ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন সে দেশের সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ সাংসদ৷ রুসেফের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার সময় তথ্য লুকানোর অভিযোগ উঠেছে৷
বিজ্ঞাপন
নিম্নকক্ষের এই সিদ্ধান্ত এখন যাবে সেনেটে৷ ৮১ আসনের সিনেট সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে রুসেফকে ছ'মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে৷ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এই ছয় মাসে প্রেসিডেন্টের অভিশংসন আইনগতভাবে বৈধ হবে কিনা, তা যাচাই করে দেখবেন৷ এরপর অক্টোবরে সেনেটে আবার ভোট হবে৷ সেখানকার দুই-তৃতীয়াংশ সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিলে প্রেসিডেন্ট রুসেফ স্থায়ীভাবে অভিশংসিত হয়ে যাবেন৷
এপ্রিলের শেষে বা মে মাসে সেনেট যদি রুসেফকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় তাহলে ছ'মাসের জন্য প্রেসিডেন্ট হবেন মিশেল টেমের৷ তিনি বর্তমানে ব্রাজিলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তিনি পিএমডিবি দলের সদস্য৷ অন্যদিকে রুসেফের দলের নাম ওয়ার্কার্স পার্টি (পিটি)৷ অভিযোগ ওঠার পর থেকেই রুসেফের সঙ্গে নেই টেমের৷
রুসেফ অভিশংসিত হয়ে গেলে ২০১৮ সালে নতুন নির্বাচন হওয়া পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকবেন টেমের৷
নিম্নকক্ষের ভোটাভুটিতে ৫১৩ ভোটের মধ্যে রুসেফকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ৩৬৭টি, অর্থাৎ প্রয়োজনের (৩৪২) চেয়ে ২৫টি বেশি৷
রুসেফের বিরুদ্ধে অভিযোগ
২০১৪ সালে নির্বাচনের প্রচারণার সময় রুসেফ তাঁর আগের শাসনামলের বাজেট ঘাটতি সংক্রান্ত তথ্য লুকিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ এছাড়া সরকারি জ্বালানি কোম্পানি পেট্রবাস-কে ঘিরে এক দুর্নীতিতেও তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ দেশের অর্থনীতির অবস্থাও বেশ খারাপ৷
Brazilian congress votes to impeach Rousseff
01:04
প্রতিক্রিয়া
ব্রাজিলের ‘প্রেসিডেনশিয়াল চিফ অফ স্টাফ' জাক ওয়াগনার বলেছেন, রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়ে সাংসদরা ‘মারাত্মক অপরাধ' করেছেন৷ অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই এমন সিদ্ধান্ত নেয়ায় তাঁরা ‘৩০ বছরের গণতান্ত্রিক ধারাকে হুমকির মুখে ফেলে দিলেন৷'' উল্লেখ্য, ১৯৮৫ সালে ব্রাজিলে স্বৈরশাসনের পতন হয়৷
এদিকে, ভাইস প্রেসিডেন্ট টেমের এর সমর্থক নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহা, যিনি অভিশংসন ত্বরান্বিতের প্রক্রিয়ায় ভূমিকা রেখেছেন, তিনি বলেন, ‘‘এখন তলানি থেকে বের হয়ে আসা প্রয়োজন৷ আর প্রয়োজন উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধান৷''
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
২০১৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল নারীদের তালিকা প্রকাশ করেছে মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’৷ চলুন দেখে নেই তালিকায় কে কে আছেন৷
ছবি: picture-alliance/dpa/O. Douliery
আঙ্গেলা ম্যার্কেল
ফোর্বস-এর বিবেচনায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী৷ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld
হিলারি ক্লিন্টন
মার্কিন প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট হিলারি ক্লিন্টনকে তালিকায় দ্বিতীয় অবস্থানে রেখেছে ফোর্বস৷ একসময়কার ফার্স্ট লেডি সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ ২০১৬ সালে ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি৷
ছবি: Reuters/S. Morgan
মেলিন্ডা গেটস
বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস৷ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৩ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দান করেছে ফাউন্ডেশনটি৷
ছবি: picture-alliance/AP Photo/E. Agostini
জেনেট ইয়েলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জেনেট ইয়েলেন৷ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী চেয়ার তিনি৷
ছবি: Reuters/J. Ernst
মেরি বাররা
জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বাররা৷ তাঁর নের্তৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি৷
ছবি: DANIEL ROLAND/AFP/Getty Images
ক্রিস্টিন লাগার্দ
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ৷ সর্বশেষ বৈশ্বিক আর্থিক মন্দার সময় সদস্য রাষ্ট্রগুলোকে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে আইএমএফ৷
ছবি: picture-alliance/AP Photo/R. Abd
ডিলমা রুসেফ
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট তিনি৷ বর্তমানে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন৷ ফোর্বস-এর তালিকায় তাঁর অবস্থান সপ্তম৷
ছবি: Getty Images/AFP/Evaristo Sa
শেরিল স্যান্ডবার্গ
ফেসবুক-এ প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ৷ তাঁর লেখা বই ‘লিন ইন’-এর চলচ্চিত্র সত্ত্ব কিনে নিয়েছে সোনি পিকচার্স৷
ছবি: Getty Images
সুসান ভয়চিস্কি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ভয়চিস্কি৷ প্রতিমাসে গড়ে এক বিলিয়ন মানুষ ইউটিউব ভিজিট করেন৷
ছবি: picture-alliance/dpa/Google Inc.
মিশেল ওবামা
ফোর্বস-এর তালিকায় দশ নম্বরে আছেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা৷ প্রেসিডেন্ট বারাক ওবামা যে চমৎকার এক পারিবারিক জীবন উপভোগ করেন তা এই নারীর কল্যাণে৷ দুই সন্তানের জননী মিশেলকে বিভিন্ন অনলাইন প্রচারণাতেও অংশ নিতে দেখা গেছে৷