1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে কারণে উল্টো নিয়মে চালাতে হয় ট্রেন, প্রাণ যায় যাত্রীদের

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৫ অক্টোবর ২০২৩

ভৈরবে মালবাহী ট্রেন কেন দুর্ঘটনা ঘটালো? কারণ হিসেবে যে তথ্য উঠে আসছে তা শুনলেও হয়ত অনেকের বিশ্বাস হবে না৷ প্রশ্ন জাগবে- এ যুগে এমনও সম্ভব?

Bangladesch | Zugunglück in Bhairab
ছবি: Mahmud Hossain Opu/AP Photo/picture alliance

যে মালবাহী ট্রেনটির কারণে দুর্ঘটনা ঘটেছে সেই ট্রেনটির ইঞ্জিন ছিল উল্টো দিকে৷ ট্রেনটির সামনের দিকে ছিল বগি আর পেছনে ছিল ইঞ্জিন৷ চালক পেছন  দিক থেকে চালিয়ে ট্রেনটি সামনের দিকে নিচ্ছিলেন৷ সেই কারণেই তিনি সিগনাল দেখতে পারেননি বলে ধারণা অনেকের৷

তবে ওই একটি ট্রেন নয়, আরো অনেক ট্রেনের ইঞ্জিনই নাকি এখন উল্টো দিকে চলে৷ চালক পেছনের দিকে থেকে ট্রেন সামনের দিকে চালান৷ তার চোখের সামানে ফাঁকা রেলপথ নয়, থাকে ইঞ্জিন এবং সারি সারি বগি৷ এটা যেন এখন সাধারণ নিয়মে পরিণত হয়েছে৷ এর কারণ হলো ট্রেনের ইঞ্জিন টেনে সামনে নিয়ে লাগানোর জন্য যে টার্ন টেবিল (ইঞ্জিন ঘোরানোর টেবিল) সেগুলোর প্রায় সবগুলোই এই মুহূর্তে নষ্ট৷ ফলে চালকদের এভাবে  ঝুঁকি নিয়েই চালাতে হয়৷

গত ১৬ অক্টোবর এ নিয়ে চালকদের পক্ষ থেকে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষকে চিঠিও দেয়া হয়৷ বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে ওই চিঠিটি দেয়া হয়৷ তাতে বলা হয়, অনেক দিন ধরেই ঢাকা লোকোশেডের টার্ন টেবিলগুলো নষ্ট হয়ে আছে৷ ফলে  বিভিন্ন সিরিজের একমুখি ট্রেনগুলোর ইঞ্জিন পেছনে রেখে চালাতে হচ্ছে৷ এ কারণে তারা ঝুঁকির মুখে রয়েছেন৷ অনেক সময়ই নিরাপদ দূরত্ব থেকে সিগনাল, লেভেল ক্রসিং ঠিকমতো দেখা যায় না৷ ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে৷

পুরো রেলটাই এখন উল্টো দিকে চলছে: মোজাম্মেল হক চৌধুরী

This browser does not support the audio element.

চিঠিতে আরো বলা হয়, শীত মৌসুমে কুয়াশার কারণে এই ঝুঁকি আরো বেড়ে যাবে৷ তাই তারা টার্ন টেবিল মেরামতের আবেদন জানান৷

তাদের এই চিঠির প্রেক্ষিতে চট্টগ্রাম রেলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান নির্ঝর চট্টগ্রামের প্রধান যান্ত্রিক প্রকৌশলীকে টার্ন টেবিল মেরামতের জন্য চিঠি লেখেন ২২ অক্টোবর৷ তিনি তার চিঠিতেও দুর্ঘটনার ঝুঁকির কথা বলেন৷ ঠিক পরের দিন, অর্থাৎ ২৩ অক্টোবরই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ ভৈরব স্টেশনের আউটারে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেসে উল্টো ইঞ্জিনের মালবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ যায় ১৭ জনের৷

বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ বলেন, ‘‘ধরেন, ঢাকা থেকে চট্টগ্রামে একটি ট্রেন গেল৷ ইঞ্জিনটি সামনে আছে৷ এখন ওই ট্রেনটি আবার ঢাকা আসার সময় শুধু ইঞ্জিনটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে সামনে লাগানো হবে৷ ট্রেনের বগি তো আর ঘোরানোর সুযোগ নেই৷  ইঞ্জিন ঘুরিয়ে আবার সামনে নিয়ে লাগানোর জন্য একটি টার্ন টেবিল ব্যবহার করা হয়৷ ওই টেবিলে করে ইঞ্জিনটি সামনে নিয়ে লাগানো হয়৷ কিন্তু টার্ন টেবিল নষ্ট হলে আর ইঞ্জিন ঘোরানো যায় না৷ ফলে ট্রেনটি পিছন দিক থেকে চালাতে বাধ্য হন চালকরা৷’’

তার কথা, ‘‘যে-কোনো যানবাহনের চালক থাকবে সামনে৷ কিন্তু এই টার্ন টেবিল অকেজো থাকায় ট্রেনের চালক থাকেন পিছনে৷ তার সামনে থাকে ইঞ্জিন ও বগি৷ ফলে তিনি সামনে সিগনাল না-ও দেখতে পারেন৷ ভৈরবের ক্ষেত্রে এরকম ঘটতে পারে৷ বলা হচ্ছে, চালক সিগনাল মানেননি৷ কিন্তু তিনি তো পেছনে বসে ট্রেন চালাচ্ছিলেন৷ তার সামনে ছিল ইঞ্জিন ও বগি৷ ফলে সিগনাল দেয়ার পর তার না দেখার সম্ভাবনা আছে৷’’

তিনি বলেন, ‘‘ট্রেনে দুইজন চালক থাকেন৷ তারা সামনের দিকে থাকলে সামনেটা তো ফাঁকা থাকে, ফলে সিগনাল, লেভেল ক্রসিং সবই দেখতে পান৷ কিন্তু পেছনের দিকে থাকলে একজন চালক কিছুই দেখবেন না৷ আরেকজন চালক যিনি সিগনালের দিকে থাকেন, তিনি হয়ত দেখবেন৷ তবে নানা কারণে যেমন গাছপালা, কুয়াশা বা অন্য কোনো কারণে তিনিও না দেখতে পারেন৷’’

বুয়েটের এই সহকারী অধ্যাপক বলেন, ‘‘সব বড় স্টেশন বা জংশনেই যেখানে ট্রেন ঘুরাতে হয়, সেখানেই টার্নিং টেবিল আছে৷ কিন্তু আমার জানা মতে অধিকাংশ টেবিলই অকেজো৷ ফলে আমরা প্রায়ই দেখি, চালক উল্টা দিক থেকে ট্রেন চালাচ্ছেন৷ আমরা দেখছি রেলের উন্নয়নে শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু টার্নিং টেবিল মেরামতের মতো অতি গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে না৷ এই উন্নয়ন দিয়ে কী হবে!’’

টার্ন টেবিল নষ্ট হলে আর ইঞ্জিন ঘোরানো যায় না: কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ

This browser does not support the audio element.

এ বিষয়ে কথা বলার জন্য রেলমন্ত্রী, রেল সচিব, রেলের মহাপরিচালক থেকে শুরু করে চট্টগ্রাম রেলের দয়িত্বশীল কাউকেই ফোনে পাওয়া যায়নি৷ তবে নাম প্রকাশ না করে রেলের একজন কর্মকর্তা বলেন, ‘‘টার্ন টেবিলগুলো অনেক দিন ধরেই নষ্ট৷ এগুলো মেরামতের কোনো চেষ্টাও নেই৷ এখন দুর্ঘটনা ঘটলো বলেই আলোচনায় এসেছে৷ এ রকম আরো অনেক জরুরি জিনিস অকেজো হয়ে পড়ে আছে রেলে৷’’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘‘পুরো রেলটাই এখন উল্টো দিকে চলছে৷ পেছনের দিকে চলছে৷ রেল লাইন নষ্ট, ইঞ্জিন নষ্ট, কোচ নষ্ট, টার্ন টেবিল নষ্ট৷ কিছুই মেরামত হচ্ছে না৷  অথচ রেলের পেছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে৷ এখানে টেবিলে টেবিলে কালো বিড়াল৷ উন্নয়নের টাকা তাদের পকেটে চলে যাচ্ছে৷’’

তার কথা, ‘‘এই প্রতিষ্ঠানে কোনো জবাবদিহিতা নেই৷ এখানে চলছে দুর্নীতির মচ্ছব, যার বলি হচ্ছেন যাত্রীরা৷ ভৈরবে দুর্ঘটনার দিন আমরা জানলাম রেল মন্ত্রী, সচিব, ডিজি সবাই বিদেশে৷ তাহলে প্রশ্ন হলো, সবাই বিদেশে থাকলে রেল চলবে কীভাবে?’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ