1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে গান শুনলে যখনতখন নাচতে হয়

১৭ জুলাই ২০১৭

বাজারসদাই, খাওয়াদাওয়া সব ছেড়ে নাচতে হয়৷ এ যেন এক ম্যাজিকের মতো ব্যাপার৷ ‘ডেসপাসিটো' শুনলেই নাচতে শুরু করে ছোট্ট খুকি নিয়ানা৷

USA Dallas Flughagen Muslime Einreisestop
প্রতীকী ছবিছবি: Reuters/L. Buckman

জানি জানি, অনেকের পছন্দ নন জাস্টিন বিবার৷ কিন্তু সেই অনেকে আসলে ইন্টারনেট প্রজন্মের প্রতিনিধিত্ব করেন না৷ আরা যারা করেন, তাদের কাছে অতিপছন্দের শিল্পী জাস্টিন বিবার৷ সেই বিবার, লুইস ফন্সি আর আর ড্যাডি ইয়াংকি-র ‘ডেসপাসিটো' গানটি এখন রীতিমত হিট৷

গানটাই এমন যে, শুনলে যে কারো নাচতে মন চায়৷ নিয়ানা এবং তার ভাই ব়্যাঞ্জ তো এমনিতেই নাচানাচির জন্য ইন্টারনেটে বিখ্যাত৷ ছোট্ট এই ভাইবোনের জুটি ইন্টারনেটে কিছু প্রকাশ করলে তা হিট হতে বেশি সময়ও লাগে না৷ যেমনটা ঘটেছে নিয়ানার ডেসপাসিটো গানের তালে যখনতখন নাচের ভিডিও নিয়ে৷

ইউটিউবে ইতোমধ্যে তার নাচের ভিডিওটি দেখা হয়েছে এক কোটি বিশ লাখ বারের বেশি৷ আর ফেসবুকে ছয় কোটি বারের বেশি৷ এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমও সেটি প্রকাশ করেছে৷ চলুন, ভিডিওটা দেখে নেয়া যাক৷ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু!

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ