অ্যামাজনের প্রধান জেফ বেজোস ২০৪০ সালের মধ্যে তাঁর কোম্পানিকে কার্বন নিরপেক্ষ করার অঙ্গীকার করেছেন৷ কীভাবে তিনি তা করবেন বৃহস্পতিবার সেটি জানিয়েছেন৷
বিজ্ঞাপন
২০১৫ সালের প্যারিস চুক্তিতে ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ অবস্থার লক্ষ্য নির্ধারণ করা হয়৷ এর দশ বছরে আগেই অ্যামাজনকে কার্বন নিরপেক্ষ করার অঙ্গীকার করলেন বেজোস৷ তিনি বলেন, ‘‘অ্যামাজনের মতো এত বড় অবকাঠামোর কোম্পানি, যারা বছরে এক হাজার কোটি আইটেম ডেলিভারি দিয়ে থাকে, তারা যদি দশ বছর আগে প্যারিস চুক্তির লক্ষ্য পূরণ করতে পারে তাহলে যে কোনো কোম্পানিরই তা পারার কথা৷''
বেজোস জানান, তিনি অনেক বৈশ্বিক কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলেছেন৷ তাঁরাও কার্বন নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন৷
ভবিষ্যতে যা করতে চায় ফেসবুক
শুধু সামাজিক যোগাযোগের সাইট আর বার্তা আদানপ্রদানের অ্যাপে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না ফেসবুক৷ পাশাপাশি কেনাকাটা, অর্থ লেনদেনসহ অনলাইনকেন্দ্রিক সব সেবাই নিয়ে আসতে চায় প্রতিষ্ঠানটি৷
ছবি: picture-alliance/AP Photo/M. Jose Sanchez
এক প্ল্যাটফর্মে সব কিছু
ফেসবুকের সব আ্যপ - মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আর হোয়াটস অ্যাপকে একটি একক ব্যবস্থায় আনতে চান মার্ক সাকারবার্গ৷ এই ব্যবস্থায় ব্যক্তিগত নিরাপত্তায় বাড়তি জোর দেয়া হবে৷ বার্তা আদানপ্রদান ছাড়াও এটিকে এমনভাবে গড়ে তোলার পরিকল্পনা তাঁর, যা ‘কথা বলা, ভিডিও চ্যাট, গ্রুপ স্টোরি, ব্যবসা, লেনদেন, বাণিজ্য এবং সব ধরণের ব্যক্তিগত সেবার একটি প্লাটফর্ম হয়ে উঠবে৷’ সম্প্রতি এক ব্লগপোস্টে লিখেছেন তিনি৷
ছবি: picture-alliance/AP Photo/M. Jose Sanchez
পেমেন্ট সেবা
আগামী দিনে ফেসবুকের অ্যাপেই মিলবে পেমেন্ট সেবা৷ ধরুন প্রতিষ্ঠানটি পেপালের সাথে জোটবদ্ধ হলো৷ তখন চাইলে অনলাইনে কেনাকাটা, রেস্টুরেন্ট বিল, সরকারি সেবার বিল সবই পরিশোধ করা সম্ভব হবে মেসেজিং অ্যাপ দিয়েই৷ নেয়া যাবে রাইড শেয়ারিং সেবাও৷ অবশ্য এরইমধ্যে যুক্তরাষ্ট্রে মেসেঞ্জারের মাধ্যমে লেনদেনের সুবিধা রয়েছে৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক লেনদেন ব্যবস্থা চালু হয়েছে ভারতেও৷
ছবি: Colourbox
নিজস্ব মুদ্রা
ব্যবহারকারীদের অর্থ লেনদেনের সুবিধার জন্য ফেসবুক নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরি করছে বলে নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে৷ এ বিষয়ে ফেসবুক বিস্তারিত কিছু প্রকাশ করেনি৷ তবে নতুন একটি দল বিটকয়েনসহ অন্য ক্রিপ্টোকারিন্সেগুলোর ব্যবহারের প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে প্রতিবেদনে জানানো হয়৷ এটি বাস্তবায়ন হলে অর্থ লেনদেনের জন্য ব্যবহারকারীদের ব্যাংক বা পেপাল অ্যাকাউন্ট লাগবে না৷
ছবি: Imago/Reporters/Eureka
ওয়ান-স্টপ শপ
নিজস্ব ভার্চুয়াল মুদ্রা চালু হলে ফেসবুকের মাধ্যমে অনলাইন কেনাকাটা বা সেবা নেয়ার বড় একটি চ্যালেঞ্জ দূর হয়ে যাবে৷ মেসেজিং অ্যাপ প্লাটফর্মটি তখন পরিণত হবে ‘ওয়ান স্টপ শপে’৷ রেস্টুরেন্ট রিজার্ভেশন, পরিবহন সেবা নেয়া, কিংবা মার্কেটপ্লেস থেকে পণ্য কেনা, সম্ভব হবে সবই৷ এমনকি ভবিষ্যতে অ্যামাজনের মত ই-কমার্স ব্যবসাতেও নামতে পারে ফেসবুক, ধারণা বিশেষজ্ঞদের৷
ছবি: picture-alliance/AP Photo/B. Matthews
আয়ের নতুন উৎস
নতুন এই প্ল্যাটফর্মের পরিকল্পনা বাস্তবায়ন হলে বিজ্ঞাপনের বাইরে আয়ের নতুন নতুন দুয়ার খুলবে ফেসবুকের জন্য৷ কেনাকাটার ক্ষেত্রে তখন সেবাদাতা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কমিশন নিতে পারবে তারা৷ যেমনটি এখন অ্যাপল করে থাকে৷ অ্যাপভিত্তিক লেনদেনে তারা ৩০ ভাগ পর্যন্ত অর্থ কেটে রাখে৷
ছবি: Imago/Michael Weber
চ্যালেঞ্জও আছে
ফেসবুকের এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন সম্ভব, তা নির্ভর করবে ব্যবহারকারীদের আগ্রহের উপর৷ কেননা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় ফেসবুকের উপর আস্থার সংকট রয়েছে৷ তার উপর এই পরিবর্তনের পথে ইউরোপসহ বিভিন্ন দেশের আইনি বাধাও তাদের পেরুতে হবে৷
ছবি: Imago/Schöning
6 ছবি1 | 6
অ্যামাজন যা করবে
ডেলিভারি দেয়ার জন্য এক লাখ ইলেকট্রিক গাড়ি কিনবে অ্যামাজন৷ ২০২১ সালে প্রথম গাড়ি রাস্তায় নামবে৷ বাকিগুলো নামবে ২০৩০ সালের মধ্যে৷
মার্কিন পরিবেশবাদী সংস্থা নেচার কনজারভেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে পুনর্বনায়ন প্রকল্পে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন৷
সম্প্রতি চালু করা ‘সাসটেনেবিলিটি' কর্মসূচির আওতায় প্যাকেজিং ও ডেলিভারি কাজে জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করা হবে৷ এছাড়া কোম্পানির বিভিন্ন ভবনেও জ্বালানি সাশ্রয়ের চেষ্টা করা হবে৷
২০২৪ সালের মধ্যে ৮০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে৷ ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা শতভাগে উন্নীত করা হবে৷ এজন্য অ্যামাজনের বিভিন্ন ভবনে বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করা হবে৷
গ্রিনপিস অ্যামেরিকার কর্মকর্তা গ্যারি কুক অ্যামাজনের ঘোষণার প্রশংসা করেছেন৷ তবে কীভাবে এই লক্ষ্য পূরণ করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি বলে মন্তব্য করেন তিনি৷