1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উনকে নিয়ে অ্যামেরিকার ভয়

১২ এপ্রিল ২০১৩

পেন্টাগন ভয় পাচ্ছে, অথচ যুক্তরাষ্ট্রেরই কেউ কেউ মনে করছেন উত্তর কোরিয়ার পক্ষ থেকে যুদ্ধ শুরুর আশঙ্কা নেই৷ আণবিক অস্ত্র নয়, ভয় তাঁদের উত্তর কোরিয়ার তরুণ, অনভিজ্ঞ নেতা কিম-জং উনকে নিয়ে৷

ছবি: Reuters

বয়স মাত্র ৩০৷ এই বয়সেই কিম-জং উন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা৷ কাজ, কথা সব কিছুতেই অতি উৎসাহী তারুণ্যের ঝলক৷ দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে ঘিরে বেশ কিছুদিন ধরে যে উত্তেজনা চলছে তার মূল কারণ হিসেবে কিম-জং উনের বয়সকেই দুষলেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা৷ তাঁর দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন দক্ষিণ কোরিয়া সফরে৷ শুক্রবারই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা৷ সেখানে উত্তর কোরিয়ার সঙ্গে চলমান যুদ্ধপরিস্থিতির বিষয়টি নিঃসন্দেহে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে৷

পেন্টাগনের সামরিক গোয়েন্দা সংস্থা ডিআইএ জানিয়েছে উত্তর কোরিয়ার কাছে আণবিক অস্ত্র আছে এবং সে কারণে যুদ্ধ শুরুর আশঙ্কা উড়িয়ে দেয়া যায়না৷ সৌলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন শে-র সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় এ বিষয়টিও থাকবে কিনা জানা যায়নি৷ তবে এমন আশঙ্কাকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রেরও কেউ কেউ অমূলক মনে করছেন৷ সৌলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া এখনো বড় কোনো সেনাদল নিয়ে এগোয়নি, ব্যাপক অস্ত্রও নিয়ে আসেনি কোরীয় উপদ্বীপে, সুতরাং দেশটি যুদ্ধ শুরু করে দেবে এমনটি ধরে নেয়ার কোনো কারণ নেই৷ তাঁর মতে, কিম-জং উনের তারুণ্য এবং অনভিজ্ঞতাই বড় দুশ্চিন্তা, কারণ , অনভিজ্ঞতা হিসেবে ভুল করায়, অনেক সময়ই ভুল পথে চালিত করে৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ