1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্মসূচি সফল করতে চায় বিএনপি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ ডিসেম্বর ২০১৩

বিরোধী দলের ‘ঢাকা চলো’ কর্মসূচিকে সামনে রেখে সারা দেশ থেকে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে৷ বাস ও লঞ্চের পাশাপাশি ট্রেনও চলাচল করছে না৷ এমনকি ঢাকার মধ্যে সিটি সার্ভিসও বন্ধ৷

Blockade Leiden Bangladesch
শুক্রবার রাত থেকেই দূরপাল্লার বাস, মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেছে (ফাইল ছবি)ছবি: DW/Mustafiz Mamun

বিরোধী দল বিএনপি বলছে, রবিবারের কর্মসূচি পণ্ড করতে এবার সরকারই সারা দেশে অবরোধ করেছে৷ তবে তারা যে-কোনো মূল্যে কর্মসূচি সফল করার কথা বলছেন৷ আর আওয়ামী লীগ এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে৷

ঢাকা বিচ্ছিন্ন

সারা দেশের মহাসড়কে এখন ঢাকামুখী যাত্রীবাহী কোনো যানবাহন নেই৷ শুক্রবার রাত থেকেই দূরপাল্লার বাস, মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেছে৷ আর লঞ্চও চলাচল করছে না৷ নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করে দেয়া হয়েছে রেল যোগাযোগও৷ ঢাকার ভিতরেও কোনো বাস, মিনিবাস চলছে না৷ পুরো দেশই এখন নতুন এক অবরোধের শিকার৷

রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে (ফাইল ছবি)ছবি: Munir uz Zaman/AFP/Getty Images

বিরোধী দল বিএনপি একে বলছে ‘সরকারের অবরোধ'৷ রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে সারা দেশের বিরোধী নেতা-কর্মীরা যাতে যোগ দিতে না পারেন, সেজন্যই সরকার এই ব্যবস্থা করেছে বলে তাদের অভিযোগ৷

তবে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ ডয়চে ভেলের কাছে দাবি করেছেন, তারা নিরাপত্তার কারণেই তাদের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন৷ সরকারের দিক থেকে কোনো চাপ নেই৷

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, সরকার দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিরোধী দলের নেতা-কর্মীদের ঢাকায় আসতে দিচ্ছে না৷ তারা যাতে ঢাকায় আসতে না পারেন সেজন্য সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে৷ এতদিন সরকার বিরোধী দলের অবরোধ, হরতালের সমালোচনা করলেও এবার বিরোধী দলের শান্তিপূর্ণ গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি ঠেকাতে সরকার নিজেই অবরোধ ডেকেছে৷ তিনি বলেন, যতই বাধা আসুক রিরোধী দল যে-কোনো মূল্যে এই কর্মসূচি সফল করবে৷

মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, সরকার সারা দেশে অঘোষিত ১৪৪ ধারা জারি করেছে৷ তবে তিনি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে রবিবার সবাইকে বেরিয়ে এসে নয়া পল্টনে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন৷

তল্লাশি অভিযান

ঢাকাসহ সারা দেশে পুলিশের ধরপাকড় এবং তল্লাশি অভিযান অব্যাহত আছে৷ পুলিশ ও র‌্যাব রাজধানীতে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করছে৷ অভিযান চলছে ঢাকার প্রবেশপথসহ আশপাশ এলাকায়৷ বিশেষ করে নগরীর আবাসিক হোটেলগুলোর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর বেশি৷ হোটেলগুলোকে নতুন বোর্ডার নিতে নিরুৎসাহিত করছে পুলিশ৷ আর নতুন কেউ হোটেলে সিট নিলে কাছের থানায় রিপোর্ট করতে বলা হয়েছে, বলে ডয়চে ভেলেকে জানান কয়েকজন হোটেল ম্যানেজার৷

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, গত ২৪ ঘণ্টায় যৌথবাহিনীর অভিযানে দু'শরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে৷ রাজধানীতে যাতে নাশকতার কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্য তারা সতর্ক রয়েছেন৷ তবে রাজধানীতে বাস, মিনিবাস চলাচল কেন বন্ধ, তার কোনো জবাব দিতে পারেননি তিনি৷ তাঁর দাবি, এটা পরিবহণ মালিকরা ভাল জানেন৷

প্রতিহত করার আহ্বান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের রবিবারের কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে৷ তারা কোনোভাবেই এই কর্মসূচি সফল হতে দেবেন না, বলে ঘোষণা দিয়েছেন৷

আওয়ামী লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শনিবার বলেছেন, রবিবার ঢাকার ৮টি পয়েন্ট দিয়ে মাছিও প্রবেশ করতে পারবে না৷ তিনি জানান এজন্য দলীয় নেতা-কর্মীদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে৷ কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি৷

অনুমতি দেয়নি পুলিশ

ঢাকা মহানগর পুলিশ বিরোধী দলের রবিবারের কর্মসূচির জন্য এখনো অনুমতি দেয়নি৷ দুদিন আগে জানানো হয়েছে, কোনো অনুমতি দেয়া হবে না৷ আর খালেদা জিয়াকে তাঁর দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না৷ নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে রবিবার সকাল ১০টা থেকে সবাইকে সমবেত হতে বলা হলেও তা এখনও পুলিশের কব্জায় আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ