ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন৷ ঢাকার আগুনসহ নানা দুর্ঘটনায় কার, কী দায়-দায়িত্ব তা নিয়ে কথা বলেছেন ডয়চে ভেলের সঙ্গে৷ বলেছেন সমস্যার কথাও৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলে: মগবাজারের ঘটনায় তো অনেকের প্রাণ গেল৷ বলা হচ্ছে গ্যাস থেকে দুর্ঘটনা৷ এর দায় কার? ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন: জটিল প্রশ্ন করেছেন৷ এখানে ভবন মালিক আছেন৷ যারা ইউটিলিটি সেবা দেন তারাও আছেন৷ নগর ব্যবস্থাপনা যারা করেন তাদেরও দায়িত্ব আছে৷ আমাদেরও দায়িত্ব আছে৷ একজনের ওপর দায়-দায়িত্ব চাপিয়ে দেয়া যায়না৷
নিমতলী, চুড়িহাট্টাায় দেখা গেছে কেমিকেল গোডাউন থেকে আগুন লেগে অনেকে মারা গেছেন৷ এখন কি পরিস্থিতির উন্নতি হয়েছে?
না এখনো একই অবস্থায় আছে৷ তবে সরকারের পরিকল্পনা আছে কেমিকেল গোডাউন সরিয়ে নেয়ার৷ দুইটি গোডাউনের কাজ চলছে৷ একটি শ্যামপুরে এবং আরেকটি টঙ্গীতে৷ করোনা না থাকলে এরইমধ্যে কাজ শেষ হয়ে যেত৷ আশা করছি এক বছরের মধ্যে শেষ হবে৷ তখন কেমিকেল গোডাউন গুলো সরিয়ে নেয়া হবে৷ এখন আমরা চেষ্টা করছি যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে৷
বিল্ডিং কোড হয়েছে ২০০৬ সালে৷ অনেক ভবনই পুরনো৷ ফলে ওইসব ভবনে ফায়ার ফাইটিং সিস্টেম নাই বা মানসম্পন্ন নয়৷ হাজার হাজার ভবন৷ তাদের আমরা পরামর্শ দিচ্ছি যাতে ভবনগুলোর উন্নয়ন করা হয়৷ আর জাপান সরকারের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি প্রকল্প বাস্তবায়ন করছে যাতে ২০৭০ সালের মধ্যে বাংলাদেশের সব ভবন ভূমিকম্প সহনীয় করা যায়৷ সেখানে ভবনের অগ্নিনির্বাপন ব্যবস্থারও উন্নয়ন হবে৷
ঢাকার ভবনগুলো কি বড় ধরনের ভূমিকম্প সামলাতে পারবে?
ঢাকা শহরের যেসব ভবন পুরনো সেগুলো ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে৷ নতুন যেগুলো হচ্ছে সেগুলোর অবস্থা ভালো৷ তবে আশার কথা হলো বাংলাদেশে ভূমিকম্পের যে তিনটি কেন্দ্র তার মধ্যে ঢাকা শহর নাই৷
ভবন নির্মাণে তো ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হয়..
ফায়ার সার্ভিস ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক আছে কিনা তা দেখে৷ তার অনুমতি দেয়৷ কিন্তু পুরো ভবনটির অনুমতি দেয় রাজউক৷ এমকি অকুপেন্সি সার্টিফিকেটও দেয় রাজউক৷ আমরা শুধু অগ্নি নিরাপত্তা ছাড়পত্র দিই৷
অগ্নি নিরাপত্তা ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণের সুযোগ কি আছে?
না নাই৷ তবে রাজউককে ম্যানেজ করে কেউ যদি অকুপেন্সি সার্টিফিকেট নিতে পারে তাহলে তো ভবন বানাতে পারে৷ তবে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র না থাকলে ইউটিলিটি কানেকশন পাওয়ার কথা না৷
আপনারা বছরে কতগুলো অগ্নি মহড়া করেন? আপনাদের জনবল কি পর্যাপ্ত?
আমরা বছরে হাজারেরও বেশি মহড়া করি৷ আমরা করি স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে৷ আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা আছে, তারাও করে৷ জনবল পর্যাপ্ত আছে কিনা তা তো আপেক্ষিক৷ তবে আগের চেয়ে জনবল এখন বেশি৷
ঢাকায় কোথাও আগুন নেভাতে গিয়ে আপনারা কোন ধরনের সমস্যায় বেশি পড়েন?
প্রধানত তিন ধরনের সমস্যায় আমরা পড়ি৷ প্রথমত, ঘটনাস্থলে পৌঁছানো৷ ট্রাফিক জ্যাম ও সরু রাস্তার কারণে আমাদের যেতে দেরি হয়৷ দ্বিতীয়ত, পানির উৎস৷ ঢাকা শহরে পানির উৎস খুবই কম৷ তবে আমাদের পানির উৎসের ম্যাপ আছে৷ আমরা সেটা দেখে পানির ব্যবস্থা করার চেষ্টা করি৷ তৃতীয়ত, উৎসুক জনতা৷ শত শত উৎসুক জনতাকে সামলানো কঠিন হয়ে পড়ে৷ তাদের সামলাতে আমাদের মোট ১০০ সদস্যের তিনটি টিম আছে৷ তবে তা পর্যাপ্ত নয়৷
নাগরিকরা এসিসহ নানা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন৷ সেখান থেকেও আগুন লাগে৷ তাদের কী করণীয়?
অনেকে অতি দাহ্য জিনিসপত্র দিয়ে ঘর ডেকরেশন করেন৷ এটা করা যাবেনা৷ মানসম্মত ইলেট্রনিক ডিভাইস ব্যবহার করতে হবে৷ কম দামে পেলেই তা ব্যবহার করা যাবেনা৷ আর বিদ্যুৎ ও গ্যাসহ বিভিন্ন ধরনের ইউটিলিটি লাইন নিয়মিত সার্ভিসিং ও মেইনটেনেন্স করতে হবে৷ মেইনটেনেন্স ফার্স্ট৷
২০২১ সালে ভবন ধস ও অগ্নিকাণ্ডের যত ঘটনা
২০২১ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও ভবন ধসের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এই ছবিঘর৷
ছবি: Giorgio Viera/AFP/Getty Images
মগবাজার বিস্ফোরণ
২৭শে জুন ঢাকার মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে৷ ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে এবং গুরুতর আহত ৬৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, ভবনের কোথাও গ্যাস জমে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷
ছবি: bdnews24.com
মায়ামি ভবন ধস
২৫শে জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে ১১ জন নিহত হয়েছে৷ এখনও নিখোঁজ অন্তত ১৫০ জন৷ ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে৷ তবে ভবন ধসের কারণ এখনও জানা যায়নি৷
ছবি: mpi04/MediaPunch/picture alliance
চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ১৮
২৫শে জুন চীনের হেনান প্রদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে মারা গেলেন ১৮ জন৷ নিহতদের সকলেই ছিলেন শিক্ষার্থী৷
ছবি: Andy Wong/AP Photo/picture alliance
দক্ষিণ কোরিয়ায় ভবন ধস, নিহত ৯
৯ জুন দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে বহুতল ভবন ভাঙার সময় এক অংশ ধসে অন্তত নয় জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরও আটজন৷ ভবনটি ভাঙার কাজ চলছিলো৷ হঠাৎ এর একটি অংশ ব্যস্ত রাস্তার মধ্যে ধসে পড়লে চাপা পড়ে একটি বাস৷ নিহতদের সবাই ওই বাসের যাত্রী৷ (ফাইল ছবি)
ছবি: Reuters
ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪
৭ই জুন ভারতের মহারাষ্ট্রের পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টের স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জন মারা যান৷
ছবি: Imago-Images/Pacific Press Agency
গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু
পহেলা মে ভারতের গুজরাটে এক হাসপাতালে আগুন লেগে করোনায় সংক্রমিত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়৷ গুজরাটের ভরুচ এলাকার ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলো৷
ছবি: Naveen Sharma/Zuma/picture alliance
ইরাকে হাসপাতালে আগুন, মৃত ৮২ করোনা রোগী
২৬শে এপ্রিল অক্সিজেন কনটেনার ফেটে বাগদাদের হাসপাতালে আইসিইউ-তে আগুন লেগে মারা যায় অন্তত ৮২ জন করোনা রোগী৷ বাগদাদের হাসপাতাল ইবন আল-খাতিব-এ এই ভয়াবহ ঘটনায় ১১০ জন আহত হন৷
ছবি: Thaier Al-Sudani/REUTERS
মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু
২৩শে এপ্রিল মহারাষ্ট্রের বিরারে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়৷ শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে জানা গেছে৷আগুন প্রথমে লাগে আইসিইউ-তে৷
২১শে এপ্রিল মহারাষ্ট্রের নাসিকে হাসপাতালে ট্যাঙ্কার লিক হলে আধাঘন্টা অক্সিজেন বন্ধ থাকায় মৃত্যু হয় ২২ জন করোনা রোগীর৷ ১০ জন ভেন্টিলেটারে ছিলেন৷ তারা সকলেই মারা যান। অনেক রোগীকে সেসময় অক্সিজেন দেয়া হচ্ছিলো৷ তাদের মধ্যে ১২ জন মারা যান৷
ছবি: ANI/REUTERS
বহুতল ভবন ধসে মিশরে নিহত ১৮
২৭শে মার্চ মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহত হয়েছে ১৮ জন৷ আহত হয়েছে অন্ততপক্ষে ২৪ জন৷ রাত ৩টার দিকে ১০ তলা ভবনটি ধসে পড়ে৷ এছাড়া ২৭ জুন আবাসিক ভবন ধসে মিসরের আলেকজান্দ্রিয়াতে চার নারীর মৃত্যু হয়েছে৷
ছবি: Mohamed Asad/Xinhua/picture alliance
রোহিঙ্গা ক্যাম্পে আগুন
২২শে মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয় এবং নয় হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে৷ ২রা এপ্রিল উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের, আহত কয়েকজন৷
ছবি: ROHINGYA RIGHT TEAM/Md Arakani/REUTERS
কলকাতায় রেলভবনে আগুনে মৃত ৯
৯ মার্চ কলকাতায় রেলের একটি ভবনে আগুনের ঘটনা ঘটে৷ স্ট্র্যান্ডরোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয় জনের মৃত্যুর হয়েছে৷ এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে লিফটে৷
ছবি: DW/S. Bandyopadhyay
ঢামেকের আইসিইউতে আগুন, তিনজনের মৃত্যু
১৭ই মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আইসিইউ ইউনিটে আগুনের ঘটনায় রোগী সরানোর সময় তিন জন মারা গেছেন৷ এ সময় করোনা ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান হাসপাতাল পরিচালক৷
ছবি: DW/H. Ur Radhid
সেরাম ইনস্টিটিউটে আগুন, নিহত ৫
পুনায় একশ একর জমির উপর সেরামের কারখানা৷ ২২শে জানুয়ারি ভ্যাকসিন প্রস্তুতকারক এই ইনস্টিটিউটের নির্মীয়মান ভবনে আগুন লেগে মারা যায় পাঁচ জন৷