1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনক্যানাডা

যে কারণে বিদেশি শিক্ষার্থী গ্রহণ সীমিত করলো ক্যানাডা

২৩ জানুয়ারি ২০২৪

বিদেশি শিক্ষার্থী নেয়ার ক্ষেত্রে দুই বছরের জন্য সীমা নির্ধারণের ঘোষণা দিয়েছে ক্যানাডা৷ সাম্প্রতিক বছরগুলোতে অনেক শিক্ষার্থী নেয়ার কারণে আবাসনের সংকট দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়৷

ক্যানাডার একটি কলেজের গবেষণাগার শিক্ষার্থীরা
ক্যানাডায় পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই এশিয়ার দেশগুলোরছবি: Pond5 Images/Imago Images

পড়াশোনার জন্য এশিয়ার অনেক দেশের শিক্ষার্থীদের কাছেই পছন্দের দেশ ক্যানাডা৷ নানা সুযোগ-সুবিধা থাকায় সাম্প্রতিক বছরগুলোতে বিপুল ছাত্র-ছাত্রী পাড়ি জমিয়েছেন দেশটিতে৷ গত বছর প্রায় ১০ লাখ শিক্ষার্থীকে আসার অনুমতি দিয়েছিল ক্যানাডা, যা এক দশক আগের সময়ের তুলনায় তিনগুণ বেশি৷ কিন্তু এত শিক্ষার্থী থাকার জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত না করায় দেখা দিয়েছে সংকট৷ এবার তাই শিক্ষার্থীদের ভিসা এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার৷ সোমবার সেই ঘোষণাই দিয়েছেন অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার৷

কী  আছে পরিকল্পনায়

শিক্ষার্থীদের ভিসা দেয়ার ক্ষেত্রে দুই বছরের জন্য বার্ষিক সীমা নির্ধারণ করে দেবে সরকার৷ লক্ষ্য অনুযায়ী, ২০২৪ সালের জন্য তিন লাখ ৬৪ হাজার ভিসা দেয়া হবে৷

নতুন প্রস্তাবে স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাজের সুযোগও সীমিত করা হবে, যাতে তারা পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যেতে উৎসাহী হন৷ আগে কাজের অনুমতি পাওয়াকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ হিসেবে বিবেচনা করা হতো৷ তবে মাস্টার্স ও পোস্ট-ডক্টরেট শিক্ষার্থীরা তিন বছরের কাজের অনুমতির জন্য বিবেচিত হবেন৷

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী অন্য পর্যায়ের শিক্ষা যেমন স্নাতকের নীচে বা কলেজ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না বলে জানিয়েছেন মিলার৷

সেই সঙ্গে ২০২৫ সালের জন্য শিক্ষার্থীদের ভিসা আবেদনের বিষয়টিও চলতি বছরের শেষে নির্ধারণ করা হবে বলে জানান তিনি৷

কেন এমন কঠোর সিদ্ধান্ত

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে ক্যানাডা জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে৷ বিশেষ করে পড়াশোনা শেষে বিদেশিদের কাজের অনুমতির সহজ সুযোগ থাকায় অনেকেই পড়াশোনার জন্য দেশটিকে বেছে নিচ্ছেন৷ কিন্তু বিপুল শিক্ষার্থীর আগমনের কারণে সেখানে এখন আবাসন সংকট দেখা দিয়েছে৷ সরকারের পরিসংখ্যান দপ্তরের হিসাবে গত এক বছরে বাড়ি ভাড়া সাত দশমিক সাত শতাংশ বেড়েছে৷

মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তায় ক্রমশ ভাটা পড়ছে৷ বিষয়টিকে কাজে লাগিয়ে আগামী বছরের নির্বাচনের আগে জনমত জরিপে বেশ এগিয়ে গেছেন বিরোধী রক্ষণশীল নেতা Poilievre শিবির৷ বাড়ি ভাড়ার বিষয়টি ছাড়াও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়েও সরকারের উদ্বেগ রয়েছে৷ যার প্রেক্ষিতে এখন বিদেশি শিক্ষার্থীদের আগমন কমানোর সিদ্ধান্ত নিলো সরকার৷

কাদের উপরে নেতিবাচক প্রভাব পড়বে

এর ফলে ক্যানাডায় আসতে যাওয়া বিদেশি শিক্ষার্থীরাই যে শুধু বাধার মুখে পড়বেন তা নয়, ক্যানাডার সরকারও ক্ষতিগ্রস্ত হবে৷ বিদেশি শিক্ষার্থীরা প্রতি বছর ক্যানাডার অর্থনীতিতে এক হাজার ৬০০ কোটি ডলার যুক্ত করেন৷ বাড়তি শিক্ষার্থীর কথা ভেবে যেসব প্রতিষ্ঠান তাদের ক্যাম্পাস সম্প্রসারণ করেছে এই সিদ্ধান্ত তাদের উপরেও নেতিবাচক প্রভাব ফেলবে৷

ক্যানাডায় সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থীর বসবাস অন্টারিও শহরে৷ এখানকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, খুচরা বিক্রিতা প্রতিষ্ঠানগুলো বিক্রি কমে যাওয়ার আশঙ্কা করছে৷ শিক্ষার্থীরা কাজ করে এমন অস্থায়ী চাকরিতে কর্মীর ঘাটতি দেখা দিতে পারে৷

একটি লবি গ্রুপের হিসাব দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্যানাডার খাদ্য সেবা শিল্পের ১১ লাখ কর্মীর মধ্যে সাড়ে চার শতাংশের বেশি পূরণ করে বিদেশি শিক্ষার্থীরা৷ এরইমধ্যে ক্যানাডাজুড়ে রেস্তোরাঁগুলোতে এক লাখ কর্মীর ঘাটতি রয়েছে, যা সামনে আরো বেড়ে যেতে পারে৷

বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে লাভবান হয়েছে ক্যানাডার ব্যাংকগুলোও৷ কেননা দেশটিতে পড়াশোনার ব্যয়ভার বহনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে ২০ হাজার ক্যানাডিয়ান ডলার ব্যাংকে জমা রাখতে হয়৷ বিপুল শিক্ষার্থীর জমা টাকায় ব্যাংকগুলোর তাই লাভবান হয়েছে৷

এরইমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়৷ যেমন ইউনিভার্সিটি অব টরেন্টো এক বিবৃতিতে বলেছে, তাদের মতো স্বীকৃত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগপ্রাপ্তি অব্যাহত রাখতে এবং মূল বাধা অপসারণে সরকারের সব পর্যায়ের সাথে তারা কাজ করতে আগ্রহী৷  

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, ক্যানাডায় পড়তে আসা শিক্ষার্থীদের ৪০ ভাগই ভারতীয়৷ দ্বিতীয় অবস্থানে থাকা চীনের শিক্ষার্থী ১২ শতাংশ৷

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ