সম্প্রতি তিন লাখ মানুষকে সেনা বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। তারই প্রেক্ষিতে যুক্তরাজ্যের এই বক্তব্য।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের গোয়েন্দাবিভাগ একটি রিপোর্টে বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তিন লাখ মানুষকে সেনাবাহিনীতে যোগ দিতে বললেও বাস্তবে তা সম্ভব না-ও হতে পারে। কারণ, পুটিনের এই নির্দেশের পর থেকে রাশিয়া জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে।
বস্তুত, পুটিনের ঘোষণার পরেই মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে তীব্র আন্দোলন শুরু হয়। যুদ্ধবিরোধী সেই আন্দোলনে পুলিশ কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়। এখনো পর্যন্ত ১২০০ জন গ্রেপ্তার। দেশের বিভিন্ন প্রান্তে এখনো বিক্ষওভ চলছে। এই পরিস্থিতিতে তিন লাখ মানুষকে নতুন করে সেনা বাহিনীতে পাওয়া কঠিন বলেই মনে করছে যুক্তরাজ্য।
রাশিয়ার বিভিন্ন মানবাধিকার সংগঠনও বিক্ষোভে যোগ দিয়েছে। বিশ্বের কাছে বিক্ষোভের খবর পৌঁছে দিচ্ছে তারা। তাদের মাধ্যমেই একাধিক আন্দোলনের কথা জানা যাচ্ছে।
ইউক্রেনে আরো তীব্র আক্রমণের ইঙ্গিত
আগামী কিছুদিনের মধ্যে নতুন আক্রমণের পথে যেতে পারে রাশিয়া। সতর্কবার্তা অ্যামেরিকার। গাড়িবোমা বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করল ক্রেমলিন।
ছবি: Andrii Marienko/AP/dpa/picture alliance
অ্যামেরিকার বার্তা
আগামী ২৪ অগাস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক জায়গায় বেসামরিক ভবন এবং বেসামরিক কাঠামোয় রাশিয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে অ্যামেরিকা। তাদের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
ছবি: Evgeniy Maloletka/AP/picture alliance
মার্কিনদের প্রতি
কিয়েভে অ্যামেরিকার দূতাবাস ইউক্রেনে বসবাসকারী মার্কিনদের নির্দেশ দিয়েছে, সাইরেন বাজলেই বাড়ির নীচে চলে যেতে হবে। বাড়ির বাইরের দেওয়াল থেকে ভিতরের দেওয়ালের দিকে থাকাই বাঞ্ছনীয়। বিপদের সংকেত পেলেই মার্কিন নাগরিকদের পালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন জানিয়েছে, আক্রমণের আশঙ্কা আছে, তাই এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপিত হবে না। বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে।
ছবি: Gleb Garanich/REUTERS
রাশিয়ার পাল্টা
মার্কিন গোয়েন্দা রিপোর্ট নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে মস্কোর অদূরে গাড়িবোমা বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন।
ছবি: Investigative Committee of Russia via REUTERS
শহিদের মর্যাদা
গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ঘনিষ্ঠ অতিজাতীয়তাবাদী চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। মস্কো থেকে ৪০ কিলোমিটার দূরে তার গাড়িতে বিস্ফোরণ হয়। সোমবার পুটিন তাকে বিশেষ বীরের মরনোত্তর সম্মান দিয়েছেন।
ছবি: TSARGRAD.TV via REUTERS
রাশিয়ার গোয়েন্দাদের দাবি
রাশিয়ার গোয়েন্দাদের দাবি এক ইউক্রেনের নারী একাজ করেছেন। মেয়েকে নিয়ে মাসখানেক আগে তিনি রাশিয়া গেছিলেন। দুগিনার কমপ্লেক্সেই বাড়ি ভাড়া নেন। শনিবার বিস্ফোরণ ঘটিয়ে তিনি এস্তোনিয়ায় পালিয়ে গেছেন বলে তাদের দাবি। ইউক্রেন এবিষয়ে কোনো মন্তব্য করেনি।
ছবি: Investigative Committee of Russia via REUTERS
ইউক্রেনের দাবি খারিজ
পশ্চিমা বিশ্বের কাছে বিশেষ দাবি জানিয়েছিল ইউক্রেন। বলা হয়েছিল, রাশিয়ার সব নাগরিকের ভিসা নিষিদ্ধ করা হোক। কিন্তু অ্যামেরিকা জানিয়েছে, তা করা সম্ভব নয়। নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেই কেবল একাজ করা সম্ভব।
ছবি: privat
7 ছবি1 | 7
যুক্তরাজ্যের রিপোর্টে বলা হয়েছে, এতদিন রাশিয়ার সেনাবাহিনীতে স্বেচ্ছায় মানুষ যোগ দিচ্ছিলেন। কিন্তু এখন আর তারা তা চাইছেন না। সে জন্যই পুটিনকে নির্দেশ দিতে হলো। রীতিমতো ডিক্রি জারি করতে হলো। ফলে নতুন মানুষ সেনাবাহিনীতে গেলেও তাতে রাশিয়ার খুব সুবিধা হবে, এমনটা মনে করা হচ্ছে না।
ওয়াশিংটনের থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার একটি পৃথক রিপোর্টে বলেছে, রাশিয়া নতুন সেনা নিয়োগ করলেও শীতকালে ইউক্রেনের দখল করা জমি রক্ষা করতে পারবে বলে তারা মনে করছে না। তাদের বক্তব্য, নতুন সেনারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তারা ওই আবহাওয়ায় দীর্ঘদিন ধরে লড়াই চালাতে পারবে না।
এদিকে বৃহস্পতিবার তার দৈনিক বক্তৃতায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার মানুষের উচিত এবার প্রতিবাদ করা। এখনো পর্যন্ত ৫৫ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। আরো মানুষ যোগ দিলে আরো মৃত্যু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জেলেনস্কি বলেছেন, চুপ করে থাকাও একরকম সমর্থন করা। রাশিয়ার মানুষের উচিত রাস্তায় নেমে প্রতিবাদে সরব হওয়া। যুদ্ধের বিরুদ্ধে ঐক্যমত্য গড়ে তোলা।