1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে গান শুনলে যখনতখন নাচতে হয়

১৭ জুলাই ২০১৭

বাজারসদাই, খাওয়াদাওয়া সব ছেড়ে নাচতে হয়৷ এ যেন এক ম্যাজিকের মতো ব্যাপার৷ ‘ডেসপাসিটো' শুনলেই নাচতে শুরু করে ছোট্ট খুকি নিয়ানা৷

USA Dallas Flughagen Muslime Einreisestop
প্রতীকী ছবিছবি: Reuters/L. Buckman

জানি জানি, অনেকের পছন্দ নন জাস্টিন বিবার৷ কিন্তু সেই অনেকে আসলে ইন্টারনেট প্রজন্মের প্রতিনিধিত্ব করেন না৷ আরা যারা করেন, তাদের কাছে অতিপছন্দের শিল্পী জাস্টিন বিবার৷ সেই বিবার, লুইস ফন্সি আর আর ড্যাডি ইয়াংকি-র ‘ডেসপাসিটো' গানটি এখন রীতিমত হিট৷

গানটাই এমন যে, শুনলে যে কারো নাচতে মন চায়৷ নিয়ানা এবং তার ভাই ব়্যাঞ্জ তো এমনিতেই নাচানাচির জন্য ইন্টারনেটে বিখ্যাত৷ ছোট্ট এই ভাইবোনের জুটি ইন্টারনেটে কিছু প্রকাশ করলে তা হিট হতে বেশি সময়ও লাগে না৷ যেমনটা ঘটেছে নিয়ানার ডেসপাসিটো গানের তালে যখনতখন নাচের ভিডিও নিয়ে৷

ইউটিউবে ইতোমধ্যে তার নাচের ভিডিওটি দেখা হয়েছে এক কোটি বিশ লাখ বারের বেশি৷ আর ফেসবুকে ছয় কোটি বারের বেশি৷ এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমও সেটি প্রকাশ করেছে৷ চলুন, ভিডিওটা দেখে নেয়া যাক৷ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু!

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ