHILIPPE DESMAZES/AFP/Getty Images

সিরিয়ার নাগরিকরা রয়েছেন যুদ্ধবিরতির ঘোষণার অপেক্ষায়৷ প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে পবিত্র ঈদ-উল-আজহার ছুটির তিন দিন যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছিলেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি৷ গত রবিবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকও করেন তিনি৷ বৈঠক শেষে তিনি আশা প্রকাশ করেছিলেন, পরের দিন থেকে যু্দ্ধবিরতি শুরু হতে পারে৷ আসাদের সঙ্গে বৈঠকের আগে সিরিয়ার সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও আলোচনা করার কথা জানিয়েছিলেন তিনি৷ ব্রাহিমি তখন সবার কাছ থেকে ইতিবাচক সাড়াই পেয়েছিলেন৷ কিন্তু যুদ্ধ এখনো চলছে৷ বৃহস্পতিবারও দামেস্কের কাছে এক জায়গায় সরকারের অনুগত বাহিনীর হামলায় পাঁচজন মারা যান৷ আরেক খবরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলেপ্পোর কাছের দুটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা৷ এ অবস্থাতেও জাতিসংঘ আশা করছে যুদ্ধবিরতি হবে৷

সবাই আশা নিয়ে তাকিয়ে আছেন বাশার আল আসাদের দিকে৷ সিরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন ঈদের সময় তিনি যুদ্ধবিরতিতে রাজি, তবে তাঁর কাছ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি৷ মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে ২৩ অক্টোবরের আগ পর্যন্ত আটক হওয়া অনেক মানুষকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে মুক্তি দেয়ার ঘোষণা দেয় তাঁর সরকার৷ ঘোষণায় বিদ্রোহীদের ‘সন্ত্রাসবাদী’ উল্লেখ করে বলা হয়েছে তাঁদের মুক্তি দেয়া হবে না৷ এদিকে হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার উইদাউট বর্ডার্স সহ নয়টি মানবাধিকার সংস্থা বলেছে আসাদ সরকার অনেক নিরপরাধ সমাজকর্মীকেই মুক্তি দেননি৷ নিরপরাধ সব মানুষদের মুক্তি দাবি করেছে তাঁরা৷

জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্ত কমিটি চায় আসাদ সরকারের সঙ্গে সরাসরি আলোচনা৷ সিরিয়ায় অসংখ্য যুদ্ধাপরাধ হয়েছে - বৃহস্পতিবার এ দাবি নতুনভাবে করে কমিটি জানিয়েছে তাঁরা আসাদ সরকারের সঙ্গে এ নিয়ে কথা বলতে সে দেশে যেতে চায়৷ এ ইচ্ছের কথা জানিয়ে চিঠি পাঠানো হবে প্রেসিডেন্ট আসাদের কাছে৷ বৃহস্পতিবার সিরিয়া প্রসঙ্গে সরাসরি কথা না বলেও সংবাদ শিরোনামে এসেছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি৷ তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মুসলিম বিশ্বকে দ্বিধাবিভক্ত করার পাঁয়তারা করছে৷

এসিবি/জেডএইচ (এএফপি)

সিরিয়ার নাগরিকরা রয়েছেন যুদ্ধবিরতির ঘোষণার অপেক্ষায়ছবি: Reuters
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ