1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যেন জলের ওপর হাঁটছি’

কাডেরাইট/গেসনার/এসি২৬ আগস্ট ২০১৬

বার্লিনে জার্মান সংসদভবনকে কাপড়ে মুড়ে দিয়েছিলেন; মুড়েছিলেন প্যারিসে পঁ আলেকজঁদ্র ত্রোয়া ব্রিজটিকে৷ সেই ক্রিস্টো এবার ইটালির একটি হ্রদের জলের ওপর ভাসান তাঁর সর্বাধুনিক শিল্পকর্ম, ‘দ্য ফ্লোটিং পিয়ার্স'৷

ক্রিস্টোর ‘দ্য ফ্লোটিং পিয়ার্স'
ছবি: Getty Images/AFP/F. Monteforte

মিলান শহরের উত্তরপূর্বে ইসিও লেকের উপর লোকে লোকারণ্য! ক্রিস্টোর ‘দ্য ফ্লোটিং পিয়ার্স' বা ভাসন্ত পাটাতন দেখতে প্রথম সপ্তাহান্তেই আসেন লক্ষাধিক দর্শক৷ তাঁরা সবাই অভিভূত৷ ‘‘দারুণ, বলে বোঝানো শক্ত৷ খুব ভালো লাগছে৷'' ‘‘যেন জলের ওপর দিয়ে হাঁটছি৷ দারুণ!'' ‘‘আমি খালি পায়ে যাব৷ দারুণ লাগবে...৷''

ক্রিস্টোর ‘দ্য ফ্লোটিং পিয়ার্স’

02:36

This browser does not support the video element.

ক্রিস্টোর ক্যানভাস হল ইসিও হ্রদ৷ আঁকেন কমলা রংয়ের কাপড় দিয়ে৷ ছবিটি কিন্তু ১৬ দিন পরেই শেষ হয়ে যাবার কথা৷ আদতে বুলগেরিয়ার মানুষ ক্রিস্টো গত ৪০ বছর ধরে এই ভাসন্ত পাটাতন বানানোর স্বপ্ন দেখেছেন৷ শেষমেষ দু' লাখ বিশ হাজার ভাসন্ত কিউব দিয়ে পাটাতনটি তৈরি করা হয়৷

এক লাখ বর্গমিটার কাপড় দিয়ে তা ঢাকা হয়৷ কাপড়টি বিশেষ অর্ডার দিয়ে জার্মানিতে তৈরি করা হয়েছিল৷ কাপড়টি এমন যে, আবহাওয়া ও প্রহর অনুযায়ী তার রং বদলায়৷ ক্রিস্টো বলেন, ‘‘এটা খুবই শারীরিক, কেননা আপনি শুধু দেখছেন না, আপনি শিল্পকর্মটির উপর দাঁড়িয়ে আছেন৷ সব কিছু দেখার জন্য আপনাকে হেঁটে যেতে হচ্ছে৷ আপনি সবসময় চলেছেন৷ আপানার পাশে জলও বয়ে চলেছে৷''

শনিবার সকালে ভোর আটটা কুড়ি থেকে দর্শকরা ছোট্ট শহর সুলজানো থেকে ভাসন্ত পাটাতনে ওঠার সুযোগ পেয়েছিলেন৷ ক্রিস্টো চেয়েছিলেন যে, কোনোরকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই দর্শকরা ‘দ্য ফ্লোটিং পিয়ার্স'-এ উঠতে পারবেন৷ ক্রিস্টো ও তাঁর দলবল আসবেন অন্যদিক থেকে ও স্বল্পসময়ের মধ্যেই জনতা ও মিডিয়ার কাছ থেকে বিদায় নেবেন৷

১৬ মিটার প্রস্থের ও সব মিলিয়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের ভাসন্ত পাটাতনগুলি হ্রদের তীর থেকে মন্টে ইসোলা দ্বীপ, ও সেখান থেকে ছোট্ট সান পাওলো দ্বীপ অবধি চলে গেছিল৷ দ্বীপের দেড় কিলোমিটার তীরভূমিও কমলা রঙের কাপড়ে মুড়ে দেওয়া হয়েছিল৷ মন্টে ইসোলা দ্বীপে যেন মেলা বসেছিল৷

দেখতে যাবেন নাকি এই ‘ভাসন্ত পাটাতন’? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ