রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা মারা গেছেন। এই প্রথম সেনা-মৃত্যুর মোট সংখ্যা জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
বিজ্ঞাপন
কিয়েভে একটি সম্মেলনে জেলেনস্কি এই সংখ্যা জানিয়েছেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ তৃতীয় বছরে পড়ার পর জেলেনস্কি এই হিসাব দিলেন।
অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী উমেরভ জানিয়েছেন, ''ইউক্রেনে গোলাগুলির সংকট রয়েছে। পশ্চিমা দেশগুলি যে সামরিক সাহায্য করছে, তার অর্ধেকই এসে পৌঁছাচ্ছে অনেক দেরিতে।''
তিনি বলেছেন, ''এভাবে সামরিক সাহায্য পেতে দেরি হলে রাশিয়ারই সুবিধা হবে।''
রাশিয়ার পরিকল্পনা নিয়ে জেলেনস্কি
জেলেনস্কি জানিয়েছে, মে মাসের শেষের দিকে বা গ্রীষ্মে রাশিয়ার সেনা ইউক্রেনের উপর বড়সড় আঘাত হানার পরিকল্পনা করছে। জেলেনস্কি বলেছেন, ''আমরা সেই আক্রমণের জন্য প্রস্তুত। গত ৮ অক্টোবর থেকে তারা বড়সড় আক্রমণ চালিয়েও আমাদের কিছুই করতে পারেনি। আমরা আমাদের মতো করে পরিকল্পনা তৈরি করব এবং তা রূপায়ণ করব।''
যুদ্ধে অঙ্গ হারিয়েও কাজে ব্যস্ত যে সৈনিকরা
ইউক্রেনের সেনাবাহিনীর একদল সৈনিকের কাজ ল্যান্ডমাইন খুঁজে বের করা৷ যুদ্ধে অঙ্গ হারিয়েও এই কাজ করে যাচ্ছেন তারা৷
ছবি: Sofiia Gatilova/REUTERS
স্যাপার সৈনিক
যে সৈনিক যুদ্ধের সময়ে সেতু বানানোর বা ল্যান্ডমাইন চিহ্নিত করার কাজ করেন, তাদের বলা হয় স্যাপার৷ ইউক্রেনের জাতীয় পুলিশের বিশেষ ‘ডিমাইনিং ইউনিটের’ সদস্য অলেকজি পলিয়াকোভকে দেখা যাচ্ছে ছবিতে৷ ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইজুম শহরের একটি মাঠ থেকে মাইন সরাচ্ছেন তিনি৷ যুদ্ধে বোমা বিস্ফোরণে উড়ে গেছে তার পা৷
ছবি: Sofiia Gatilova/REUTERS
কেন এই কাজ করেন তারা
২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ইউক্রেন সেনাবাহিনী থেকে তৈরি করা হয় এই ইউনিট৷ তাদের মূল কাজ যুদ্ধরত সৈনিকদের ল্যান্ডমাইন থেকে বাঁচাবার পাশাপাশি সাধারণ জনগণের বসবাসের এলাকা থেকেও মাইন সরানো৷
ছবি: Sofiia Gatilova/REUTERS
কৃত্রিম পা নিয়ে
৩৭ বছর বয়সি আন্দ্রেই ইলকিভ গত বছর এই খারকিভ অঞ্চলেই আরেকটি জায়গায় মাইন ফেটে নিজের বাঁ পাটি হারান৷ তবুও আবার কাজে ফিরেছেন তিনি৷ তার স্ত্রীকে কথা দিয়েছেন যে মানবতার খাতিরে তাকে ফিরে যেতে হবেই৷ ছবিতে দেখা যাচ্ছে ইলকিভের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তার নতুন প্রস্থেটিক পা৷
ছবি: Sofiia Gatilova/REUTERS
কাজে অনড় ভালেরি
২০২২ সালের নভেম্বরে একইভাবে জখম হন ভালেরি ওনুল৷ বিস্ফোরণের পর তিনি জানতে পারলেন যে আন্দ্রির মতো পা হারিয়েছেন তিনি৷ সেই মুহূর্তেই তিনি ঠিক করেন যে কাজে ফিরে আসবেন৷ ভালেরি বলেন, ‘‘আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ আমার মাথায় অনেক চিন্তা ভিড় করছিল৷ যখন জ্ঞান ফিরল, জানতাম যে আমাকে আবার কাজে যেতে হবে৷’’
ছবি: Sofiia Gatilova/REUTERS
কতটা কঠিন এই কাজ
আন্দ্রি জানান, ঠিক যে মাইন ফেটে তিনি জখম হয়েছিলেন, সেই দিনের কাজ ছিল খুব কঠিন৷ মাটির অনেকটা গভীরে লুকিয়ে রাখা ছিল ল্যান্ডমাইন৷ খুব ঠাহর করে না দেখলে বোঝা অসম্ভব, বলেন তিনি৷ বর্তমানে এই ডিমাইনিং ইউনিট কাজ করছে ইউক্রেনের খারকিভ ও খেরসন অঞ্চলে৷
ছবি: Sofiia Gatilova/REUTERS
5 ছবি1 | 5
প্যারিসে সম্মেলন
ইউক্রেনকে সমর্থন করা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ সোমবার প্যারিসে একটি সম্মেলন ডেকেছেন। মাক্রোঁর অফিস রোববার জানিয়েছে, ২০টি দেশের রাষ্ট্রপ্রধান বা তাদের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। ইউক্রেনের পাশে থাকা ও তাদের সাহায্য করার বিষয়ে কথা হবে।
জার্মান চ্যান্সেলর শলৎস, পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে সম্মেলনে যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ক্যানাডা উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাচ্ছে।
ভারত ও চীনের কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দিচ্ছেন না।
এক ফরাসি কর্মকর্তা জানিয়েছেন, ''আমরা রাশিয়াকে একটা বার্তা দিতে চাই, তারা ইউক্রেনের বিরুদ্ধে জয় পাবে না।''