অধিকাংশ ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিনটনের মত পরস্পরের বিপরীত৷ কিন্তু এমন তিনটি বিষয় আছে যেখানে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বাস্তবিক একমত৷
বিজ্ঞাপন
মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতা
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে বড় চমকগুলির মধ্যে একটি হলো এই যে, উভয় প্রেসিডেন্ট পদপ্রার্থী মুক্ত বাণিজ্যের বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করেছেন৷ ট্রাম্প আর ক্লিনটন দু'জনেই ঘোষণা করেছেন যে, প্রেসিডেন্ট হিসেবে তাঁরা টিপিপি বা ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি আটকে দেবেন, যদিও এই চুক্তি নিয়ে যাবতীয় আলাপ-আলোচনা ইতিমধ্যেই সাঙ্গ৷
ব্যাপারটা লক্ষণীয়, কেননা, যেমন ডেমোক্র্যাট, তেমনি রিপাবলিকানরা প্রথাগতভাবে মুক্ত বাণিজ্য সমর্থন করে এসেছে৷ রিপাবলিকান দল তো চিরকালই নিজেদের মুক্ত বাণিজ্যের প্রবক্তা হিসেবে গণ্য করে৷ ডেমোক্র্যাটরা মুক্ত বাণিজ্য সম্পর্কে অতটা উৎসাহী না হলেও, বিল ক্লিনটনের প্রেসিডেন্সি চলাকালীন উত্তর অ্যামেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিতর্কিত বিল পাশ হওয়ার পিছনে ছিল ডেমোক্র্যাটরা৷
ডোনাল্ড ট্রাম্পের মজার ৯টি উক্তি
ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ যা-ই করুন, তিনি যে পুরোদস্তুর একজন এন্টারটেইনার বা বিনোদনকারী তা আপনিও হয়ত মানবেন৷ এবার ছবিঘরে থাকছে তার অদ্ভুত ও মজার কিছু উক্তি৷
ছবি: Getty Images/B. Pugliano
৭/১১?
‘‘আমি ওখানেই ছিলাম, আমি দেখছিলাম পুলিশ আর দমকলবাহিনী ছোটাছুটি করছে৷ ৭/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার ঠিক পর মুহূর্তের ঘটনা৷’’ ট্রাম্প আসলে ৯/১১-র কথা বলতে গিয়ে ভুল তারিখ বলেছিলেন৷
ছবি: Reuters/C. Allegri
গোপনাঙ্গের ইঙ্গিত
‘‘এই হাতগুলোর দিকে তাকান, এগুলো ছোট? (রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মার্কোর উদ্দেশে) সে বলেছে, যেহেতু আমার হাতগুলো ছোট, তাই অন্য অঙ্গগুলোও ছোট৷ কিন্তু আমি বলছি, না, সেখানে কোনো সমস্যা নেই৷’’ (আসলে ট্রাম্প এখানে পুরুষাঙ্গ বোঝাতে চেয়েছেন৷)
ছবি: Reuters/M. Segar
অন্যের স্ত্রীর ঢাক পেটানো
প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের উদ্দেশ্যে টুইটারে: ‘‘টেড আমার স্ত্রী মেলানিয়ার একটি ছবি তার প্রচারণায় ব্যবহার করেছেন৷ সাবধান টেড, আমিও তোমার স্ত্রীর ঢাক পেটাতে পারি৷’’
ছবি: Reuters/M. Segar
মেয়ে
‘‘ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি তার সঙ্গে হয়ত প্রেম করতাম৷’’ ইভাঙ্কা ট্রাম্পের বয়স ৩৪ বছর৷
ছবি: picture-alliance/AP Photo/J. Scott Applewhite
হিলারির স্বামী সন্তুষ্টি
‘‘হিলারি যেখানে নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, সেখানে পুরো অ্যামেরিকার জনগণকে কীভাবে সন্তুষ্ট করবেন?’’ ট্রাম্পের ইশারা বিল ক্লিনটন আর মনিকার সেই স্ক্যান্ডালের প্রতি৷
ছবি: DW/R. Spina
হিলারি প্রসঙ্গ
‘‘হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আসলে ‘নারী’ স্ট্যাম্প এর জন্য৷ সত্যি কথা হলো, তিনি যা অঙ্গীকার করছেন, তার কিছুই দিতে পারবেন না৷ যদি হিলারি পুরুষ হতেন, তাহলে ৫ ভাগও ভোট পেতেন না৷ তিনি নারী বলেই এত ভোট পাচ্ছেন৷ আর মজার ব্যাপার হলো, নারীরা তাকে একদম পছন্দ করেন না৷’’
ছবি: Getty Images/S. Platt
বারাক ওবামার জন্মনিবন্ধন জাল
‘‘একটা গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বারাক ওবামার জন্ম নিবন্ধন আসলে জাল-’’ ট্রাম্পের উদ্দেশ্য ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রে নয় তা খুঁজে বের করা এবং মানুষকে জানানো৷
ছবি: Getty Images/J.-J. Mitchell
ট্রাম্পের আইকিউ
‘‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ দুঃখিত, এ নিয়ে আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ, এতে আপনাদের কোনো হাত নেই৷’’
ছবি: picture alliance/AP Photo/E. Vucci
মেক্সিকোর মানুষ
‘‘যখন মেক্সিকো যুক্তরাষ্ট্রে মানুষ পাঠায়, তারা তাদের সেরা মানুষদের পাঠায় না৷ এমন মানুষদের পাঠায় যাদের সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেয়৷ সেইসব মানুষ মাদক আনে, অপরাধ আনে, পাশাপাশি তারা ধর্ষক৷ কেবল অল্প কয়েকজন ভালো মানুষ৷’’
ছবি: Getty Images/B. Pugliano
9 ছবি1 | 9
দ্বিতীয়ত, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিন্টন নিজেই টিপিপি সংক্রান্ত আলাপ-আলোচনায় অংশ নিয়েছেন৷ কিন্তু ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচনের প্রথম পর্যায়ে বার্নি স্যান্ডার্সের মুখোমুখি হয়ে তিনি তাঁর অবস্থান বদলাতে বাধ্য হন৷ কাজেই ক্লিনটন আজ টিপিপি বিরোধী৷ অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বারংবার বিষোদ্গার করেছেন, মার্কিন কোম্পানিগুলো তাদের উৎপাদন মেক্সিকোর মতো দেশে ‘আউটসোর্স' করেছে বলে, অথচ তিনি নিজেও তার ব্যবসায়ে ঠিক তা-ই করে থাকেন৷
যুক্তরাষ্ট্রের অবকাঠামোয় বিনিয়োগ
মার্কিন যুক্তরাষ্ট্রে রাস্তাঘাট, সেতু, বিমানবন্দর বা জলপথগুলির জীর্ণদশা৷ কাজেই অবকাঠামোর উন্নতি ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন ক্লিনটন ও ট্রাম্প, উভয়েই৷ ক্লিনটন জানিয়েছেন, তিনি অবকাঠামোর আধুনিকীকরণে পাঁচ বছরে মোট ২৭৫ বিলিয়ন ডলার ব্যয় করবেন৷ ট্রাম্প বলেছেন, তিনি অন্তত তার দ্বিগুণ ব্যয় করবেন অবকাঠামোর উন্নতিসাধনে৷ উভয়েরই প্রত্যাশা যে, এই বিনিয়োগের ফলে হাজার হাজার নতুন চাকুরি সৃষ্টি হবে৷ অবকাঠামোর উন্নতি ভোটারদের কাছেও গুরুত্বপূর্ণ: সাম্প্রতিক এক জরিপে ৬৮ শতাংশ রিপাবলিকান, ৭০ শতাংশ ইন্ডিপেন্ডেন্ট ও ৭৬ শতাংশ ডেমোক্র্যাট ভোটাররা এই মত প্রকাশ করেছেন যে, ওয়াশিংটনের দেশের অবকাঠামোর উন্নতি ঘটানো উচিৎ৷
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
২০১৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল নারীদের তালিকা প্রকাশ করেছে মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’৷ চলুন দেখে নেই তালিকায় কে কে আছেন৷
ছবি: picture-alliance/dpa/O. Douliery
আঙ্গেলা ম্যার্কেল
ফোর্বস-এর বিবেচনায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী৷ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld
হিলারি ক্লিন্টন
মার্কিন প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট হিলারি ক্লিন্টনকে তালিকায় দ্বিতীয় অবস্থানে রেখেছে ফোর্বস৷ একসময়কার ফার্স্ট লেডি সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ ২০১৬ সালে ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি৷
ছবি: Reuters/S. Morgan
মেলিন্ডা গেটস
বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস৷ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৩ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দান করেছে ফাউন্ডেশনটি৷
ছবি: picture-alliance/AP Photo/E. Agostini
জেনেট ইয়েলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জেনেট ইয়েলেন৷ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী চেয়ার তিনি৷
ছবি: Reuters/J. Ernst
মেরি বাররা
জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বাররা৷ তাঁর নের্তৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি৷
ছবি: DANIEL ROLAND/AFP/Getty Images
ক্রিস্টিন লাগার্দ
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ৷ সর্বশেষ বৈশ্বিক আর্থিক মন্দার সময় সদস্য রাষ্ট্রগুলোকে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে আইএমএফ৷
ছবি: picture-alliance/AP Photo/R. Abd
ডিলমা রুসেফ
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট তিনি৷ বর্তমানে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন৷ ফোর্বস-এর তালিকায় তাঁর অবস্থান সপ্তম৷
ছবি: Getty Images/AFP/Evaristo Sa
শেরিল স্যান্ডবার্গ
ফেসবুক-এ প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ৷ তাঁর লেখা বই ‘লিন ইন’-এর চলচ্চিত্র সত্ত্ব কিনে নিয়েছে সোনি পিকচার্স৷
ছবি: Getty Images
সুসান ভয়চিস্কি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ভয়চিস্কি৷ প্রতিমাসে গড়ে এক বিলিয়ন মানুষ ইউটিউব ভিজিট করেন৷
ছবি: picture-alliance/dpa/Google Inc.
মিশেল ওবামা
ফোর্বস-এর তালিকায় দশ নম্বরে আছেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা৷ প্রেসিডেন্ট বারাক ওবামা যে চমৎকার এক পারিবারিক জীবন উপভোগ করেন তা এই নারীর কল্যাণে৷ দুই সন্তানের জননী মিশেলকে বিভিন্ন অনলাইন প্রচারণাতেও অংশ নিতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/O. Douliery
10 ছবি1 | 10
যুদ্ধফেরত সৈন্যদের জন্য স্বাস্থ্যসেবা
ট্রাম্প ও ক্লিনটন, উভয়েই তথাকথিত ‘ভেটারানস' হেল্থ অ্যাডমিনস্ট্রেশন'-এর আমূল সংস্কার করে যুদ্ধফেরত মার্কিন সৈনিকদের জন্য উন্নততর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে চান৷ কাজটা খুব সহজ হবে না: দেশের প্রায় দু'কোটি সাবেক সৈন্য ও তাদের পরিবারের ভোট খুব কম নয়৷ তবে ট্রাম্প যেখানে তথাকথিত ‘ভেটারান'-দের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দেবার পক্ষে, ক্লিনটন তার বিরোধী৷