1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যেখানে সেখানে ফেলবেন না প্লাস্টিক বোতল!

১০ ফেব্রুয়ারি ২০২২

প্লাস্টিকের বোতল নির্দিষ্ট জায়গায় ফেলুন৷৷ কারণ এই বোতলটি যাতে নতুন হয়ে আবার আপনার কাছে ফেরত আসতে পারে, সে ব্যবস্থা নেয়া হচ্ছে৷ সেটি কেমন করে, তা জানতে যেতে হবে জার্মানির দক্ষিণাঞ্চলের একটি কারখানায়৷

Tansania Plastikflaschen am Strand
ফাইল ফটোছবি: Amas Eric in Dar es Salaam/DW

প্লাস্টিক বর্জ্যের সমস্যা হল, এটা সহজে ভাঙে না৷ জার্মানির একটি প্রতিষ্ঠান পুরোনো পিইটি বোতল থেকে পুনরায় ব্যবহারযোগ্য একরকমের দানা তৈরি করেছে, যা থেকে প্লাস্টিকের পুরো বোতল তৈরি করা যাচ্ছে৷ প্রতিদিন এমন চারশ' বেল বর্জ্য আসে এখানে৷ একেকটা বেলের ওজন আড়াইশ' কেজি৷ প্রতিটিতে থাকে ১০ হাজার বোতল৷ খরচও আছে৷

কোম্পানির নাম আরসিএস কাঁচামাল ব্যবহারকারী কোম্পানি৷ এর ব্যবস্থাপনা পরিচালক আলেক্সান্ডার রিমার বলেন, ‘‘যেহেতু এটি উচ্চমান সম্পন্ন কাঁচামাল, আমাদের এসব বেলের জন্য টনপ্রতি প্রায় তিনশ' থেকে পাঁচশ' ইউরো খরচ করতে হয়৷''

প্রথমে বেলগুলো খুলে কনভেয়ার বেল্টে বোতলগুলো দেয়া হয়৷ এখানে যা আসে সবই পিইটি বোতল৷

প্রথমে রঙ ও উপাদান মাফিক বোতলগুলো আলাদা করা হয়৷ এই সিস্টেম পিইটি বোতল বাদে বাকি সবকিছু চিনে ফেলে এবং আলাদা করে দেয়, যেমন বোতলের মোড়ক বা থলে৷ 

এরপর ৮০ ডিগ্রি সেলসিয়াসে টুকরো করে ধুয়ে ফেলা হয়৷ এই প্লাস্টিকের রাসায়নিক নাম হল পলিইথিলিন টেরেফথালেট৷ এখানেই পিইটি ফ্লেক্স তৈরি করা হয়৷

এই ফ্লেক্সগুলোকে সবশেষ আরেকবার আলাদা করে পরিষ্কার করা হয়৷ প্রক্রিয়াটিকে ঠিকঠাক চালানোর জন্য যন্ত্রগুলোকে বিপুল পরিমাণ প্লাস্টিকের টুকরো স্ক্যান করতে হয়৷ ফ্লেক্সগুলোকে একটি লেজার রশ্মি সেকেন্ডে লাখ দশেকবার আঘাত করে৷ সেন্সরে তখন ময়লা কণাগুলো ধরা পড়ে৷ এরপর যন্ত্র তা পরিষ্কার করে নেয়৷

জার্মানির দক্ষিণাঞ্চলের কোম্পানি ইউনিসেন্সর এই যন্ত্রের উদ্ভাবক৷ এর প্রোটোটাইপ তৈরি করেছেন অপটিওইলেকট্রনিক্সের একজন প্রফেসর৷ তার মেয়ে স্টেফানি ক্রিগ এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক৷

‘‘ফ্লেক্সগুলোর ওপর লেজার আঘাত করে৷ ফ্লেক্সগুলো তখন লেজারের শক্তি শোষণ করে এবং আবার বিকিরণের মত সেই শক্তি পরিবেশে ছাড়ে৷ এই শক্তি আবার যন্ত্রে প্রবেশ করে এবং স্পেক্ট্রোমিটারে তা মাপা হয়,'' বলেন স্টেফানি৷ 

তারা ১০০টিরও বেশি এমন সিস্টেম বিক্রি করেছেন এবং সামনে আরো বিক্রি করবেন৷ কারণ ইউরোপীয় ইউনিয়ন শুধু বোতল নয়, দইয়ের কৌটার মত প্লাস্টিক পণ্যেও রিসাইকেল করা পিইটির ব্যবহার বাড়াতে চাইছে৷

শিল্প প্রকৌশলী স্টেফানি ক্রিগের ভাষায়, ‘‘ইউরোপীয় ইউনিয়ন ২০২৫ সালের মধ্যে ২৫ ভাগ ও ২০৩০ সালের মধ্যে ৩০ ভাগ পণ্য পুনর্ব্যবহার করতে চাইছে৷ এমনকি খেয়াল করলে দেখবেন, ২০১৯ সাল থেকেই এমন যন্ত্রের চাহিদা বেড়েছে৷''

রিসাইকেল যন্ত্রে পিইটি ফ্লেক্সগুলোকে প্রচণ্ড চাপে ও ২৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলানো হয়৷ এখান থেকেই প্লাস্টিকের দানা তৈরি করা হয়৷

তারা এগুলো বিক্রি করেন এবং এগুলো থেকে নতুন বোতল তৈরি করা হয়৷ এরপর এগুলোকে কয়েকবার রিসাইকেল করা হয়৷ বোতল ছাড়াও অন্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে কি এমন পদ্ধতি ব্যবহার করা যায় না?

আলেক্সান্ডার রিমার বলেন, ‘‘গুরুত্বপূর্ণ হল, আমাদের এখন এমন পদ্ধতি আছে, যাতে ব্যবহৃত প্লাস্টিক পুরোটাই ফেরত পাওয়া সম্ভব৷ তার মানে অন্য প্যাকেজিংয়ের ক্ষেত্রেও এটা ব্যবহার সম্ভব৷''

বিরাট থলেতে করে প্লাস্টিকের দানাগুলো বোতল প্রস্তুতকারকদের দেয়া হয়৷

এই পদ্ধতিতে প্লাস্টিকের বোতলে নতুনের চেয়ে খরচ একটু বেশি পড়ে৷ তবে পরিবেশগত বিধিনিষেধের কারণে এখন পুনর্ব্যবহারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে৷ এই কোম্পানিটি নতুন রিসাইকেল প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করছে৷

বোতলের ক্ষেত্রে রিসাইক্লিং ভাল কাজ করছে৷ যদি নিত্যদিনের বর্জ্যের পাহাড় থেকে মুক্তি পেতে হয়, তবে অন্য পিইটি পণ্যেও এই প্রক্রিয়া কাজে লাগাতে হবে৷

ক্রিস্টিয়ান প্রিসেলিউস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ