থাকার জায়গাটা যেন ভালো হয়, বেড়াতে গেলে অনেকে সেটাই আগে চান৷ হোটেল কিংবা রেস্ট হাউস, যাই হোক না কেন৷ একটু আরামে থেকে ঘুরে বেড়ানো৷ এখন যদি থাকার জায়গাটাই হয় বেড়ানোর মূল জায়গা, তাহলে কেমন হয়৷
বিজ্ঞাপন
জার্মানিতে এ ধরনের বেশ কিছু হোটেল আছে, যেখানে থাকাটাই আসল কথা৷ কোথাও খোলা আকাশের নিচে, কোথাও নদীর বুকে নৌকা ভাসিয়ে, কোথাও বা গাছের ওপর৷ বিচিত্র ধরনের সেই সব হোটেলের সঙ্গে পরিচিত হতে চাইলে দেখুন নিচের তালিকা৷