1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সতর্ক যুক্তরাষ্ট্র

গেরো স্লিশ/এপিবি৬ আগস্ট ২০১৩

সম্প্রতি আল-কায়েদার হুমকির মুখে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৯টি দূতাবাস ১০ আগস্ট পর্যন্ত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে আল-কায়েদা আরো শক্তিশালী হবে এবং এই সমস্যা আরো জোরালো হবে৷

ছবি: Jack Guez/AFP/GettyImages

গত এক দশকের মধ্যে এটাকেই যুক্তরাষ্ট্রের নেয়া সবচেয়ে বড় সতকর্তামূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ব্রুস রিদেল৷ সিআইএ-র এই সাবেক সদস্য ডয়চে ভেলেকে জানান, এই হুমকির কারণে কেবল যুক্তরাষ্ট্র নয়, অনেক ইউরোপীয় দেশ সাময়িকভাবে তাদের কূটনৈতিক কাযর্ক্রম বন্ধ রেখেছে - যা পুরো আগস্ট মাস ধরেই চলবে বলে মনে করছেন তিনি৷ বলছেন, এটা সত্যিই আশঙ্কার কথা৷

সম্প্রতি আল-কায়েদার শীর্ষ নেতাদের পারস্পরিক যোগাযোগ শনাক্ত করতে সক্ষম হয়েছে গোয়েন্দারা৷ এ ধরণের যোগাযোগ নাইন ইলেভেনের সময়ও হয়েছিল৷ অবশ্য পরে সেটা বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্র৷

এই হুমকিকে যে যুক্তরাষ্ট্র ভালোমতোই আমলে নিয়েছে তা ওবামা প্রশাসনের দুটি পদক্ষেপ থেকে বোঝা যায়৷ এর একটি হচ্ছে, গত সপ্তাহে ২১টি দূতাবাস বন্ধ রাখার পর সেই মেয়াদ আবার বাড়ানো৷ আর অন্যটি, বিশ্বজুড়ে নাগরিকদের চলাফেরার ওপর সতকর্তা জারি৷

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করায় যুক্তরাষ্ট্রের কিছু দূতাবাস আপাতত বন্ধছবি: picture-alliance/dpa

এই ঘোষণার পর জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ বিদেশে তাদের দূতাবাস বন্ধ করে দেয়৷ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা ডি ডাব্লিউকে নিশ্চিত করেছেন, মার্কিন নিরাপত্তা সংস্থা এনএসএ সন্ত্রাসী নেটওয়ার্ক খুজে বের করার কাজ করছে৷ তবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে এরই মধ্যে বেশ সমালোচনার মুখে রয়েছে সংস্থাটি৷ সন্ত্রাসী নেটওয়ার্ক খুঁজতে টেলিফোনে কথোপকথন এবং ইমেইলে চোখ রাখছে তারা৷

সন্ত্রাসী হুমকির ফলে মার্কিন প্রশাসনের এই প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, তাদের একজন তথ্যদাতা দরকার যিনি সন্দেহভাজনদের চিহ্নিত করতে সাহায্য করবেন৷ তবে তারা বলছেন যুক্তরাষ্ট্রের আচরণ দেখে এটাই বোঝা যাচ্ছে, তারা আসলেই জানে না কোথায়, কখন এই হামলার পরিকল্পনা করা হয়েছে৷

বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহে ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় ৯ ব্যক্তির মৃত্যুর পর এর প্রতিশোধ হিসেবে আরব দেশগুলোর আল-কায়েদা এবং তাদের সমর্থকরা এ হামলার পরিকল্পনা করে থাকতে পারে৷ আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির একটি অডিও বিবৃতির পরই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ