1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়লগ করবে, সেদিন আমি করবো’

৩১ অক্টোবর ২০২৩

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সংশয় আর অনিশ্চয়তা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “একটা কথাই বলতে পারি, নির্বাচন হবে এবং সময়মতোই হবে৷”

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: JOHANNA GERON/REUTERS

ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ লিখিত বক্তব্য পাঠ করার পর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি৷

বিরোধী দলের সাথে সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেয়া বক্তব্য প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দলের একটি সংজ্ঞা আছে৷ বিরোধী দল হচ্ছে সেই দল, যে দলের পার্লামেন্টে সিট আছে এবং যাদের এমপি, নির্বাচিত প্রতিনিধি আছে এবং সংসদ সদস্য আছে৷''

তিনি আরো বলেন, ‘‘পুলিশ হত্যা এবং সাংবাদিকদের উপর যে হামলা হলো তখন কেন তিনি (পিটার হাস) বিচারের দাবি করেননি? যেভাবে পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই খুনিদের সাথে আবার কিসের বৈঠক? খুনিদের সাথে আবার কিসের আলোচনা? যারা এইভাবে মানুষ হত্যা করতে পারে, উন্নয়নকে যারা বাধা দেয়, তাদের সাথে কিসের ডায়লগ? সে (পিটার হাস) বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক৷ এটা আমাদের দেশ, আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে৷ কাজেই আমরা স্বাধীন-সার্বভৌম দেশ, এটা তার মাথায় রাখা উচিত ছিল৷ ঐ খুনিদের সাথে ডায়লগ এটা আমাদের দেশের মানুষও চাইবে না৷''

সংলাপের আহ্বান নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন "কার সঙ্গে ডায়লগ করতে হবে? ট্রাম্প সাহেব আর বাইডেন কি ডায়লগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়লগ করবে, সেদিন আমি করবো।”

২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা এবং অনেক সাংবাদিক আহত হওয়ার ঘটনায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নীরব কেন- এই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘তাদেরকে আপনারা (সাংবাদিকেরা) জিজ্ঞাসা করেন, তারা এখন কেন চুপ? মানবাধিকার সংস্থাগুলো কই গেল এবং তাদের মানবিকবোধগুলা গেল কোথায়? তারা কোনো কথা বলছে না কেন? কোনো বিবৃতি দিচ্ছে না, রহস্যটা কী?''

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নির্বাচন হবে এবং সময়মতোই হবে৷ কে চোখ রাঙালো, আর কে বাঁকালো, আমরা ওটার পরোয়া করি না৷ অনেক সংগ্রাম করেই আজকে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি৷''

বিএনপির কার্যালয়ে ‘বাইডেনের ভুয়া উপদেষ্টাকে হাজির করা' প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "তারা তাদের ইমেজ বাড়ানোর জন্য এমন কাজ করেছে৷ তাই এই ধরনের ভাড়াটে লোক নিয়ে আসছে৷ যখন তাকে ধরা হলো এবং জিজ্ঞাসাবাদ করা হলো তখন আসল কথা বের হয়ে গেল৷ সে তো মার্কিন নাগরিক তাই এটা তাদেরকেই দেখতে হবে৷''

এমকে/এফএস

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ