1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফেরত চাই’

৩০ এপ্রিল ২০১২

ইলিয়াস আলীর স্ত্রী যে কোন শর্তে তাঁর স্বামীকে ফেরত চেয়েছেন৷ এদিকে বোমা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে৷

ছবি: Harun Ur Rashid

রোববার প্রথম দিনের হরতালে সচিবালয়ে বোমা হামলা এবং রাজধানীতে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে গভীর রাতে শাহবাগ এবং তেজগাঁ থানায় ২ টি মামলা হয়৷ মামলা দুটিতে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গায়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থসহ মোট ৭২ জনকে আসামি করা হয়েছে৷

পুলিশ ভোর রাতে মির্জা ফখরুলের উত্তরার বাসায় তল্লাশী চালায়৷ কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না৷ মামলার ২ জন আসামি কামরুজ্জামান রতন এবং রেহানা আক্তারকে গ্রেফতার করা হয়েছে৷ মামলার ব্যাপারে পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, তারা বেআইনি কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন৷

তবে বিএনপি নেতা রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, এই মামলা ষড়যন্ত্রমূলক৷ সরকার গায়ের জোরে দেশ চালাতে চাইছে৷

জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রমূলক নয়, পুলিশ সঠিক মামলাই করেছে৷

এদিকে ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে দ্বিতীয় দিনের হরতালের শেষ দিনে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে৷ রাজধানীতে বেশকিছু গাড়ি ভাঙচুর হয়েছে৷

সকাল থেকেই পুলিশ নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে৷ সেখান থেকে বিএনপি নেতা এবং সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল ইসলাম সহ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে৷ তবে মামলার কারণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের মাঠে দেখা যায়নি৷

অন্যদিকে নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি যে কোন শর্তে ইলিয়াস আলীকে জীবিত ফেরত পাওয়ার আবেদ জানিয়েছেন৷ তিনি এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান৷

গত ১৭ই এপ্রিল রাতে ইলিয়াস আলি এবং তার গাড়ি চালক নিখোঁজ হন৷ এর পর থেকেই বিএনপি তাঁকে উদ্ধারের দাবিতে আন্দোলন করে আসছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ