উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুইটি বার্তা দিয়েছেন। যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে হবে।
বিজ্ঞাপন
অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করার আগে এই বার্তা দিয়েছেন কিম। সরকারি সংবাদসংস্থা কেএনসিএ জানিয়েছে, এই মহড়ার পরিপ্রেক্ষিতে ক্ষেপনাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন দ্রুত বাড়াবার নির্দেশ দিয়েছেন কিম। কারণ, তিনি উত্তর কোরিয়াকে প্রবল পরাক্রান্ত সামরিক শক্তিধর দেশে পরিণত করতে চান। সেই সঙ্গে তিনি যুদ্ধের জন্যও প্রস্তুত থাকার কথা বলেছেন।
গত সপ্তাহান্তে কিম ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম, সাঁযোয়া গাড়ি ও কামানের গোলা তৈরির কারখানা পরিদর্শন করেন।
আগামী সপ্তাহে অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া শুরু হবে। উত্তর কোরিয়ার মতে, এটা আসলে যুদ্ধের মহড়া ছাড়া অন্য কিছু নয়।
কিম বলেছেন, একটা দেশ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, তা নির্ভর করে সেই দেশের কারখানায় যুদ্ধাস্ত্র তৈরির গতির উপর।
কিম জং উনের তিন দিনের চমক ও বিরল কিছু মুহূর্ত
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যেন আনন্দের সংবাদ দিতেই যেন হাসিমুখে, সশরীরে হাজির হয়েছেন৷ মাত্র কয়েকদিনের মধ্যে বড় দুটি ঘটনা ঘটেছে তার দেশে৷ সেসবের ছবি প্রকাশ করেছে তার সরকার৷ দেখুন ছবিঘরে...
ছবি: KCNA/Reuters
বাগানে কিম জং উন
এভাবে তাকে আগে কখনো দেখেছেন? বিরল দৃশ্য, তাই না?
ছবি: KCNA/Reuters
কিমের গ্রিন হাউস
গত বছর পর্যন্ত এই জায়গাটায় মিশাইল পরীক্ষা করা হতো, অর্থাৎ ছুঁড়ে দেখা হতো মারণাস্ত্র ঠিকঠাক কাজ করে কিনা৷ সম্প্রতি সেখানে গ্রিন হাউস খামার উদ্বোধন করেছেন কিম জং উন৷ ওপরে সেই রিয়োনফো গ্রিন হাউস ফার্মের ছবি৷
ছবি: KCNA/Reuters
ফিতা কাটার মুহূর্ত
রিয়োনফো গ্রিন হাউস উদ্বোধণর আয়োজনটা ছিল ব্যাপক৷ আনুষ্ঠানিকতার শুরু হয় এভাবে, ফিতা কেটে৷
ছবি: KCNA/Reuters
মহানন্দে কিম
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম উদ্বোধনের সময় খুব ফুরফুরে মেজাজে ছিলেন কিম জং উন৷ ওপরে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার আনন্দঘন একটি মুহূর্ত৷
ছবি: KCNA/Reuters
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম
সাবেক বিমানঘাঁটিতে গ্রিন হাউস খামারকে দেশের মানুষের জীবনমান উন্নয়নের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কিম জং উন৷ গত ডিসেম্বরে এমন এক লক্ষ্যের কথা বলেছেন তিনি৷ ছবিতে উদ্বোধনের দিনে রিয়োনফো গ্রিন হাউস ফার্ম৷
গ্রিন হাউস উদ্বোধনে এসেছেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন৷ আয়োজনের মধ্যমণি তিনি ছাড়া কে হবেন? এমন সহাস্য সম্ভাষণেও সিক্ত হয়েছেন তিনি৷
ছবি: KCNA/Reuters
কিমের আরেকটি আনন্দের দিন
এর আগে গত ৯ অক্টোবর দুটি স্বল্প-পাল্লার মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়া৷ দু সপ্তাহের মধ্যে সপ্তমবারের মতো মিসাইল ছোঁড়ার মুহূর্ত কাছ থেকেই দেখেছেন কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
উড়ে যায় মিসাইল
৯ অক্টোবর এভাবেই কালো ধোঁয়া ছড়িয়ে উড়ে যায় মিসাইল৷ পরে এর ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া সরকার৷
ছবি: KCNA/Reuters
সামরিক মহড়ায় কিম জং উন
সম্প্রতি উত্তর কোরিয়া সামরিক, নৌ ও বিমান বাহিনী বড় পরিসরের এক সামরিক মহড়ায় অংশ নেয়৷ সেই মহড়ায় সেনা কর্মকর্তাদের সঙ্গে কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
10 ছবি1 | 10
উদ্বিগ্ন অ্যামেরিকা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করে দেয়ার পর থেকে কিম যুদ্ধাস্ত্র বাড়াবার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পরমাণু অস্ত্রের সম্ভারও তৈরি করতে চান।
উত্তর কোরিয়া একশরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তার অনেকগুলিই অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক ড্রিলের প্রতিক্রিয়ায়।
অ্যামেরিকা অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, শোল্ডার ফায়ারড রকেট সরবরাহ করেছে। উত্তর কোরিয়া ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
গত শুক্রবার অ্যামেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা ওয়াশিংটনে বৈঠক করেছেন। উত্তর কোরিয়া নিয়েই এই বৈঠক হয়েছে।