1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুসেফের অভিশংসনের পক্ষে সাংসদরা

১৮ এপ্রিল ২০১৬

ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন সে দেশের সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ সাংসদ৷ রুসেফের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার সময় তথ্য লুকানোর অভিযোগ উঠেছে৷

রুসেফের অভিশংসনের পর ব্রাজিলে উৎসব
ছবি: Reuters/L. Parracho

নিম্নকক্ষের এই সিদ্ধান্ত এখন যাবে সেনেটে৷ ৮১ আসনের সিনেট সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে রুসেফকে ছ'মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে৷ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এই ছয় মাসে প্রেসিডেন্টের অভিশংসন আইনগতভাবে বৈধ হবে কিনা, তা যাচাই করে দেখবেন৷ এরপর অক্টোবরে সেনেটে আবার ভোট হবে৷ সেখানকার দুই-তৃতীয়াংশ সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিলে প্রেসিডেন্ট রুসেফ স্থায়ীভাবে অভিশংসিত হয়ে যাবেন৷

এপ্রিলের শেষে বা মে মাসে সেনেট যদি রুসেফকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় তাহলে ছ'মাসের জন্য প্রেসিডেন্ট হবেন মিশেল টেমের৷ তিনি বর্তমানে ব্রাজিলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তিনি পিএমডিবি দলের সদস্য৷ অন্যদিকে রুসেফের দলের নাম ওয়ার্কার্স পার্টি (পিটি)৷ অভিযোগ ওঠার পর থেকেই রুসেফের সঙ্গে নেই টেমের৷

রুসেফ অভিশংসিত হয়ে গেলে ২০১৮ সালে নতুন নির্বাচন হওয়া পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকবেন টেমের৷

নিম্নকক্ষের ভোটাভুটিতে ৫১৩ ভোটের মধ্যে রুসেফকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ৩৬৭টি, অর্থাৎ প্রয়োজনের (৩৪২) চেয়ে ২৫টি বেশি৷

রুসেফের বিরুদ্ধে অভিযোগ

২০১৪ সালে নির্বাচনের প্রচারণার সময় রুসেফ তাঁর আগের শাসনামলের বাজেট ঘাটতি সংক্রান্ত তথ্য লুকিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ এছাড়া সরকারি জ্বালানি কোম্পানি পেট্রবাস-কে ঘিরে এক দুর্নীতিতেও তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ দেশের অর্থনীতির অবস্থাও বেশ খারাপ৷

Brazilian congress votes to impeach Rousseff

01:04

This browser does not support the video element.

প্রতিক্রিয়া

ব্রাজিলের ‘প্রেসিডেনশিয়াল চিফ অফ স্টাফ' জাক ওয়াগনার বলেছেন, রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়ে সাংসদরা ‘মারাত্মক অপরাধ' করেছেন৷ অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই এমন সিদ্ধান্ত নেয়ায় তাঁরা ‘৩০ বছরের গণতান্ত্রিক ধারাকে হুমকির মুখে ফেলে দিলেন৷'' উল্লেখ্য, ১৯৮৫ সালে ব্রাজিলে স্বৈরশাসনের পতন হয়৷

এদিকে, ভাইস প্রেসিডেন্ট টেমের এর সমর্থক নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহা, যিনি অভিশংসন ত্বরান্বিতের প্রক্রিয়ায় ভূমিকা রেখেছেন, তিনি বলেন, ‘‘এখন তলানি থেকে বের হয়ে আসা প্রয়োজন৷ আর প্রয়োজন উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধান৷''

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ