1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধ বাধিয়ে কারো উপকার হয় না: ড. কামাল হোসেন

৩ নভেম্বর ২০১১

ইউনেস্কো’র সদস্য হিসেবে স্বীকৃতি পেলেও ইসরায়েল ও অ্যামেরিকার রোষের মুখে পড়ছে ফিলিস্তিনিরা৷

Delegates cheer after they approved the membership of Palestine in a vote of 107-14 with 52 abstentions, during the session of UNESCO's 36th General Conference, in Paris, Monday Oct. 31, 2011. Palestine became a full member of the U.N. cultural and educational agency Monday, in a highly divisive move that the United States and other opponents say could harm renewed Mideast peace efforts. (Foto:Thibault Camus/AP/dapd)
ইউনেস্কো’র সদস্য হিসেবে স্বীকৃতি পেলেও ইসরায়েল ও অ্যামেরিকার রোষের মুখে পড়ছে ফিলিস্তিনিরা৷ছবি: dapd

জাতিসংঘের পূর্ণ মর্যাদার সদস্যপদের জন্য আবেদন জানিয়েছে প্যালেস্টাইন৷ ইতিমধ্যে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠান ইউনেস্কো'র সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিনিরা৷ কূটনৈতিক সাফল্য সত্ত্বেও মাহমুদ আব্বাসের প্রশাসনের উপর প্রবল চাপ সৃষ্টি করছে ইসরায়েল ও মার্কিন প্রশাসন৷ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন৷ তিনি মনে করেন, বহুকাল আগেই এই সংকট নিরসন হওয়া উচিত ছিল৷ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল হয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিলে আজ সংকট মিটে যেতে পারতো৷ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে রাজনৈতিক প্রভাব ও চাপ মানুষ ও সরকারকে আইনের পথ থেকে সরিয়ে দেয়৷ ফলে একদিকে ফিলিস্তিনি জনগণের চরম দুর্দশা, অন্যদিকে ইসরায়েলের মানুষের নিরাপত্তাহীনতা কাটছে না৷

ড. কামাল হোসেন মনে করেন, জাতিসংঘের যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়ে গেছে, সেগুলি কার্যকর করতে পারলে পরিস্থিতির উন্নতি হবে৷ আলাপ-আলোচনার মধ্য দিয়ে সেখানে কিছু রদবদলও সম্ভব৷ কিন্তু ‘পাওয়ার পলিটিক্স'এর মাধ্যমে বিষয়টিকে ঝুলিয়ে রেখে কোনো লাভ হবে না৷ তাতে সকলেরই ক্ষতি হবে৷ ইসরায়েলের সরকারগুলি মনে করে, সাময়িকভাবে তারা সফল হচ্ছে, অথচ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গীতে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে৷ অনেক কাল আগে থেকেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আজ এমন চরম পরিস্থিতি সামলানোর প্রয়োজন হতো না৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ