ইউরোপের পূর্বাঞ্চলের দেশ মলডোভা থেকে মাত্র ৭০ কিলোমিটার পূর্বে গেলেই এই দেশ৷ ইউক্রেন ও মলডোভার মাঝামাঝি এক চিলতে জমির নাম ট্রান্সনিস্ট্রিয়া৷ কাগজে কলমে এই দেশের নাম প্রিডনেস্ট্রোভিয়ান মলডোভিয়ান রিপাবলিক বা পিএমআর৷ কিন্তু আসলে এই দেশের কোনো অস্তিত্বই নেই৷
মানচিত্রে ট্রান্সনিস্ট্রিয়ার অবস্থান
বর্তমানে, জাতিসংঘের সদস্য সবকটি দেশই মনে করে ট্রান্সনিস্ট্রিয়া আসলে মলডোভারই অংশ৷ কিন্তু ১৯৯০ সালে ট্রান্সনিস্ট্রিয়া নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করলে শুধু দক্ষিণ ওসেটিয়া, আর্টসাখ ও আবখাজিয়ার মতো আধাস্বীকৃত দেশগুলিই তাকে পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকার করে৷
মাত্র সাড়ে পাঁচ লাখ জনবসতির এই দেশের মানুষ একসাথে দুই বা তিন দেশের নাগরিকত্ব রাখতে পারেন৷ প্রায় ৩০ হাজার মানুষ আবার রাষ্ট্রহীন৷
যেসব দেশের সবচেয়ে বেশি প্রতিবেশী
বাংলাদেশের প্রতিবেশী দেশ মাত্র দুটি৷ ভারত আর মিয়ানমার৷ কিন্তু ভারতকে ঘিরে রেখেছে মোট সাতটি দেশ৷ অবাক হলেন? সবচেয়ে বেশি দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করাদের তালিকায় কিন্তু ভারতও নেই৷ কারা আছে? দেখুন ছবিঘরে...
১১. জাম্বিয়া
আফ্রিকার এই দেশটিকে ঘিরে রেখেছে মোট ৮টি দেশ- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, অ্যাঙ্গোলা, মালাউই, মোজাম্বিক, তাঞ্জানিয়া, নামিবিয়া, জিম্বাবুয়ে এবং বৎসোয়ানা৷ সবচেয়ে বেশি প্রতিবেশী আছে এমন দেশগুলোর তালিকায় তারা আছে ১১ নম্বরে৷
জাম্বিয়া আর তুরস্কের মতো তাঞ্জানিয়ার প্রতিবেশী দেশও আটটি৷ সেই আটটি দেশ হলো কেনিয়া, বুরুন্ডি, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, জাম্বিয়া, মালাউই, মোজাম্বিক এবং রুয়ান্ডা৷
ছবি: DW/N. Quarmyne
৮. সার্বিয়া
ইউরোপের দেশ সার্বিয়াকেও ঘিরে রেখেছে আটটি দেশ- রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্ৎসেগোভেনিয়া, মেসিডোনিয়া, বুলগেরিয়া, কসভো এবং মন্টেনেগ্রো৷
ছবি: Reuters/M. Djurica
৭. অস্ট্রিয়া
জাম্বিয়া, তুরস্ক, তাঞ্জানিয়া এবং সার্বিয়ার মতো অস্ট্রিয়ার প্রতিবেশীও আটটি৷ সেই দেশগুলো হলো হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, লিশটেনস্টাইন এবং স্লোভেনিয়া৷
ছবি: Imago Images/Xinhua/Guo Chen
৬. ফ্রান্স
ইউরোপের এই দেশটিকে ঘিরে রেখেছে বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, স্পেন, অ্যান্ডোরা, লুক্সেমবুর্গ, মোনাকো এবং ব্রিটেন, অর্থাৎ মোট নয়টি দেশ৷
ছবি: Reuters/C. Platiau
৫. জার্মানি
ফ্রান্সের মতো জার্মানিকেও ঘিরে রেখেছে নয়টি দেশ৷ ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির প্রতিবেশীরা হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, ডেনমার্ক ও লুক্সেমবুর্গ৷
ছবি: picture-alliance/NurPhoto/Y. Tang
৪. ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো
বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, সাউথ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো রিপাবলিক, অ্যাঙ্গোলা, জাম্বিয়া ও তাঞ্জানিয়া, অর্থাৎ নয়টি প্রতিবেশী দেশ নিয়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো আছে এই তালিকার চার নম্বরে৷
ছবি: AFP
৩. ব্রাজিল
ব্রাজিলের প্রতিবেশী দেশ ১০টি৷ দক্ষিণ অ্যামেরিকার এই দেশটিকে ঘিরে রাখা দেশগুলো হলো সুরিনাম, গিনি, ফ্রেঞ্চ গিনি, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা৷
ছবি: AFP/D. Ramalho
২. রাশিয়া
১৪ টি দেশ ঘিরে রেখেছে রাশিয়াকে৷ সেই দেশগুলো হলো ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, পোল্যান্ড, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া এবং নরওয়ে৷
ছবি: Reuters/S. Zhumatov
১. চীন
চীনের ২২ হাজার ১১৭ কিলোমিটারের সীমান্ত ঘেঁষে রয়েছে মোট ১৪টি দেশ৷ সেগুলো হলো ভারত, মঙ্গোলিয়া, কাজাখস্তান, উত্তর কোরিয়া, রাশিয়া, কির্ঘিস্তান, তাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম৷
11 ছবি1 | 11
অর্থহীন যে পাসপোর্ট
দেশটির ৯০ শতাংশ মানুষই ট্রান্সনিস্ট্রিয়ার নাগরিক হবার পাশাপাশি হয় মলডোভা, রাশিয়া বা ইউক্রেনের নাগরিক৷ ফলে, ট্রান্সনিস্ট্রিয়ার পাসপোর্ট থেকেও নেই৷ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কোথাও যেতে হলে তাই ট্রান্সনিস্ট্রিয়ার বাসিন্দাদের ভরসা এই তিন পাসপোর্টই৷
সমীক্ষা বলছে, স্বাধীনতা ঘোষণার পর প্রায় তিন দশক কেটে গেলেও ট্রান্সনিস্ট্রিয়ার রাজধানী টিরাসপোলের জনসংখ্যা কমছে৷ বেশির ভাগ মানুষই জীবিকার খোঁজে পাড়ি দিয়েছেন রাশিয়ায়৷ স্থানীয়দের মধ্যে দেশপ্রেমের গর্ব থাকলেও বাস্তবিক চিত্র নিয়ে রয়েছে হতাশাও৷
বিবিসি'র একটি প্রতিবেদনে রয়েছে ৪৫ বছর বয়েসি ট্রান্সনিস্ট্রিয়ান নারী ভেরা গালচেংকোর কথা৷ তিনি সেখানে বলেছেন, ‘‘আমাদের দুঃখ হয় যে আমাদের স্বাধীনতা স্বীকৃত নয়, কিন্তু তাও আমরা স্বাধীনতা অনুভব করি৷ আমাদের নিজস্ব সংবিধান, সরকার, সামরিক বাহিনী, টাকা এমনকি পাসপোর্ট থাকা সত্ত্বেও স্বাধীনতার স্বীকৃতি নেই৷’’