1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

যুদ্ধ বন্ধে রাশিয়ার চার শর্ত

৭ মার্চ ২০২২

কিয়েভ যদি প্রস্তাব মেনে নেয় তাহলে ‘মুহূর্তেই’ রাশিয়া আক্রমণ থামাবে বলে উল্লেখ করেছে মস্কো৷ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন৷

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি স্কুল ভবন
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি স্কুল ভবনছবি: Viacheslav Ratynskyi/REUTERS

যুদ্ধ বন্ধে রাশিয়ার পক্ষে চারটি শর্ত দিয়েছেন দিমিত্রি পেসকভ৷ সেগুলো হলো:

- ইউক্রেনকে অস্ত্রচালনা বন্ধ করতে হবে৷ 
- ইউক্রেন ন্যাটো বা ইইউতে যোগ দেবে না ও নিরপেক্ষ অবস্থানে থাকবে এমন সাংবিধানিক ঘোষণা দিতে হবে৷
-ক্রিমিয়ার উপর রাশিয়ার সার্বোভৌমত্বের স্বীকৃতি দিতে হবে৷
-লুহানস্ক ও দোনেৎস এর স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে৷

পেসকভ শর্তগুলো উল্লেখ করে বলেন, ‘‘আমরা সত্যিকার অর্থেই ইউক্রেনের নিরস্ত্রীকরণ সম্পন্ন করছি৷ আমরা এটা শেষ করব৷ মূল বিষয়টি হচ্ছ ইউক্রেন তার সামরিক কার্যক্রম বন্ধ করবে৷ তারা তাদের সামরিক কার্যক্রম থামালে কেউ কোনো গুলি করবে না৷’’

তিনি জানান এই শর্তগুলোর বিষয়ে কিয়েভও অবগত রয়েছে৷ এমন অবস্থায় সোমবার দুপুরে দুই দেশের প্রতিনিধিরা পোল্যান্ড, বেলারুশ সীমান্তে বৈঠকে বসছেন৷

তুরস্কে আলোচনায় বসবেন রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

আগামী বৃহস্পতিবার তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা৷ সোমবার রাশিয়ার সংবাদ সংস্থা টিএএসএসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন৷

বার্তা সংস্থা এএফপি টিএএসএস-এর বরাত দিয়ে জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ানের সঙ্গে ফোনে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই সম্মতি দিয়েছেন৷ এর্দোয়ান এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন বলেও জানানো হয়ে সংবাদ সংস্থাটির পক্ষ থেকে৷ 

গত ২১ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর এটিই এমন উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক হতে যাচ্ছে৷ এর আগে দুই দফা দেশ দুইটির সরকার প্রতিনিধিরা আলোচনায় বসলেও যুদ্ধ বন্ধে তা ভূমিকা রাখতে পারেনি৷

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু দেশটির গণমাধ্যমে সম্ভাব্য বৈঠকের ঘোষণা দেন৷ আনাতোলিয়াতে সেই বৈঠকে তিনি নিজেও অংশ নিবেন বলে জানান৷ 
 
ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের সমুদ্রসীমা রয়েছে৷ দেশ দুইটিকে শুরু থেকেই আলোচনার প্রস্তাব দিয়ে আসছিল আঙ্কারা৷ মস্কো ও কিয়েভ দুই পক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকলেও রাশিয়ার হামলাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে আসছে তারা৷ তবে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞারও বিরোধিতা করে আসছে আঙ্কারা৷ 

এর আগে শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছিলেন ফলপ্রসূ কিছু হওয়ার সম্ভাবনা থাকলে তিনি লাভরভের সঙ্গে বসতে রাজি৷ 

কিয়েভের উপকণ্ঠে ইরপিন নদী পেরিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে একটি পরিবারকে সহায়তা করছেন ইউক্রেনীয় সেন্যরাছবি: Emilio Morenatti/AP/picture alliance

রাশিয়ার মানবিক করিডরের প্রস্তাব ইউক্রেনের প্রত্যাখ্যান

রাশিয়ার প্রস্তাবিত মানবিক করিডর বেলারুশ ও রাশিয়াকে যুক্ত করায় একে ‘সম্পূর্ণ অনৈতিক’ হিসেবে অভিহিত করেছে ইউক্রেন৷ মানবিক করিডরের এই প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী৷

ইউক্রেন বলছে, রাশিয়ার ঘোষিত মানবিক করিডরে দেশটির মানুষকে স্বাধীনভাবে সরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে না৷ এমনভাবে সেটি করা হয়েছে যাতে তারা বেলারুশ বা রাশিয়ার দিকে যেতে বাধ্য হন৷ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক এক প্রতিক্রিয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷’’ তার বদলে ইউক্রেনীয়দের সরে যাওয়ার সুযোগ দিতে সোমবার থেকে পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিম ইউক্রেনের শহর লাভিভে যুদ্ধবিরতি চান তারা৷

এর আগে সোমবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর আলোচনার পর ইউক্রেনকে প্রস্তাব পাঠায় রাশিয়া৷ চারটি শহর কিয়েভ, খারকিভ, মারিউপল এবং সুমিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়৷ সেখান থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যেতে বলা হয়৷ ইউক্রেনের সামরিক বাহিনীর আশঙ্কা, যুদ্ধবিরতি শেষ হলেই রাশিয়া চূড়ান্ত শক্তি দিয়ে কিয়েভে হামলা করবে৷

ভেরেসচুক বলেন, ‘‘আমি আশা করব প্রেসিডেরন্ট ইমানুয়েল মাক্রোঁ বুঝতে পারবেন যে তার নাম এবং আন্তরিক প্রচেষ্টাকে রাশিয়ান ফেডারেশন অপব্যবহার করছে৷’’

শনিবারও দুইটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল৷ তবে এর মধ্যও রাশিয়ার গোলাগুলির কারণে শহর দুইটি থেকে মানুষকে সরিয়ে নেয়ার কাজ বাধাগ্রস্ত হয় বলে দাবি করেছে ইউক্রেন৷

রাশিযার প্রস্তাবিত ছয়টি মানবিক করিডর

-কিয়েভ থেকে গোমেল, দক্ষিণপূর্ব বেলারুশ

-মারিউপোল থেকে জেপোরিজঝিয়া, দক্ষিণ-পশ্চিম ইউক্রেন

-মারিউপোল থেকে রস্তভ-অন-ডন, দক্ষিণ রাশিয়া

-খারকিভ থেকে বেলগোরোদ, দক্ষিণ রাশিয়া

-সুমি থেকে বেলগোরোদ

-সুমি থেকে পোলতাভা, মধ্য ইউক্রেন

আরো সংবাদ আসছে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ