1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে দিনটা একান্তই মেয়েদের

দেবারতি গুহ১২ ফেব্রুয়ারি ২০১৫

কার্নিভাল উৎসবে ভাসছে জার্মানি৷ নানা রঙের, ঢঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন সকলে৷ আগামী সোমবার, মানে ‘রোজেনমোনটাগ’ পর্যন্ত চলবে এই উৎসব৷ তবে আজ ‘ভাইবারফাস্টনাখট্’, অর্থাৎ আজকের সারাটা দিন একান্তই মেয়েদের৷

Karneval Fasching Fasnacht in Deutschland - Brauchtum und Geschichte
ছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার বেলা ঠিক ১১টা বেজে ১১ মিনিটে জার্মানির রাইন অঞ্চলের তিন বড় শহর কোলন, ড্যুসেলডর্ফ আর মাইনৎস বলতে গেলে রং-বেরঙের পোশাক আর মুখোশধারী মেয়েদের দখলে চলে গেল৷ কার্নিভালের জমে ওঠা মরশুমে এই দিনটির পোশাকি নাম ‘‘ভাইবারফাস্টনাখট্''৷

এদিন মেয়েদেরই দিন৷ অফিসে দোকানে বা রাস্তায় টাই বাঁধা পুরুষের টাইখানা কাঁচি দিয়ে কুচ করে কেটে দেন৷ প্রতিবাদ করার উপায় নেই৷ মেয়রের অফিসে হানা দিয়ে প্রমীলারা গ্যাঁট হয়ে বসে পড়েন খোদ মেয়েরের অফিসেই৷ রাস্তায় রাস্তায় চোখে পড়ে কার্নিভালের মজার পোশাক পরা মেয়েরা৷ তাদের সঙ্গে পুরুষরাও থাকে বৈকি৷ মাঝে মাঝে সশব্দ স্লোগান৷ কার্নেভালপ্রেমীদের স্বাগত – স্লোগান কোলন, আখেন, কোবলেন্স শহরে ‘‘আলাফ'' – ড্যুসেলডর্ফে আবার সে স্লোগান পাল্টে যায়৷ সেখানকার মানুষ বলে ওঠে ‘‘হেলাউ''৷

এই দিন টাই বাঁধা পুরুষের টাইখানা কাঁচি দিয়ে কুচ করে কেটে দেন নারীরাছবি: picture-alliance/dpa

জার্মানিতে কার্নিভালের আয়োজনের প্রস্তুতির শুরুটা হয়েছে কিন্তু গত নভেম্বর মাসে৷ সেই মাসের ১১ তারিখে সকাল ১১ টা ১১ মিনিট ১১ সেকেন্ড থেকে শুরু হয় এর প্রস্তুতি নেয়া৷ আর এই উৎসব চূড়ান্ত পর্বে পৌঁছবে আগামী সোমবার৷ যাকে বলা হয় ‘‘রোজেনমোনটাগ''৷

কোলনে কার্নিভালের চূড়ান্ত পর্বে উপস্থিত হয় দেশ-বিদেশের প্রায় দশ লাখ মানুষ৷ তাঁদের উপস্থিতিতে বিভিন্ন প্রধান প্রধান রাস্তায় চলে দীর্ঘ শোভাযাত্রা৷ ছুঁড়ে দেয়া হয় অপেক্ষমান দর্শকদের দিকে চকলেট লজেন্স, ফুল, সুগন্ধী ও আরো নানা রকমের উপহার৷ কুড়িয়ে নেয় সে সব উপহার ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই৷ এ এক অন্যরকম উৎসব৷

জার্মানিতে ‘রোজেনমোনটাগ’ বা গোলাপি সোমবারের শোভাযাত্রার আয়োজন করেছিল কোলনের বাসিন্দারাই, সেই ১৮২৩ সালে৷ এর দু’বছর পর ড্যুসেলডর্ফ শহর করে এই আয়োজন৷ আর ১৮৩৬ সালে মাইনৎসে৷

যাই হোক, এত বছরে এই উৎসব হয়ে উঠেছে জার্মানির, বিশেষ করে রাইন অঞ্চলের সবচেয়ে বড় উৎসব৷ স্কুলগুলোতে আগেই বলে দেয়া হয়েছে কোন স্কুলে কোন থিমের উপর পোশাক পরা হবে৷ কেবল বাচ্চারা নয়, মা বাবাকেও যোগ দিতে হয় শিশুদের সঙ্গে আনন্দ উৎসবে৷ আর এক এক দিন একেক এলাকায় আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের৷ সব মিলিয়ে জার্মানির বাতাসে এখন কার্নিভাল উৎসবের আমেজ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ