1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে কারণে ল্যোভেই ভরসা জার্মানির

১৭ জুন ২০১৮

গত ১২ বছর ধরে জার্মান জাতীয় ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভ৷ বর্তমানে ইউরোপে আর কোনো দেশে এত দীর্ঘদিন সময় ধরে থাকা কোচ নেই৷ কেন তাঁর উপর এত ভরসা রেখেছে জার্মানি?

Fußball Länderspiel Deutschland - Saudi-Arabien Joachim Löw
ছবি: picture-alliance/dpa/GES/M. I. Guengoer

একটা কারণ, তিনি অতীত থেকে শিক্ষা আর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে বর্তমানের জন্য তাঁর খেলোয়াড়দের প্রস্তুত করেন৷ ল্যোভ নিজেই জানিয়েছেন, তিনি নিজেকে স্বপ্নচারী হিসেবে দেখেন৷ জার্মানির ফুটবল প্রকাশনা ‘কিকার'কে তিনি বলেন, ‘‘নিজেদের প্রতিযোগিতামূলক রাখতে হলে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে৷ কয়েক বছর পর কেমন ধরনের ফুটবল খেলা হবে, সেসবের উত্তর আমাদের জানা থাকতে হবে৷''

২০০৪ সালে প্রথম জাতীয় দলের সঙ্গে যুক্ত হন ল্যোভ৷ সেই সময় ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এরপর ২০০৬ বিশ্বকাপের পর জার্মানির পুরো দায়িত্ব পান তিনি৷ সেই থেকে এখন পর্যন্ত সাতটি বড় টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করেন ল্যোভ৷ প্রতিটিতেই দলকে অন্তত সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন৷রাশিয়া বিশ্বকাপে জার্মানি রবিবার মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে৷ বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও অস্ট্রিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে জার্মানি জয় পায়নি৷ সৌদি আরবের সঙ্গে খেলা শেষ প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ও সন্তোষজনক ছিল না৷ তবে ল্যোভ সেসব নিয়ে চিন্তিত নন৷ ‘‘ওসব ম্যাচ নিয়ে আমি চিন্তিত নই৷ ওয়ার্ম-আপ খেলাতে ফলাফল গুরুত্বপূর্ণ নয়৷ আমি শুধু দেখতে চেয়েছি, খেলোয়াড়রা কীভাবে আমার কথা বাস্তবায়ন করছে৷ আসলে আমি সেসব খেলা থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছি,'' জানান ল্যোভ৷

দীর্ঘসময় ধরে জার্মানির দায়িত্বে থাকায় ল্যোভ খেলোয়াড়দের নিয়ে ভাবতে পেরেছেন, তাদের দূর্বলতাগুলো কাটিয়ে ওঠার পরিকল্পনা করতে পেরেছেন৷ এমন সুযোগ সাধারণত ক্লাব পর্যায়ের কোচেরা পেয়ে থাকেন৷ কারণ তাঁরা প্রতিদিন খেলোয়াড়দের সঙ্গে থাকেন৷

ল্যোভ দীর্ঘদিন কোচ থাকার কারণে যে জার্মানি লাভবান হয়েছে, সেটি ইংল্যান্ড কোচের নজরে এসেছে৷ ‘কিকার'কে তিনি বলেছেন, ‘‘সে কারণে জার্মান খেলোয়াড়দের মধ্যে বড় ক্লাবের মানসিকতা গড়ে উঠেছে৷ এবং তাঁরা জেতার জন্যই মাঠে নামে৷''

মাট ফোর্ড/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ