1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধ: সুবহানের বিরুদ্ধে রায় যে কোনো দিন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ ডিসেম্বর ২০১৪

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমান রাখা হয়েছে৷ তবে যে কোনো দিন তা ঘোষণা করা হতে পারে৷ এ নিয়ে মোট চারটি মামলার রায় অপেক্ষমান থাকলো৷

Internationales Gericht in Dhaka Bangladesch ARCHIVBILD
ছবি: AP

আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য আগামী ১৪ই জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ৷

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের মামলার কার্যক্রম শেষ হয়৷ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুহিন আফরোজ শেষ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন৷ তাঁর যুক্তি উপস্থাপন শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান বলে জানায়৷

গত বছরের ৩১শে ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল৷

সুবহানের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নেতৃত্বে একাত্তরের ১৭ই এপ্রিল পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা পাবনার ঈশ্বরদী পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তিন ব্যক্তিকে অপহরণ করে স্থানীয় রেলওয়ের কয়লার ডিপোতে নিয়ে আটকে রেখে নির্যাতন করে৷ পরদিন ১৮ই এপ্রিল তাঁদের হত্যা করা হয়৷ ১৩ই এপ্রিল তাঁর নেতৃত্বে পাকিস্তানি সেনারা ঈশ্বরদী থানার পাকশি ইউনিয়নের যুক্তিতলা গ্রাম ও সংলগ্ন কয়েকটি বাড়িঘরে লুটপাটের পর আগুন দেয় এবং হত্যাযজ্ঞ চালায়৷ এপ্রিলের শেষ সপ্তাহে এবং মে মাসের ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে ঈশ্বরদীর অরণখোলা গ্রামে লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণের পর আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটে৷ এসব অপরাধের পাকিস্তানি সেনাদের সঙ্গে সুবহান জড়িত ছিলেন বলে অভিযোগ৷

এছাড়া ঈশ্বরদী থানার সাহাপুর, পাবনা সদর থানার দোগাছি এবং কুলুনিয়া গ্রামে হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগের ঘটনার জন্যও তাঁকে দায়ী করা হয়৷

পাবনার সুজানগর থানার সাতবাড়িয়া ইউনিয়নের মোমরাজপুর গ্রাম, কুড়িয়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা, ফকিত্‍পুর গ্রাম, কন্দর্পপুর গ্রামের কাছে পদ্মা নদীর পাড় ও গুপিনপুর গামের আওয়ামী লীগের নেতা-কর্মী ও হিন্দু জনগোষ্ঠীর ওপর হামলা এবং ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে৷

২০১২ সালের ২০শে সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে৷ ২৩শে সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়৷ ওই সময় থেকেই তিনি কারাগারে আটক আছেন৷

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে মাওলানা সুবহানসহ চারটি মামলা রায়ের জন্য অপেক্ষমান আছে৷ বাকি তিনজন হলেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার৷ তিনি পলাতক আছেন৷ জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং সৈয়দ মোহাম্মদ কায়সার৷

অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য আগামী ১৪ই জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ৷ গত ১৭ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মুজাহিদকে মুত্যুদণ্ডের রায় দেয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ