দেখলে বিশ্বাস করা কঠিন হবে৷ মনে হবে নির্ঘাত ক্যামেরার কারসাজি! কিন্তু পাঁচ মিনিটের এক ভিডিওতে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন আমির খান৷ ছবির প্রয়োজনে মোটাসোটা এক মানুষ থেকে বডিবিল্ডারে পরিণত হয়েছেন মাত্র তিন মাসে!
বিজ্ঞাপন
বডিবিল্ডারদের মতো সুঠাম দেহের অধিকারী কে না হতে চায় বলুন৷ কেউ কেউ তো মাসের পর মাস জিমে কাটিয়ে দেন সেই আশায়৷ কিন্তু ভোজনরসিক বাঙালির পক্ষে ব্যায়াম করা সম্ভব হলেও ডালভাত কম খেয়ে থাকা প্রায় অসম্ভব৷ তাই দেহের গড়ন যাই হোক, দেহের মধ্যভাগের বৃদ্ধিটা ঠিক ঠেকানো যায় না৷
আমির খান অবশ্য সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ব্যায়াম করে, কম খেয়ে কিভাবে মাত্র তিনমাসে বডিবিল্ডার হওয়া যায়৷ ‘দঙ্গল' ছবির চরিত্রের প্রয়োজনে কাজটা করেছেন তিনি৷ প্রথমে তাঁকে হতে হয়েছিল ভুড়িওয়ালা ৯৬ কেজি ওজনের এক পুরুষ যার দেহে ‘বডিফ্যাট' ছিল ৩৬ শতাংশ৷ সেজন্য মোটা হওয়ার জন্য দরকারি যত খাবার সব খেয়েছেন তিনি৷ আর পরের তিন মাস কঠোর ব্যায়াম করার পর খেয়েছেন শুধু ফলমূল, উপমা আর প্রোটিন শেক৷ এভাবে বডি ফ্যাট নামিয়ে এনেছেন ৯ শতাংশে৷
আমিরের এই ওজন কমানোর বিষয়টি ভিডিও আকারে ২৯ নভেম্বর ঘোষণা দেয়া হয় তাঁর ফেসবুক পাতায়৷ এরপর গত দু'দিনে সেটা দেখা হয়েছে প্রায় দু'কোটি বার৷ আর ইউটিউবে একই ভিডিও একদিন আগে আপলোড করা হলেও প্রদর্শন হয়েছে প্রায় ৫০ লক্ষবার৷
এআই/ডিজি
খুব সহজে ওজন কমানোর কিছু ট্রিকস
নতুন বছরের শুরুতেই কি কিছুটা ওজন কমাতে চান? তাহলে ভাজিতে তেলের বদলে পানি ব্যবহার বা ডুবো তেলে ভাজার চেয়ে ওভেনে ভাজা কিংবা চা-কফিতে ফ্যাট ফ্রি দুধের ব্যবহারের মতো কিছু টিপস পাবেন এখানে, যা সহজেই কাঙ্খিত ফিগার এনে দেবে৷
যে খাবারগুলো সাধারণত ডুবো তেলে ভাজা হয়, সেগুলো কিন্তু খুব সহজেই সামান্য তেল ব্যবহারে করে ওভেনেও ভাজি করা সম্ভব৷ একবার করেই দেখুন না !
ছবি: picture-alliance/Tobias Hase
ভাজির চেয়ে সেদ্ধ ভালো
তেলের পরিবর্তে খানিকটা পানিতে মাছ, মাংস বা সবজি সেদ্ধ করে নিন৷ তাছাড়া মাটির হাড়িতেও তেল কম খরচ হয়৷ অর্থাৎ ওজন কমানোর জন্য যে কোনো চর্বি বা তেলের ব্যবহার কীভাবে কম করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে৷
ছবি: Johanna Schmeller
বিস্কুটের গুড়ো নয়!
কাবাব, মাছের চপ বা আলুর চপ তৈরি করতে বিস্কুটের গুড়ো নয়! কেন? কারণ বিস্তুটের গুড়ো লাগিয়ে ভাজি করলে অনেক তেল লাগে৷ তাই বিস্কুটের গুড়োর বদলে ডিম, মসলা, ধনে বা পুদিনা পাতা বাটা দিলেও স্বাদ খারাপ হবে না৷
ছবি: picture-alliance/dpa
নন স্টিক কড়াই
নন স্টিক কড়াইয়ে তেল কম লাগে৷ তাই নন স্টিক কড়াইয়ে কম তেলে মাছ বা মাংস ভাজতে পারেন৷ এতে খাবারের স্বাদ যেমন ভালো হবে, তেমনি তেল খাওয়া হবে অনেক কম৷ বাড়তি তেল যে মোটা করে – সেটা নিশ্চয় আর বলে দিতে হবে না!
ছবি: picture-alliance/dpa
ফ্যাট কমাতে যা করবেন
স্যুপ বা ফ্যাটযুক্ত মাংস থেকে ফ্যাট কমাতে, সেটা রান্নার পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ দেখবেন হাড়ির চারদিকে ফ্যাট জমে গেছে৷ তখন তা আস্তে আস্তে চামচ দিয়ে তুলে ফেলুন৷
ছবি: Shahram Farzanehfar
গরুর পরিবর্তে মুরগির কাবাব
কাবাব বলতেই সাধারণত আমরা গরু বা খাসির মাংসের কাবাবের কথা বুঝি৷ গরু বা খাসির পরিবর্তে মুরগির বুকের মাংসের কাবাব খেতে কিন্তু বেশ ভালো! সুস্বাস্থ্যের জন্য গরুর চেয়ে যে মুরগি উপকারী, সেকথা বোধ হয় আজ আর কাউকে বলার প্রয়োজন নেই৷
ছবি: Fotolia
ক্রিমের বদলে দই
মিষ্টি খাবার তৈরিতে অনেকেই ক্রিম ব্যবহার করে থাকেন, যাতে থাকে প্রচুর ক্যালোরি৷ তাই ক্রিমের জায়গায় সাদা দই ব্যবহার করে খেলে পেটে যেমন হালকা বোধ হয়, তেমনি শরীরেরও ফ্যাট জমে কম৷
ছবি: Fotolia/FOOD-pictures
কনডেন্স মিল্ক নয় কিন্তু!
কনডেন্স মিল্ক বা ঘন করা মিষ্টি দুধে চা বা কফি পান করতে পছন্দ করেন আমাদের অঞ্চলের মানুষরা৷ এতে দিনে দুই বা তিন কাপেই অনেকটা ক্যালোরি গ্রহণ করা হয়ে যায়৷ তাই কনডেন্স মিল্কের পরিবর্তে সাধারণ দুধ নিন এবং চিনির পরিমাণ কিছুটা কমিয়ে দিন৷ এতে কিন্তু ওজন কমাতে আপনার সুবিধাই হবে৷
ছবি: DW/L. Pitu
ক্রিমের বদলে আলুর পাউডার
অনেকেই মিষ্টি জাতীয় খাবারের ঝোল ঘন করে স্বাদ বাড়াতে ক্রিম ব্যবহার করেন৷ মজার কথা, ক্রিমের ক্যালোরি এড়াতে কিন্তু আলুর গুড়ো ব্যবহার করা যায়৷ জার্মানিতে অবশ্য আলুর পাউডার কিনতে পাওয়া যায়৷ এতে খাবারের মিষ্টিভাবও কিছুটা কমে বৈকি!
ছবি: Colourbox
মাংসের বদলে ডাল
সমোসা বা মাংসের পিঠা তৈরি করতে শুধু মাংস না নিয়ে অর্ধেক মাংস আর অর্ধেক ডাল ব্যবহার করা যায়৷ এমনটা করলে তা খাবারে খানিকটা অন্য স্বাদ এনে দেয় এবং এই সুযোগে মাংসকেও কিছুটা এড়িয়ে যাওয়া যায়৷
ছবি: pa/Dinodia Photo Library
মাখনের পরিবর্তে দই
কেক বানাতে যেখানে ২৫০ গ্রাম মাখনের প্রয়োজন, সেখানে অর্ধেক মাখন আর বাকি অর্ধেক সাদা দই মিশিয়ে নিন৷ খেতে মোটেও খারাপ লাগবে না! যাঁরা মাঝে মাঝেই কেক খেতে ভালোবাসেন, তাঁরা একটু ভেবে দেখুন তো এই নিয়ম মানলে কতটা কম ফ্যাট খাওয়া হলো!
ছবি: Fotolia/arck
মাখন
সকালের নাস্তায় রুটিতে মাখন লাগানোর মাখনটা একটু আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখে দিন৷ শক্ত মাখন রুটিতে বেশি লাগাতে হয় আর গলা মাখন কম লাগালেও কাজ চলে যায়৷
ছবি: picture-alliance/dpa/J. Büttner
সালাদ ড্রেসিং
সালাদকে সুস্বাদু করার জন্য বাজারের কেনা ড্রেসিং ব্যবহার না করে ঘরেই তৈরি করে নিন৷ সাদা দই, লেবু , অলিভ অয়েল, ধনে পাতা, পুদিনা পাতার মতো বিভিন্ন পাতা মিশিয়ে এই ড্রেসিং তৈরি করতে পারেন৷ আর কেনা ড্রেসিং হলে আগে থেকে সালাদে না মিশিয়ে প্রয়োজনে খাবার সময় মেশান৷ কেনা ড্রেসিং-এ যে প্রচুর ক্যালোরি থাকে!
ছবি: picture alliance/zb/P. Willrodt
সামান্য সতর্কতা
ওজন কমানোর জন্য বাঙালিদের খাওয়া বাদ? না, খাওয়া বাদ না দিয়ে একটু সতর্ক হলেই কিন্তু ওজন কমানো সম্ভব৷ শুধু নজর রাখতে হবে বেশি চর্বি, মিষ্টি না খাওয়া আর খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে তৈরি খাবার এড়িয়ে চলা৷ এছাড়া বেশি রাতে না খাওয়া এবং পাশাপাশি যথেষ্ট হাঁটা-চলা করা, ব্যাস! এতেই যে কেউ থাকবেন সুস্থ আর পাবেন মনেরমতো ফিগার৷