1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে কারণে মার্চেও শীতের অনুভূতি

৫ মার্চ ২০১৯

বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারির শুরুতে অথবা মধ্য ফেব্রুয়ারিতে শীত বিদায় নেয়৷ কিন্তু এবছর মার্চেও শীত অনুভূত হচ্ছে৷ বিশেষ করে রাতে এখনও লেপ, কম্বল গায়ে দিতে হচ্ছে৷ এর কারণ কী? এটা কি কোনো অস্বাভাবিক পরিস্থিতি?

Bangladesch Kältewelle Opfer
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এই প্রশ্নের জবাবে শুরুতেই আবহাওয়াবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা যা বলছেন তা হলো, এখন শীত নেই, শীতের অনূভুতি আছে৷ গড় তাপমাত্রা গত কয়েক বছর এই সময়ে একই রকম ছিল৷ তবে এবার এই সময়ে বৃষ্টি বেশি৷ তাই রাতের তাপমাত্রা কয়েক বছরের তুলনায় কম৷ আর সে কারণেই শীতের অনুভূতি আছে, শীত নয়৷ আর এটা আবহাওয়ার কোনো অস্বাভাবিক পরিবর্তন এখন পর্যন্ত বলা যায়না৷ কারণ অতীতেও এরকম হয়েছে৷

ফেব্রুয়ারির আবহাওয়া প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় শতকরা ১৬২ ভাগ বেশি বৃষ্টি হয়েছে সারাদেশে৷ পশ্চিমা লঘু চাপের সঙ্গে পূবালী বাতাসের সংযোগের কারণে বৃষ্টিপাত বেড়ে যায়৷ বিশেষ করে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সারা দেশে হালকা ও ভারী বর্ষণ হয়েছে৷ ছিল বজ্রপাত ও শিলাবৃষ্টি৷ এর আগে ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি বৃষ্টি হয়েছে৷ ৯ ফেব্রুয়ারি বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে৷ মার্চেও একই অবস্থা৷ প্রতিদিনই রাতে অথবা দিনে বৃষ্টি হয়েছে৷

তবে এবার শিলাবৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরিমাণ বেশি: রুহুল কুদ্দুস

This browser does not support the audio element.

‘অস্বাভাবিক কিছু নয়’ 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ডয়চে ভেলেকে বলেন, ‘‘গত বছর এই সময়ে গড় তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসই ছিল৷ এবছরও একই রকম৷ কিন্তু  রাতের তাপমাত্রা কমে যাচ্ছে, ১৩ ডিগ্রিতেও নেমে যাচ্ছে৷ এর কারণ হলো এবছর আগাম বৃষ্টি হচ্ছে৷ বৃষ্টির পরিমাণও বেশি৷ রাতের তাপমাত্রা কমে যাওয়ায় রাতে, সকালে ও সন্ধ্যায় শীত অনুভূত হচ্ছে৷ এটা অস্বাভাবিক কিছু নয়৷ এবছর যে ফেব্রুয়ারির ৯ তারিখে বৃষ্টি হয়েছে, গতবছরও কিন্তু এই সময়ে বৃষ্টি হয়েছে৷ তবে এবার শিলাবৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরিমাণ বেশি৷’’

তিনি আরো বলেন, ‘‘সাধারণভাবে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে শীত বিদায় নিলেও দেশের উত্তরাঞ্চলে ফাল্গুন, এমনকি চৈত্র মাসের প্রথম দিকেও সকালেও ও সন্ধ্যায় শীত অনুভূত হয়৷’’

‘কুয়াশা হওয়াটা ব্যতিক্রম'

এখনো পরিস্থিতিতে আগাম বৃষ্টি ছাড়া নতুন ধরণের কোনো পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে নেই: ড. তৌহিদা রশীদ

This browser does not support the audio element.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তৌহিদা রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বৃষ্টিপাত, তাপমাত্রা এইসব বিষয় বিবেচনা করা ছাড়াও আমাদের অনুভূতির বিষয় আছে৷ সেটাকে আমরা বলি ফিলিং টেম্পারেচার৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই সময়ে গত বছরের মতোই আছে৷ এখন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমছে৷ ফলে শীত অনুভূত হচ্ছে৷ এটাকে আমরা এখনো কোনো অস্বাভাবিক পরিস্থিতি মনে করছিনা৷’’

তিনি বলেন, ‘‘তবে আমরা ডাটাগুলো নিয়ে তুলনা করে দেখছি৷ কারণ গতকাল (৪ মার্চ) কুয়াশা ছিল৷ এটা একটু ব্যতিক্রম৷ এটা কেন হলো? আমাদের বিশ্লেষণ করে তথ্য পেতে ২-১ দিন সময় লাগবে৷’’

তাঁর মতে, ‘‘এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে আগাম বৃষ্টি ছাড়া আর নতুন ধরণের কোনো পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে নেই৷’’

কৃষিতে প্রভাব

জলবায়ু পরিবর্তনের কারণে এমন হচ্ছে সেটা বলার সময় এখনো আসেনি: গওহর নাইম ওয়ারা

This browser does not support the audio element.

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নাইম ওয়ারা ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা আবহাওয়ার স্বাভাবিক চরিত্র৷ কয়েক বছর পরপরই ফাল্গুন মাসের শুরুতে বৃষ্টিপাত হয়৷ এটা প্রতি চার বছর পর পর একটা সাইকেল আছে৷ আমাদের ওইভাবে প্রস্তুতি না থাকায় হঠাৎ বা নতুন মনে হয়৷ খনা বলেছেন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূণ্য দেশ৷ যদি মাঘের শেষে বা ফাল্গুনের শুরুতে বৃষ্টির প্রবণতা না থাকতো তাহলে হাজার বছর আগে খনা জানলেন কীভাবে?’’

তিনি বলেন, ‘‘তবে আমাদের চাষাবাদের পদ্ধতিতে পরিবর্তন আসায় এই বৃষ্টিতে আলুর ক্ষতি হচ্ছে৷ পিয়াজ, রসুনের ক্ষতি হচ্ছে৷ কারণ এগুলো এখনো মাঠে আছে৷ তবে শিলাবৃষ্টি না হয়ে স্বাভাবিক বৃষ্টি হলে লিচু এবং আমের জন্য ভালো৷ ইটভাটার ক্ষতি হচ্ছে৷ এখানে মালিকের চেয়ে শ্রমিকের ক্ষতি হচ্ছে বেশি৷ কারণ ইট পোড়ানোর ভাটার মধ্যে কাঁচা ইট ঢোকানোর পর টাকার হিসাব করা হয়৷ বৃষ্টিতে আগেই কাঁচা ইট নষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে এবার আগাম বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইটভাটার শ্রমিকরা৷’’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের কারণে এমন হচ্ছে সেটা বলার সময় এখনো আসেনি৷’’

মঙ্গলবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে৷ সোমবার রাতে এবং মঙ্গলবার দিনে বৃষ্টি হয়েছে৷ মঙ্গলবার ভোররাতে এবং সকালে সারাদেশে শীত অনুভূত হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ