1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধের পর লিবিয়ায় এখন পানি, জ্বালানির সংকট

২৭ আগস্ট ২০১১

পাঁচদিন হয়ে গেল গাদ্দাফি দুর্গের পতন হয়েছে৷ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না মানুষ গাদ্দাফিকে৷ দেশ ছেড়ে সপরিবারে গাদ্দাফি পালিয়েছে বলেও খবর৷ এদিকে লিবিয়ায় দেখা যাচ্ছে পানি ও জ্বালানির সংকট৷

গাদ্দাফির ছবি মাড়িয়ে যাচ্ছেন এক বিদ্রোহীছবি: AP

গাদ্দাফি আলজেরিয়ায়?

মিশরের সংবাদ মাধ্যম মিনা বিদ্রোহীদের একজনকে উদ্ধৃত করে বলছে, ছয়টি মার্সিডিজ গাড়িতে করে লিবিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলজেরিয়ায় প্রবেশ করেছেন৷ এর মধ্যে গাদ্দাফি ও তার ছেলেরাও থাকতে পারে৷ শুক্রবার সকালের ঘটনা এটি৷ ঐ বিদ্রোহী বলছেন, তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র না থাকায় গাড়ির বহর আটকাতে পারেননি৷ আলজেরিয়ার এক সীমান্ত কর্মকর্তা অবশ্য বলছেন, এভাবে সীমান্ত পাড়ি দেয়া সম্ভব নয়৷ তাছাড়া ঐ এলাকার কোনো অধিবাসীও এ ধরনের কোনো ঘটনা দেখেনি৷ অবশ্য তিনি এটা স্বীকার করেছেন যে সীমান্ত খোলা ছিল৷ এদিকে এই খবরের ব্যাপারে বার্তাসংস্থা এএফপি ন্যাটোর সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি৷

গাদ্দাফির বিচার দেখতে চান ম্যার্কেলছবি: dapd

সংকট

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলছেন ত্রিপোলিতে পর্যাপ্ত জ্বালানি, পানি ও ওষুধের সংকট রয়েছে৷ শীঘ্রই কোনো ব্যবস্থা না নিলে প্রায় তিন মিলিয়ন মানুষ সমস্যায় পড়ে যাবে৷ এদিকে বিদ্রোহীদের পরিষদ বলছে তারা সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে৷ কিন্তু রাতারাতি সেগুলো সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিষদের এক মুখপাত্র৷ এদিকে ব্রিটেন জরুরি সহায়তা হিসেবে প্রায় পাঁচ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷

গাদ্দাফির বিচার

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলছেন তিনি গাদ্দাফিকে বিচারের মুখোমুখি দেখতে চান৷ ম্যার্কেল বলেন, যদিও গাদ্দাফি কখনো তার বিরুদ্ধবাদীদের আদালতে যাওয়ার সুযোগ দেননি তবুও তাকে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য পাঠাতে হবে৷ এছাড়া গাদ্দাফির পতনে সহায়তার জন্য তিনি ন্যাটোর ভূমিকার প্রশংসা করেন৷ এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে গাদ্দাফির পতনের জন্য আর্থিক নিষেধাজ্ঞাকে মূল কারণ হিসেবে অভিহিত করে সমালোচিত হয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ