1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধ বিচারে স্বচ্ছতা থাকতে হবে- আলফাঞ্জ এম এম ওরে

১১ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের কাজের প্রশংসা করেছেন সাবেক ইয়োগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের বিচারক আলফাঞ্জ এম এম ওরে৷ তিনি ঢাকায় এক সেমিনারে বলেন অবশ্যই বিচারে স্বচ্ছতা থাকতে হবে৷

বাংলাদেশের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

বাংলাদেশের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে৷  ঢাকায় এক সেমিনারে সাবেক ইয়োগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের বিচারক আলফাঞ্জ এম এম ওরে জানান বাংলাদেশে স্থানীয় আইনে যুদ্ধাপরাধের যে বিচার হচ্ছে তাতে কোন অসুবিধা নেই৷ আসল কথা হল বিচারের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা৷ তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল সম্পর্কে তিনি যা জেনেছেন তাতে এই আদালত সঠিক পথেই এগোচ্ছে৷ তিনি বলেন এটি আশার কথা যে বাংলাদেশ তার দেশীয় আইনে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে পেরেছে৷

সেমিনারে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে৷ কারণ সারা বিশ্ব জানবে শুধু আন্তর্জাতিক আইন নয় স্থানীয় আইনেও যুদ্ধাপরাধের মত মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব৷ তিনি বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে৷

গত বছরের মার্চে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হয়৷ এপর্যন্ত যুদ্ধাপরাধের অপরাধে জামায়াত ও বিএনপির মোট সাত জন নেতাকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানী চলছে৷ আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ