1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রকে জবাব দেবে চীন

৬ এপ্রিল ২০১৮

চীনা পণ্যের ওপর আরো একশ' বিলিয়ন ডলার শুল্ক আরোপের হুমকির জবাবে চীন বলেছে, যে কোনো মূল্যে এই বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় তারা৷ 

Symbolbild zur drohenden Zuspitzung des Handelskrieg s zwischen den Vereinigten Staaten von Amerika
ছবি: imago/R. Peters

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রোর হুমকির জবাব দেয়া হয়৷ সেখানে বলা হয়, ‘‘যদি চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির পরও যুক্তরাষ্ট্র তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যায়, তাহলে এর শেষ দেখে ছাড়বে চীন৷''

বলা হয়, ‘‘আমরা বাণিজ্য যুদ্ধ চাই না, কিন্তু সে যুদ্ধে অংশ নিতে আমরা ভীত নই৷''

এর আগে, গত মঙ্গলবার চীনের বিরুদ্ধে মেধাসত্ত্ব ও প্রযুক্তি চুরির অভিযোগ এনে যুক্তরাষ্ট্র তাদের দেশে চীনের রপ্তানির ওপর ৫০ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আরোপ করে একটি তালিকা প্রকাশ করে৷ চীন যুক্তরাষ্ট্রে মূলত কারখানার যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে৷

পরদিন চীন তাদের দেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্য, যেমন সয়াবিন, গাড়ি ও ছোট বিমানের ওপর ৫০ বিলিয়ন শুল্ক আরোপ করে৷

এরপর দিনই আবার ট্রাম্প বেইজিংয়ের ওপর কর আরো দ্বিগুণ বাড়ানোর হুমকি দেন৷ ওয়েবসাইটে তার জবাবই আজ দিলো চীন৷

বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘‘আচরণ ঠিক করার পরিবর্তে চীন আমাদের কৃষক ও শিল্পমালিকদের ক্ষতি করার পথ বেছে নিয়েছে৷''

ট্রাম্প জানান যে, চীনের এমন অন্যায্য আচরণের জবাবে ‘আরো একশ' বিলিয়ন ডলার' শুল্ক আরোপ করা যায় কি না তা ক্ষতিয়ে দেখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি৷

মার্কিন প্রেসিডেন্ট অবশ্য আলোচনায় বসতেও রাজি আছেন৷ তবে সেজন্য ‘অবাধ, সুষ্ঠু ও পরিপূরক' বাণিজ্য নিয়ে আলোচনার সুযোগ থাকতে হবে৷

চীন বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও-তে ট্রাম্পের প্রথমবারের শুল্ক আরোপের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে৷ তারা ডাব্লিউটিও-র বিরোধ নিষ্পত্তি ইউনিটের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তাব জানায়৷

পাল্টাপাল্টি শুল্ক আরোপের এ সব ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি৷ তবে বলাই বাহুল্য এগুলো চালু হলে তা পুরো বিশ্বের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে৷

এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের পুঁজিবাজারগুলোতে৷

জেডএ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ