1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে খেলায় আর্জেন্টিনা হারে বাংলাদেশের কাছে

২০ অক্টোবর ২০১৬

হ্যাঁ, এমনটাই ঘটেছে সম্প্রতি৷ বাংলাদেশ দলের কাছে নাস্তানাবুদ হয়েছে আর্জেন্টিনা৷ সেই টুর্নামেন্টে অবশ্য কোনো ম্যাচেই জেতেনি মেসির দেশ আর্জেন্টিনার খেলোয়াড়রা৷ টুইটারে সেই খেলা নিয়ে আলোচনাও চলছে বেশ৷

Indien Kabaddi – Indiens alter Volkssport
ছবি: DW/S. Petersmann

বলছি কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলার কথা৷ ভারতের আহমেদাবাদে মেসির দেশের কাবাডি টিমকে বাংলার টাইগাররা হারিয়েছে ৬৭-২৬ ব্যবধানে৷ টুইটারে সেকথা জানিয়েছেন অনেকে৷

এই জয় সন্তুষ্টির হলেও তাতে অবশ্য শেষরক্ষা হয়নি বাংলাদেশের৷ পাঁচটি ম্যাচ জেতার পরও সেমিফাইনাল অবধি পৌঁছাতে পারেনি দলটি, যদিও কাবাডি  বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রামাঞ্চলে খেলাটি এখনো জনপ্রিয়৷ সেমিফাইনালে পৌঁছানো দলগুলো হচ্ছে:

বলাবাহুল্য, ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ যতটা আলোড়ন সৃষ্টি করে, কাবাডির বিশ্বকাপ ততটা করতে পারেনি৷ তা সত্ত্বেও চেষ্টার কমতি নেই৷ ভারত এই নিয়ে টানা তৃতীয়বার কাবাডি (স্টান্ডার্ড স্টাইল) বিশ্বকাপের আয়োজন করেছে৷ আগের দু'বার চ্যাম্পিয়নও ছিল তারা৷ বাংলাদেশ ছিল তৃতীয় অবস্থানে৷

টুইটারে ইংরেজিতে #২০১৬কাবাডিওয়ার্ল্ডকাপ  হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই টুইট করছেন৷ দুই টেলিভিশন হোস্ট তাদের অ্যাকাউন্ট থেকে খেলার আয়োজন সংক্রান্ত ছবির পাশাপাশি পোস্ট করেছেন নিজেদের কাবাডি সেলফিও!

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ