1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

যুদ্ধের ৪২০ দিন, খেরসনে পুটিন, সেনার সঙ্গে জেলেনস্কি

১৯ এপ্রিল ২০২৩

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ৪২০ দিনে পড়লো। পুটিন গেলেন লুহানস্ক, খেরসনে। জেলেনস্কি গেলেন পূর্ব ইউক্রেনে।

খেরসনে রুশ কমান্ডারদের সঙ্গে পুটিন
খেরসনে রুশ কমান্ডারদের সঙ্গে পুটিনছবি: Kremlin.ru via REUTERS

মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৪২০ দিনে পড়লো। ক্রেমলিন থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ইউক্রেনে রুশ অধিকৃত খেরসন ও লুহানস্কে সেনা ও কম্যান্ডারদের সঙ্গে দেখা করেছেন।  আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পূর্ব ইউক্রেনে সেনাদের সঙ্গে দিনটি কাটান।

ক্রেমলিন থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, পুটিন হেলিকপ্টারে করে দক্ষিণ খেরসনে যান। তারপর তিনি সেনা কম্য়ান্ডারদের সঙ্গে বৈঠক করেন। খেরসন ও লুহানস্কে এটা তার দ্বিতীয় সফর। এই দুই জায়গার একটা অংশ এখন রাশিয়ার দখলে। গত মাসে তিনি মারিউপলে গেছিলেন।

খেরসন ও লুহানস্কে সেনার সঙ্গে দেখা করার সময় পুটিন তাদের ইস্টারের শুভেচ্ছা জানান।

এর পাশাপাশি রাশিয়া বাখমুতে বিমানহামলা শুরু করেছে। সমানে গোলাবর্ষণও হচ্ছে।

জি৭-এর সমর্থন

জাপানে জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি জানিয়েছে, তারা ইউক্রেনকে সমর্থন করে যাবে। যত দিন ধরে এই লড়াই চলবে, ততদিনই ইউক্রেনকে সমর্থন করে যাওয়া হবে। আর রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে।

চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

মস্কোয় চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু-র সঙ্গে বৈঠক করলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।  সেখানে ঠিক হয়েছে, দুই দেশের মধ্যে সামরিক স্তরে সহযোগিতা বাড়ানো হবে। সর্বোচ্চ স্তরে যোগাযাগও অটুট থাকবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ